সাম্প্রতিক ঘটনা ২০২৩ আগস্ট প্রথম সপ্তাহ
Contents
বাংলা ভাষায় লেটেস্ট সাম্প্রতিক ঘটনাগুলি জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন! এই পোস্টে, আমরা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরগুলির একটি তালিকা দিয়েছি, যা আপনি অবশ্যই জানতে চাইবেন।
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক, পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি।
আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, ২০২৩, আগস্ট প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৮-২০২৩ তারিখ থেকে ০৭-০৮-২০২৩ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাম্প্রতিক ঘটনা ২০২৩ আগস্ট প্রথম সপ্তাহ ( Latest Current Affairs August 2023 Bangla)মাস – আগস্ট, সপ্তাহ – প্রথম, (০১-০৮-২০২৩ থেকে ০৭-০৮-২০২৩) |
১) কোন দেশ World Coffee Conference (ওয়ার্ল্ড কফি কনফারেন্স) অনুষ্ঠিত করতে চলেছে? | উঃ- ভারত |
২) ভারত সম্প্রতি এগ্রিকালচার এ উন্নতির জন্য কোন দেশের সাথে চুক্তি করতে চলেছে? |
উঃ- মলডোভা |
৩) World Lung cancer Day (ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে) প্রতি বছর কোন দিনে পালন করা হয়? | উঃ- ০১ আগস্ট |
৪) Belgian Grand Prix ( বেলজিয়ান গ্রান্ড প্রিক্স) ফর্মুলা ওয়ান রেস জিতলেন কে? | উঃ- ম্যাক্স ভার্স্টাপ্পেন |
৫) প্রতি বছর কোন দিনে World Wide Web Day (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে) পালন করা হয়? | উঃ- ১ আগস্ট |
৬) সম্প্রতি ভারতের কোন রাজ্যে FOXCON (ফক্সকন) কোম্পানি তাদের প্লান্ট তৈরি করতে চলেছে? | উঃ- তামিলনাড়ু |
৭) ভারতীয় এডুকেশান মিনিস্ট্রি DIKSHA(দিক্সা) নামক এডুকেশান প্লাটফর্ম এর উন্নতিকরনের জন্য কোন সংস্থার সাথে চুক্তি করেছে? | উঃ- ওরাকেল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার |
৮) রিসার্ভ ব্যাঙ্ক অব ইণ্ডিয়া লেট ওভারসিজ ট্রান্স্যাকশান এর জন্য সম্প্রতি কতগুলি ব্যাঙ্ক কে ফাইন করল? | উঃ- চারটি |
৯) কোন ব্রিটিশ ক্রিকেটার সম্প্রতি সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন? | উঃ- Alex Hales ( অ্যালেক্স হেলস ) |
১০) অমৃত ভারত স্কিম এর আওতায় ভারতের ৫০৮ টি স্টেশান এর উন্নতির জন্য কত পরিমাণ অর্থ নিয়োগ করা হচ্ছে? | উঃ- ২৪,৪৭০ কোটি রুপি |
সাম্প্রতিক ঘটনা ২০২৩ জুলাই চতুর্থ সপ্তাহ
আরও পড়ুন |
|