বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 01 থেকে 07 নভেম্বর 2023

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 01 থেকে 07 নভেম্বর 2023

আপনি কি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ নভেম্বর প্রথম সপ্তাহ, তারিখ – ০১-১১-২০২৩ থেকে ০৭-১১-২০২৩ পর্যন্ত বাংলায় পড়তে চান? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আকারে পড়তে চাকরি বাজার এর ওয়েবসাইটে তাড়াতাড়ি ভিসিট করুন। সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের গুরুতবপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) ওয়াইল্ডলাইফ ফটোফ্রাফার অব দি ইয়ার ২) ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি ৩) রিসার্ভ ব্যাঙ্ক এর নতুন এক্সেকিউটিভ ডিরেক্টর ৪) ভারতের প্রথম WI-FI 6 ব্রন্ডব্যান্ড পরিষেবা।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 01 থেকে 07 নভেম্বর 2023 ( Latest Current Affairs Bangla 2023 November )

মাস – নভেম্বর, সপ্তাহ – প্রথম, (০১-১১-২০২৩ থেকে ০৭-১১-২০২৩)

 ১) প্রপ্তি বছর কোন দিনে আন্তর্জাতিক ভেগান দিবস পালন করা হয়? উঃ- ০১ নভেম্বর

২) সম্প্রতি ১০ বছরের একজন বাচ্চা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দি ইয়ার এর পুরস্কার পেলেন, তিনি ভারতের কোন রাজ্যের বাসিন্দা? 

উঃ- কর্ণাটক
  ৩) দক্ষিণ-পুর্ব এশিয়া তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর রেজিওনাল ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Saima Wazed
  ৪) টাটা পাওয়ার রিনিউএবল এনার্জি এর ম্যানেজিং ডিরেক্টরসি ই ও পদে কে নিযুক্ত হলেন?   উঃ- Deepesh Nanda 
  ৫) ওয়াংখেড়ে স্টেডিয়াম এ সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার এর মূর্তি স্থাপন করা হল? উঃ- শচিন তেন্ডুলকর
  ৬) HURUN INDIA এর ফিলানথ্রপি এর তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে?  উঃ- শিব নাদর পরিবার
  ৭) ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি ২০২৪ এ অনুষ্ঠিত করতে চলেছে কোন দেশ?  উঃ- ভারত
  ৮) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক সুনামি সতর্কতা দিবস পালন করা হয়?  উঃ- ০৫ সেপ্টেম্বর
  ৯) কোন ভারতিয় প্রতিবেশী দেশ সম্প্রতি ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি চালু করল?  উঃ- থাইল্যান্ড
  ১০) প্রয়াত হলেন প্রখ্যাত কবি Gieve Patel, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৩ বছর 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ অক্টোবর চতুর্থ সপ্তাহ

 

 

 ১১) ভারতিয় রিসার্ভ ব্যাঙ্ক এর নতুন এক্সেকিউটিভ ডিরেক্টর কে হলেন?  উঃ- মনোরঞ্জন মিশ্র 

১২) ভারতে ডিফেন্স প্রজেক্ট এ ১০০% FDI নিশ্চিত করল কোন কোম্পানি? 

উঃ- SAAB (সুইডেন)
১৩) ভারতের সবচেয়ে দূষিত শহরের নাম কি? উঃ- দিল্লী
১৪) ভারতের প্রথম WI-FI 6 ব্রন্ডব্যান্ড পরিষেবা প্রদান করার জন্য টাটা প্লে ফাইবার কোম্পানি কোন কোম্পানির সাথে চুক্তি করল?   উঃ- NOKIA
 ১৫) ভারতের সবচেয়ে বড়ো কোল্ড অয়েল ফ্যাসিলিটি কোথায় তৈরি হতে চলেছে?  উঃ- গুজরাট 

১৬) প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও পণ্ডিত লীলা ওমচেরি, তাঁর বয়স কত হয়েছিল? 

উঃ- ৯৪ বছর
১৭) আই আই টি মাদ্রাস তাদের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস কোথায় স্থাপন করল? উঃ- জাজ্ঞিবার (তানজানিয়া)
১৮) সম্প্রতি অনুষ্ঠিত ব্রাজিলিয়ান গ্রান্ড প্রিক্স জিতলেন কে?   উঃ- ম্যাক্স ভার্স্টাপ্পেন
১৯) ভারতের কোন সামুদ্রিক বন্দর সর্বপ্রথম ১৬ মিলিয়ন টন মাল বহনের ক্ষমতাশালী হল?  উঃ- মুন্দ্রা পোর্ট
২০) এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি তে ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতল?   উঃ- স্বর্ণ পদক

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।