বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 08 থেকে 15 নভেম্বর 2023

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 08 থেকে 15 নভেম্বর 2023

আপনি কি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ নভেম্বর দ্বিতীয় সপ্তাহ, তারিখ – ০৮-১১-২০২৩ থেকে ১৫-১১-২০২৩ পর্যন্ত বাংলায় পড়তে চান? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আকারে পড়তে চাকরি বাজার এর ওয়েবসাইটে তাড়াতাড়ি ভিসিট করুন। সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের গুরুতবপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) আদানির শ্রীলঙ্কা জয় ২) ভারতকে নিরাপদ ঘোষণা ইংল্যান্ড এর ৩) ইউনিফর্ম সিভিল কোড ৪) Woman with a Watch।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 08 থেকে 15 নভেম্বর 2023 ( Latest Current Affairs Bangla 2023 November )

মাস – নভেম্বর, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-১১-২০২৩ থেকে ১৫-১১-২০২৩)

 ১) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে এমপ্লয়ি ওয়েলবিং ইনডেক্স এ ভারতের স্থান কত?

উঃ- দ্বিতীয়

২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক রেডিওগ্রাফি ডে পালন করা হয়? 

উঃ- ০৮ নভেম্বর
 ৩) ভারতের সার্ভেয়ার জেনারেল পদে নিযুক্ত হলেন কে?  উঃ- Hitesh Kumar S Makwana
  ৪) ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি এর শ্রীলঙ্কা এর সামুদ্রিক বন্দর অধিগ্রহণ এ মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কত পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে?   উঃ- ৫৫৩ মিলিয়ন ডলার
  ৫) প্রতি বছর কবে আন্তর্জাতিক বিজ্ঞান ও সান্তি সপ্তাহ পালন করা হয়?  উঃ- ০৯ থেকে ১৫ নভেম্বর
  ৬) কোঙ্কণ রেলওয়ে এর নতুন CMD পদে কে নিযুক্ত হলেন?  উঃ- সন্তোষ কুমার ঝা
  ৭) সম্প্রতি কোন দুই আমেরিকান কোম্পনি ভারতে তাদের ইনোভেশান ল্যাবরেটরি তৈরি করল?  উঃ- IBM & AWS
  ৮) কোন ইউরোপিয়ান দেশ ভারতকে সম্প্রতি সুরক্ষিত দেশ এর তালিকায় যুক্ত করল?  উঃ- ইংল্যান্ড
  ৯) কোন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার সম্প্রতি সমস্ত রকম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন?  উঃ- Meg Lanning 
  ১০) ভারত সম্প্রতি কোন দেশের সাথে দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন বঙ্গসাগর-২৩ সম্পন্ন করল?  উঃ- বাংলাদেশ

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ নভেম্বর প্রথম সপ্তাহ

 

 

 ১১) ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশান অব ইন্ডিয়া কোন অভিনেতাকে তাদের ব্রান্ড অ্যামব্যাসাডর হিসেবে বেছে নিয়েছে?  উঃ- পঙ্কজ ত্রিপাঠি

১২) প্রতি বছর কোন দিনে World Kindness Day পালন করা হয়? 

উঃ- ১৩ নভেম্বর
১৩) সম্প্রতি অযোদ্ধা তে কত সংখ্যক প্রদীপ জ্বালিয়ে রেকর্ড করল?  উঃ- ২২ লক্ষ
১৪) ভারতের কোন রাজ্য সর্বপ্রথম ইউনিফর্ম সিভিল কোড নিয়ম প্রনয়ন করতে চলেছে?   উঃ- উত্তরাখন্ড
 ১৫) আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়?  উঃ- ১৪ নভেম্বর

১৬) ৪২ তম আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? 

উঃ- দিল্লী, প্রগতি ময়দান
১৭) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতের বাণিজ্যক মুদ্রাস্ফিতি এর হার কত?  উঃ- ৪.৮৭%
১৮) পাবলো পিকাসো এর বিখ্যাত ছবি “Woman With a Watch” সম্প্রতি কত পরিমাণ অর্থে নিলাম করা হল?   উঃ- ১৩৯ মিলিয়ন ডলার
১৯) ভারতের শহুরে অবকাঠামো উন্নয়ন এর জন্য ভারত সরকার এশিয়ান দেভেলপমেন্ট ব্যাঙ্ক এর সাথে কত পরিমাণ অর্থের চুক্তি করল?  উঃ- ৪০০ মিলিয়ন মার্কিন ডলার
২০) ষষ্ঠ ভারত-ওপেক এনার্জি ডায়ালগ হাই লেভেল মিটিং কোথায় অনুষ্ঠিত হল?   উঃ- ভিয়েনা (অস্ট্রিয়া) 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।