সাম্প্রতিক ঘটনা

সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর প্রথম সপ্তাহ

 

      এই সপ্তাহের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলি –      

                • প্রয়াত হেথ স্টেক
                • সবচেয়ে মূল্যবান মুদ্রা
                • ভারতের প্রথম UPI ATM
                • ভারতের প্রথম গরিলা গ্লাস ফ্যাক্টরি 

 

 ভারত সহ বিশ্বের প্রতিটি প্রান্তে প্রতি দিন নানান রকম ঘটনা ঘটে চলেছে। আজকের প্রতিবেদনে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের ঘটনাগুলি তুলে ধরা হয়েছে তারিখ – ০১-০৯-২০২৩ থেকে ০৭-০৯-২০২৩ পর্যন্ত. সরকারী যেমন – এস এস সি, পি এস সি ও বেসরকারি বিভিন্ন পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি আলাদা মর্যাদা দেওয়া হয়। আমাদের সংকলিত এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপনাদের ঞ্জ্যানের ভান্ডার কে বাড়াতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি এস এস সি, পি এস সি ইত্যাদি পরীক্ষা 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর প্রথম সপ্তাহ  ( Latest Current Affairs September 2023 Bangla)

মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – প্রথম, (০১-০৯-২০২৩ থেকে ০৭-০৯-২০২৩)

 ১) সম্প্রতি  Viacom 18 কত পরিমান অর্থের বিনিময়ে ৫ বছরের জন্য BCCI এর TV ও Online রাইট অধিগ্রহণ করল?  উঃ- ৫,৯৬৩ কোটি রুপি

২) স্বদেশী টেকনলজিতে তৈরি ভারতের সবচেয়ে বড়ো নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোথায় তৈরি করা হল?  

উঃ- গুজরাট
  ৩) কোন দিনে প্রতি বছর বিশ্ব নারকেল দিবস পালন করা হয়?  উঃ- ০২ সেপ্টেম্বর
  ৪) ভারতের কোন রাজ্যে দেশের প্রথম গরিলা গ্লাস ফ্যাক্টরি তৈরি করা হল?   উঃ- তামিলনাড়ু
  ৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক চ্যারিটি দিবস পালন করা হয়?  উঃ- ০৫ সেপ্টেম্বর
  ৬) ইটালিয়ান গ্রান্ড প্রিক্স ২০২৩ জিতলেন কে?  উঃ- ম্যাক্স ভার্স্টাপেন
  ৭) প্রয়াত হলেন প্রাক্তন যিম্বাবয়েন ক্যাপ্টেন হেথ স্টেক, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৪৯ বছর
  ৮) ২০২৩ সালে হকি এশিয়া কাপে জিতল কোন দল?  উঃ- ভারত 
  ৯) সম্প্রতি ভারতীয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার উন্নতির জন্য কোন কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হল?  উঃ- মেটা
  ১০) একজন ট্রান্সজেন্ডার হিসেবে কে সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করলেন?  উঃ- McGahey

 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ আগস্ট তৃতীয় সপ্তাহ

 

 

 ১১) বর্তমানে কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি মূল্যবান?  উঃ- কুয়েত দিনার

  ১২) ভারত বিশ্বের প্রথম পোর্টেবল হসপিটাল চাল করল, এর নাম কি? 

উঃ- আরোগ্য মৈত্রি
  ১৩) ভারতের প্রথম সম্পূর্ণ সোলার সিটি কোনটি?  উঃ- সাঁচি 
  ১৪) ভারতের প্রথম UPI ATM তৈরি করল কোন কোম্পানি?   উঃ- HITACHI
  ১৫) ভারত সরকার সম্প্রতি মেডিক্যাল এডুকেশান এ সরকারী স্কুলে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য কত পরিমাণ রিসার্ভেশন চালু করল?  উঃ- ১০%
  ১৬) আবুধাবি এর কুলিং সার্ভিস প্রদানকারী কোম্পানি তাবরিদ (Tabreed) হায়দ্রাবাদ এ কত পরিমাণ অর্থের নিবেশ করতে চলেছে?  উঃ- ২০০ মিলিয়ন মার্কিন ডলার

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।