সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহ

সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহ

আপনি কি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহ, তারিখ – ০৮-০৯-২০২৩ থেকে ১৫-০৯-২০২৩ পর্যন্ত বাংলায় পড়তে চান? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আকারে পড়তে চাকরি বাজার এর ওয়েবসাইটে তাড়াতাড়ি ভিসিট করুন। সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের গুরুতবপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) দেশের প্রথম আন্ডার গ্রাউন্ড পাওয়ার ট্রান্সফর্মার ২) ভারতে খুচরো দ্রব্যের মুদ্রাস্ফিতি ৩) প্রয়াত হলেন প্রখ্যাত রুদ্র বিনা বাদক ৪) বিশ্বের উচ্চতম ফাইটার এয়ারফিল্ড

সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহ  ( Latest Current Affairs September 2023 Bangla)

মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০৯-২০২৩ থেকে ১৫-০৯-২০২৩)

 ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়?  উঃ- ০৮ সেপ্টেম্বর 

২) সম্প্রতি পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করার রেসোলিউসান পাশ করা হল? 

উঃ- ১ লা বৈশাখ
  ৩) কোন দিনে প্রতি বছর বিশ্ব ফিসিওথেরাপি দিবস পালন করা হয়?  উঃ- ০৮ সেপ্টেম্বর
  ৪) ভারতের কোন রাজ্যে দেশের প্রথম আন্ডার গ্রাউন্ড পাওয়ার ট্রান্সফর্মার তৈরি করা হল?   উঃ- বেঙ্গালুরু
  ৫) G 20 গ্রুপ এর নতুন পার্মানেন্ট সদস্য পদে নিযুক্ত হল কোন দেশ?  উঃ- আফ্রিকান ইউনিয়ন
  ৬) কোন দিনে প্রতি বছর হিমালয় দিবস পালন করা হয়?  উঃ- ০৯ সেপ্টেম্বর 
  ৭) বিশ্বের উচ্চতম ফাইটার এয়ারফিল্ড কোথায় তৈরি করা হয়?  উঃ- লাদাখ
  ৮) কোন দিনে আন্তর্জাতিক ইলেকোট্রিক ভেহিকেল ডে পালন করা হয়?  উঃ- ০৯ সেপ্টেম্বর 
  ৯) সম্প্রতি অনুষ্ঠিত বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ এ জয়লাভ করল কোন দেশ?  উঃ- জার্মানি
  ১০) প্রয়াত হলেন সফটওয়্যার ডেভেলপার ডেনিস অস্টিন, যিনি পাওয়ার পয়েন্ট তৈরি করেন, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৭৬ বছর

 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর প্রথম সপ্তাহ

 

 

 ১১) ইউনাইটেড আরব আমিরাত এ ভারতীয় ভ্রমণকারীদের জন্য রুপে ফরেক্স ট্রানক্সাসন চালু করার জন্য ভারত সরকার কোন কোম্পানির সাথে চুক্তি করেছে?  উঃ- থমাস কুক

  ১২) প্রয়াত হলেন প্রখ্যাত রুদ্র বিনা বাদক ওস্তাদ আলী জাকি হাদার, তাঁর বয়স কত হয়েছিল? 

উঃ- ৫০ বছর 
  ১৩) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে কোন দেশ বিশ্বের এক নম্বর দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে?  উঃ- সুইজারল্যান্ড
  ১৪) ভারতে খুচরো দ্রব্যের মুদ্রাস্ফিতি কত বেড়েছে?   উঃ- ৬.৮৩%
  ১৫) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ উন্নতির জন্য ISRO কোন সংস্থার সাথে চুক্তি বদ্ধ হয়েছে?  উঃ- AWS (Amazon Web Services) 
  ১৬) বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে?  উঃ- মুকেশ আম্বানি
  ১৭) ভারতে মাস্টার কার্ড এর চেয়্যারম্যান পদে কে নিযুক্ত হলেন?   উঃ- রাজনিষ কুমার
  ১৮) ইজ্ঞিন অয়েল ব্রান্ড মবিল এর ব্রান্ড অ্যামব্যাসাডর হলেন কে?   উঃ- হৃত্বিক রোশান

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।