সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি

মাস – জানুয়ারি, সপ্তাহ – প্রথম , (০১-০১-২০২১ থেকে – ০৭-০১-২০২১)

 

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ডিসেম্বর বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃদ্ধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি

 

১. সম্প্রতি কোন দেশগুলি অ্যাঙ্গেলস্ফিয়ারের অধীনে পড়ল?  উঃ – ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউ-জিল্যান্ড, ক্যানাডা
২. সম্প্রতি ভারতের কনিষ্ঠ মেয়র কে হলেন? উঃ – আর্য রাজেন্দ্রন
৩. সম্প্রতি ভারত সরকার কোন রাজ্যকে অশান্ত অঞ্চল হিসাবে ঘোষণা করেছে? উঃ – নাগাল্যান্ড
৪. সম্প্রতি ভারত সরকার কোন হেরিটেজ প্রকল্প গ্রহণের জন্য কোন ধরণের তহবিল সরবরাহ করতে পারে? উঃ – সি এস আর
৫. সম্প্রতি কোন ভারতীয় ক্ষেপণাস্ত্রটি বন্ধুত্বপূর্ণ বিদেশী দেশগুলিতে বিক্রয়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে? উঃ – আকাশ
৬. সম্প্রতি ভারতের প্রথম পরাগরেণু পার্ক কোন রাজ্যে তৈরি হল? উঃ – উত্তরাখণ্ড 
৭. সম্প্রতি ভারত সরকার এফ এ এস ট্যাগ  এর বৈধতা কত তারিখ পর্যন্ত বাড়িয়েছে? উঃ – ০১ ফেব্রুয়ারি ২০২১
৮. সম্প্রতি ভারতের কোন শহরে টেকনলজি ইনোভেশান হাব অন অটোনোমাস নেভিগেশান সিস্টেম” চালু করা হল? উঃ – হায়দ্রাবাদ
৯. সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার “মুলাঘ মেডেল” পেলেন?  উঃ – অজিঙ্ক রাহানে 
১০. সম্প্রতি কোন দেশ প্রথম কাঠের উপগ্রহ তৈরি করতে চলেছে?  উঃ – জাপান 
 

১১. সম্প্রতি “সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স” এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন?  উঃ – সুবোধ কুমার জয়সয়াল
১২. সম্প্রতি কোন রাজ্য সরকার “এক জেলা এক শিল্প” নামক অভিযান চালু করল?  উঃ – মধ্যপ্রদেশ
১৩. সম্প্রতি এইচ ডি এফ সি ব্যাঙ্ক এর নতুন চেয়ারম্যান হলেন কে?  উঃ – অতনু চক্রবর্তী
১৪. সম্প্রতি কোথায় ভারতের উচ্চতম আবহাওয়া কেন্দ্র স্থাপন করা হয়েছে? উঃ – লেহ
১৫. সম্প্রতি আত্মপ্রকাশিত তামিলনাড়ু এর ৩৮ তম জেলা এর নাম কি?  উঃ – মায়িলাদুথুরাই
১৬. সম্প্রতি স্টিল অথরিটি অব ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান কে হলেন? উঃ – সোমা মন্ডল
১৭. সম্প্রতি তেলেঙ্গাণা হাইকোর্ট এর প্রথম মহিলা বিচারপতি এর নাম কি? উঃ – হিমা কোহলি
১৮. সম্প্রতি ইয়েস ব্যাঙ্ক এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হলেন কে? উঃ – নিরঞ্জণ বানোদকর
১৯. সম্প্রতি ভারতীয় রেল বোর্ড এর চেয়ারম্যান এবং সি ই ও হলেন কে? উঃ – সুনিত শর্মা 
২০. সম্প্রতি কোন রাজ্য সরকার “দি এক্সিলেন্স ইন ডিজিটাল গভরন্যান্স প্লাটিনাম পুরস্কার” পেল কোন রাজ্য সরকার? উঃ – হরিয়াণা
২১. ভারতের সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী লাদাখের প্যানগং হ্রদে নজরদারি ও টহল দেওয়ার জন্য কোন সংস্থাটির সাথে ১২ টি ফাস্ট প্যাট্রোল বোট তৈরি করার চুক্তি করেছে?  উঃ – গোয়া শিপইয়ার্ড লিমিটেড
২২. সম্প্রতি কোন সংস্থা বেঙ্গালুরু শহরে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নীত করতে ভারতের জন্য ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে? উঃ – এশিয়ান দেভেলপমেন্ট ব্যাঙ্ক 
২৩. সম্প্রতি ভারতীয় নৌবাহিনী এমকে ৪ ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি (এলসিইউ) শ্রেণি জাহাজের ‘আইএন এলসিইউ এল -৫৮’ এর চূড়ান্ত এবং অষ্টম জাহাজটি পেয়েছে। এলসিইউ শ্রেণির জাহাজটি কোন সংস্থাটি তৈরি করেছে?  উঃ – গার্ডেন রিচ শিপবিল্ডার এবং ইঞ্জিনিয়ার্স
২৪. সম্প্রতি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চল এর কমন হাই কোর্ট এর নতুন প্রধান বিচারপতি (সিজে) হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? উঃ – পঙ্কজ মিথাল
২৫. সম্প্রতি কোন ভারতীয় মোটর সাইকেল কোম্পানি পৃথিবীর প্রথম কোম্পানি হিসেবে ১ লক্ষ কোটি টাকার বাজার মুল্য অতিক্রম করল?  উঃ- বাজাজ 
 

 

২৬. সম্প্রতি ব্লুমবার্গ বিলিওনার্স ইনডেক্স ২০২১ এর হিসেবে পৃথিবীর সবচেয়ে ধণি ব্যাক্তি কে?  উঃ – জেফ বেজস
২৭. সম্প্রতি প্রকাশিত খবর অনুশারে এশিয়ার সবচেয়ে ধণি ব্যক্তি কে?  উঃ – যং সান্সান
২৮. সম্প্রতি অ্যান্টার্কটিকার ৪০ তম ভারতীয় বৈজ্ঞানিক অভিযানটি কোন বন্দর থেকে যাত্রা শুরু করে  উঃ – মর্মুগাও
২৯. সম্প্রতি কোন চলচ্চিত্র নির্মাতা ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) এর ৫১ তম সংস্করণের আন্তর্জাতিক জুরির প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন?  উঃ – পাবলো সিজার
৩০. সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধন করা কোচি – মঙ্গলুরু প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পের আনুমানিক দৈর্ঘ্য কত?  উঃ – ৪৫০ কিলোমিটার
৩১. সম্প্রতি কোন সংস্থা পশ্চিমবঙ্গ অভ্যন্তরীণ নৌ পরিবহন, লজিস্টিকস এবং স্পেসিয়াল ডেভলপমেন্ট প্রকল্পের জন্য ১০৫ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে?  উঃ- বিশ্ব ব্যাঙ্ক
৩২. সম্প্রতি সর্বভারতীয় দাবা ফেডারেশনের (এআইসিএফ) নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?  উঃ – সঞ্জয় কাপুর
৩৩. সম্প্রতি টয়কাথন ভারতের উন্নতির জন্য ভারতে খেলনা ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চলেছে। এই কোম্পানির কতগুলি থিম আছে? উঃ – ৯ টি
৩৪. সম্প্রতি কোন দেশ তাদের বিচার ব্যাবস্থা থেকে মৃত্যুদণ্ড সম্পুর্ণ রূপে নিষিদ্ধ করল?  উঃ – কাজাখস্থান
৩৫. সম্প্রতি ব্যাঙ্ক অব বরোদা কোন ম্যাসেজিং সংস্থার সাথে তাদের ব্যাংকিং পরিষেবা চালু করল? উঃ- হটসঅ্যাপ
৩৬. সম্প্রতি টেসলা কোম্পানি কোন দেশে পৃথিবীর বৃহত্তম সুপার চার্জিং স্টেশান তৈরি করল? উঃ – চিন 
৩৭. সম্প্রতি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার জন্য ভিডিও কে ওয়াই সি পরিসেবা চালু করল? উঃ – আই ডি বি আই ব্যাঙ্ক
৩৮. সম্প্রতি কোন রাজ্য সরকার আগামি তিন বছরের জন্য সমস্ত দোকান ২৪x৭ খোলা রাখার অনুমতি দিল?  উঃ – কর্ণাটক 
৩৯. সম্প্রতি কোন আর্থিক প্রতিষ্ঠান অন্ধ্র প্রদেশের দুটি সড়ক প্রকল্পের জন্য ভারতের সাথে ৬৪৬ মিলিয়ন ডলার ঋণের চুক্তি স্বাক্ষর করেছে? উঃ- নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
৪০. সম্প্রতি অলিম্পিকে স্বর্ণ পদক প্রাপ্ত কোন হকি খেলোয়াড় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন? উঃ- মাইকেল কনডো

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি জানুয়ারি ১ম সপ্তাহ 

PDF logo

 

আরও পড়ুন 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।