সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

মাস – এপ্রিল, সপ্তাহ – প্রথম , (০১-০৪-২০২১ থেকে – ০৭-০৪-২০২১)

 

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, এপ্রিল ২০২১, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৪-২০২১ তারিখ থেকে ০৭-০৪-২০২১ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

প্রশ্ন

উত্তর 

১) উইপ্রো এর নতুন “চিফ টেকনলজি অফিসার” কে হলেন?  উঃ- সুভা তাতাভার্তি
২) সম্প্রতি প্রকাশিত “নেমস অব দি ওমেন” বইটির লেখক কে?  উঃ- জিত থাইল
৩) আরবিআই “রেকারিং অনলাইন ট্রান্সাক্সান” এর সময়সীমা বাড়িয়েছে। নিয়ম মেনে চলার নতুন টাইমলাইন কী? উঃ- ৩০ সেপ্টেম্বর
৪) জাপানের অটোমোবাইল শিল্পের সরবরাহ চেইন প্রসারিত করতে ভারতের কোন ব্যাংক জাপান ব্যাংকের আন্তর্জাতিক সহযোগিতা (জেবিআইসি) এর সাথে ঋণ চুক্তি করেছে? উঃ- ভারতীয় স্টেট ব্যাঙ্ক
৫)  সম্প্রতি ভারতীয় নৌবাহিনী কোন দেশের নৌবাহিনীর সাথে বিশেষ মহড়া ‘বজ্র প্রহর ২০২১’  পরিচালনা করেছিল? উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র
৬) সম্প্রতি “ফেসবুক” সমুদ্রের তলদেশে ইন্টারনেট ফাইবার কেবল বিস্তার করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করল?  উঃ- গুগোল
৭) সম্প্রতি কোন অভিনেতা ৫১ তম “দাদাসাহেব ফালকে” পুরস্কার পেলেন?  উঃ- রজনিকান্ত
৮) গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স ২০২১ এ কোন দেশ শীর্ষে আছে উঃ- আইসল্যান্ড
৯) গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২১ -এ ভারতের র‌্যাঙ্ক কত? উঃ- ১৪০
১০) পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান) আধার নম্বরের  সাথে সংযুক্ত করার জন্য বর্ধিত সময়সীমা কি? উঃ- ৩০ জুন ২০২১
১১) ও এন জি সি এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কে হলেন? উঃ- সুভাষ কুমার
১২) আন্তর্জাতিক শিশুদের বই দিবস ২০২১ এ কোন দেশ স্পনসর করেছে? উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র


 

১৩) ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অ্যাডিশনাল ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? উঃ- উর্জিত প্যাটেল
১৪) সম্প্রতি বিশ্বের উষ্ণতম শহর হিসেবে গণ্য হল ভারতের কোন শহর?  উঃ- ভুবনেশ্বর
১৫) সম্প্রতি গ্রামীণ মহিলাদের উণ্ণয়নের জন্য “স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম” কোথায় চালু করা হল?  উঃ- জম্মু ও কাশ্মীর এ
১৬) সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার মহিলাদের জন্য বিণামুল্যে বাস ভ্রমণের কথা ঘোষণা করল? উঃ- পাঞ্জাব
১৭) পেটিএম মানি কোন শহরে তাদের নিজস্ব রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার চালু করল? উঃ- পুণে
১৮) এমপ্লইস স্টেট ইন্সুরেন্স কর্পোরেশান এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন?  উঃ- মুখমিত এস. ভাটিয়া
১৯) ভারতের কোন রাজ্যে শীস্তুরা হিরণ্যকেশি বায়োলজিকাল হেরিটেজ সাইট নামক একটি নতুন সুরক্ষিত অঞ্চল আবিষ্কার হয়েছে? উঃ- মহারাষ্ট্র
২০) সম্প্রতি ভারতের কোন জলাভূমি কে সংরক্ষিত জলাভূমি হিসেবে ঘোষণা করা হল? উঃ- ডাল লেক
২১) কোন দেশ প্রথম পশুদের জন্য কোভিড ভ্যাকসিন আবিস্কার করল?  উঃ- রাশিয়া
২২) ভারতের কোন সংস্থা ৯ কেজি লাইট-ওয়েট বুলেট প্রফ জ্যাকেট তৈরি করল?  উঃ- ডি আর ডি ও
২৩) পাবলিক এন্টারপ্রাইস সিলেকশান বোর্ড এর চেয়ারপার্সন কে হলেন? উঃ- মল্লিকা শ্রীনিবাসন
২৪) সম্প্রতি আই সি আই সি আই ব্যাঙ্ক ফাস্ট্যাগ চালু করার জন্য কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করল? উঃ- ফোন পে
২৫) সম্প্রতি কোন রাজ্যে নকশাল আক্রমণের কারণে ২২ জন সেনা প্রাণ হারালেন? উঃ- ছত্তিশগড়
২৬) ভারত নেপালের রাস্তা তৈরির জন্য কত টাকা প্রদান করার কথা ঘোষণা করল?  উঃ- ৮০০ কোটি
২৭) জল সংরক্ষণ প্রযুক্তি উন্নতির জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করল?  উঃ- জাপান
২৮) কোন ভারতীয় ক্রিকেটার জেনারেল ইন্সুরেন্স কর্পোরেশান অব ইন্ডিয়া এর ব্রান্ড অ্যাম্বাসাডর হলেন? উঃ- বিরাট কোহলি
 



২৯) সম্প্রতি কলিঙ্গ রত্ন পুরস্কার ২০২১ কে পেলেন? উঃ- বিশ্ব ভুষণ হরিচন্দণ
৩০) ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কোন জায়গায় স্থাপন করা হচ্ছে? উঃ- রামগুন্ডম
৩১) ভারতে প্রতিবছর জাতীয় মেরিটাইম দিবস পালিত হয় কোন দিন? উঃ- ৫ এপ্রিল
৩২) প্রতি পরিবারকে প্রতিবছর পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়ার জন্য কোন রাজ্য মুখমন্ত্রি চিরঞ্জিবি স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছে? উঃ- রাজস্থান
৩৩) প্রতি বছর ভারতের কোন রাজ্যে টিউলিপ উৎসব  আয়োজন করা হয়? উঃ- জম্মু-কাশ্মীর
৩৪) ২০২১ সালে ফোর্বসের বার্ষিক বিশ্ব কোটিপতিদের তালিকায় মুকেশ আম্বানি কত স্থানে রয়েছেন? উঃ- দশম
৩৫) মিজোরামের পরিচালন ক্ষমতা এবং স্বাস্থ্যসেবার মান বাড়ানোর জন্য বিশ্বব্যাংক কত পরিমাণ অর্থ অনুমোদন করেছে? উঃ- ৩২ মিলিয়ন মার্কিন ডলার
৩৬) ভারতের নবনিযুক্ত অর্থনৈতিক বিষয়ক সচিবের নাম কি? উঃ- অজয় সেঠ
৩৭) কোন খেলোয়াড় ২০২১ মায়ামি ওপেন টেনিস পুরুষদের একক শিরোপা অধিকার করেছেন? উঃ- হুবার্ট হুরক্যাজ
৩৮) কোন খেলোয়াড় ২০২১ মায়ামি ওপেন টেনিস মহিলাদের একক শিরোপা অধিকার করেছেন? উঃ- অ্যাশলেইগ বার্টি
৩৯) ভারতের কোন আই আই টি দৃষ্টিহীনদের জন্য টাচ সেন্সেটিভ ঘড়ি তৈরি করল? উঃ- আই আই টি কানপুর
৪০) ভারত সরকারসম্প্রতি কোন দেশের ২০০০ জন কে  মুক্তিযোদ্ধা স্কলারশিপ প্রদান করতে চলেছে? উঃ- বাংলাদেশ
৪১) বি সি সি আই এর অ্যান্টি করাপশান ইউনিট এর প্রধান কে নিযুক্ত হলেন? উঃ- এস এস খণ্ডওয়ালা

 

 

 

 

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি , এপ্রিল-২০২১ (প্রথম সপ্তাহ) পিডিএফ -বাংলা 

 

CA-March-2021-3rd-week..

 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।