সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

 

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি , মার্চ – ২০২১

মাস – মার্চ, সপ্তাহ – চতুর্থ , (২৩-০৩-২০২১ থেকে – ৩১-০৩-২০২১)

 

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মার্চ ২০২১, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৩-২০২১ তারিখ থেকে ৩১-০৩-২০২১ তারিখ পর্যন্ত মার্চ মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি। 

 

প্রশ্ন

উত্তর 

১) সম্প্রতি কোন অভিনেতা জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর পুরস্কার পেলেন?  উঃ- ধনুষ এবং পঙ্কজ ত্রিপাঠি
২) কোন রাজ্য “মুখ্যমন্ত্রী চিরঞ্জিবি যোজনা”    প্রকল্প চালু করল?  উঃ- রাজস্থান
৩) টাইমস ম্যাগাজিন এ স্থান পাওয়া প্রথম ট্রান্সজেন্ডার পুরুষ এর নাম কি?  উঃ- এলিয়ট পেজ
৪) সম্প্রতি সিনেমা জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট হিন্দি ফিল্ম পুরস্কার পেল? উঃ- ছিছোরে
৫) ২০২০ সালে গান্ধী শান্তি পুরষ্কারে কে সম্মানিত হয়েছে? উঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৬) ২০২১ সালে ইথানল উৎপাদন প্রচার নীতি গ্রহণকারী ভারতের প্রথম রাজ্য কোনটি? উঃ- বিহার
৭) বিশ্ব জল দিবস ২০২১ এর থিম কী? উঃ- জলের মূল্য
৮) ভারতীয় নৌবাহিনী সম্প্রতি অপারেশন সঙ্কল্পের অধীনে পারস্য উপসাগরে কোন দেশটির সাথে উত্তীর্ণ অনুশীলন (পাসসেক্স) পরিচালনা করেছিল?  উঃ- বাহরিন
৯) কোন খেলোয়াড় অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২১ মহিলাদের একক শিরোপা জিতেছে? উঃ- নোজমি ওকুহারা
১০) সম্প্রতি “ক্যাচ দি রেইন” নামক ক্যাম্পেইন কে চালু করলেন?  উঃ- নরেন্দ্র মোদি
১১) ভারতের কোন রাজ্যে “বন ধন বিকাশ যোজনা” চালু হল?  উঃ- মণিপুর
১২) ই-টেন্ডারিং পোর্টাল প্রনিত কোন সংস্থা চালু করেছে? উঃ- পাওয়ার গ্রিড


 

১৩) কোন রাজ্যে ছাত্রীদের জন্য এডুকেশান মেন্টরিং প্রোগ্রাম চালু করা হল?  উঃ- দিল্লী
১৪) সার্বজনীন ব্যাংক এবং ক্ষুদ্র আর্থিক ব্যাংকগুলির প্রয়োগ মূল্যায়নের জন্য আরবিআই কর্তৃক গঠিত স্থায়ী বাহ্যিক উপদেষ্টা কমিটির (এসইএসি) প্রধান কে হলেন? উঃ- শ্যামলা গোপীনাথ
১৫) রাশিয়া সম্প্রতি কোন রকেট সিস্টেম ব্যবহার করে ১৮ টি দেশ থেকে ৩৮ টি বিদেশি উপগ্রহকে কক্ষপথে উৎক্ষেপণ করেছে? উঃ- সয়ুজ ২.১ এ
১৬) দেশের সেরা ডিরেক্টর জেনারেল অব পুলিশ(ডিজিপি) এর সম্মান কে পেলেন? উঃ- গৌতম সংগ
১৭) বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কে ওয়ান ডে ক্রিকেট এ প্রথম ৫০ টি হাফ সেঞ্চুরি করলেন?  উঃ- তামিম ইকবাল 
১৮) ৬৭ তম জাতীয় সিনেমা পুরস্কার এ কোন রাজ্য “বেস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট” এর তকমা পেল?  উঃ- সিকিম
১৯) সম্প্রতি ভারতের কোন রাজ্যে কোভিড এর সচেতনতা বাড়াতে সংকল্প ক্যাম্পেইন” চালু করল?  উঃ- মধ্য প্রদেশ 
২০) কোন রাজ্য সরকার “ফ্রেস ফ্রুট কেক” নামক নতুন উদ্যোগ চালু করল?  উঃ- মহারাষ্ট্র
২১) জো বিডেন প্রশাসনে মার্কিন সার্জন জেনারেল হিসাবে নিযুক্ত ভারতীয়-আমেরিকান চিকিৎসকের নাম কি? উঃ- বিবেক মুর্তি
২২) কোন রাজ্য পশুপালন এবং পশুচিকিত্সা খাতকে জোর দেওয়ার জন্য ভারতের প্রথম সরকার পরিচালিত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালু করেছে? উঃ- অন্ধ্র প্রদেশ 
২৩) বিশ্বের প্রথম একচেটিয়া শিপ টানেলটি কোন দেশে নির্মিত হবে? উঃ- নরওয়ে
২৪) ২০২১ আল আইন ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্টস টুর্নামেন্টে ভারত কতটি পদক জিতেছে? উঃ- ৭ টি
২৫) সম্প্রতি ভারতীয় খাদ্য নিগম এর নতুন চেয়ারম্যান কে হলেন?  উঃ- অতিস চন্দ্র
২৬) ইউনিক আইডেন্টিফিকেসান অথরিটি অব ইন্ডিয়া এর নতুন সি ই ও কে হলেন ? উঃ- সৌরভ গর্গ
২৭) এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া এর নতুন সিইও কে হলেন?  উঃ- সঞ্জীব কুমার 
২৮) মহিন্দ্রা এবং মহিন্দ্রা লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও কে হলেন? উঃ- আনিস সাহ
 

  • সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি-মার্চ – ২০২১, তৃতীয় সপ্তাহ | Weekly Current Affairs, March



২৯) কোন ভারতীয় অভিনেতা “ফোর্বস লিডারশিপ অ্যাওয়ার্ড” পেলেন?  উঃ- সোনু সুদ 
৩০) কোন দেশে বিশ্বেরও প্রথম “সুপার মারিও থিম পার্ক” চালু হল? উঃ- জাপান
৩১) ভারতের কোন রাজ্যে “ইথানল প্রোডাকশান প্রোমশান পলিসি” চালু হল?  উঃ- বিহার
৩২) ভারতের কোন স্থান প্রথম টিবি মুক্ত স্থান হিসেবে গন্য হল?  উঃ- লাক্ষাদ্বীপ
৩৩) এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন কোথায় তৈরি হল?  উঃ- জম্মু-কাশ্মীর
৩৪) ২০২১ এ নয়াদিল্লিতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ এ কোন দল সবচেয়ে বেশি পদক অর্জন করেছে? উঃ- ভারত
৩৫)  ভারতের কোন জায়গায় প্রথম ইন্দো-কোরিয়ান ফ্রেন্ডশিপ পার্ক  উদ্বোধন করা হয়েছে? উঃ- দিল্লী ক্যান্টনমেন্ট
৩৬) সম্প্রতি “স্ট্যান্ডিং কনফারেন্স অব পাবলিক এন্টারপ্রাইসেস” এর নতুন চেয়ারম্যান হলেন? উঃ- সোমা মন্ডল
৩৭) ভারতের কোন আই আই ট “দি কোরনেট গ্লোবাল অয়াকাডেমিক চ্যালেঞ্জ ৬.০” জিতল?  উঃ- আই আই টি খড়গপুর
৩৮) ইনফোসিস এর স্বতন্ত্র পরিচালক পদে কে নিযুক্ত হলেন? উঃ- চিত্রা নায়েক
৩৯) সম্প্রতি ভারত ও বাংলাদেশের সাথে কতগুলি চুক্তি স্বাক্ষরিত হয়েছে?  উঃ- ৫ টি
৪০) কোন রাজ্য সরকার “দেখো আপনা প্রদেশ” নামক ক্যাম্পেইন চালু করল?  উঃ- অরুনাচল প্রদেশ
৪১) কোন ভারতীয় রেঞ্জার “আন্তর্জাতিক রেঞ্জার অ্যাওয়ার্ড ২০২১” জিতেছেন?  উঃ- মিহিদ্র গিরি

 

 

 

 

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি , মার্চ-২০২১ (চতুর্থ সপ্তাহ) পিডিএফ -বাংলা 

 

CA-March-2021-3rd-week..

 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।