জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক

 

চাকরি বাজারেরসাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক ও তাদের নাম নিয়ে আলোচনা করলাম। আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন। 

 

জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক

 

জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক ও তাদের নামবিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে।  এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের , গ্রুপ ডি  , ইউপিএসসি, রেল প্রভৃতি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। ১. শারীরবিদ্যার জনক কে? উত্তর হবে আন্দ্রেআস ভেসালিয়াস২. প্রাণিবিদ্যার জনক কে? উত্তর হবে অ্যারিস্টটল। 

 

জীববিজ্ঞানের শাখার নাম

জনক 

 
♦ শারীরবিদ্যার জনক আন্দ্রেআস ভেসালিয়াস
♦ প্রাণিবিদ্যার জনক → অ্যারিস্টটল
♦ উদ্ভিদবিদ্যার জনক → থিওফ্রাস্টাস
জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল
♦ উদ্ভিদ অ্যানাটমির জনক → নেহেমিয় গ্রিউ
জীব কোষ সংক্রান্ত বিদ্যার জনক → রবার্ট হুক
প্রাচীন অনুবর্তন তত্ত্বের জনক  → প্যাভলভ
♦ প্যাথোলজির জনক → রুডল্ফ ভার্চো
♦ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক → পল বার্গ
♦ জীবাণুবিদ্যার জনক → রবার্ট কোচ
♦ এন্ডোক্রিনোলজির জনক → অ্যাডিসন
♦ ট্যাস্কোনমির  জনক → ক্যারোলাস লিনিয়াস
♦ ভাইরোলজি এর জনক → মার্টিনাস বিঞ্জেরিনেক
♦ প্যালিয়ন্টোলজির জনক → লিওনার্দো দা ভিঞ্চি
♦ অ্যান্টিবায়োটিকের জনক আলেকজান্ডার ফ্লেমিং
♦ জৈব রসায়নের জনক → কার্ল আলেকজান্ডার নিউবার্গ
♦ রক্তের গ্রুপের জনক → কার্ল ল্যান্ডস্টেইনার
♦ রক্ত সঞ্চালনের জনক → উইলিয়াম হার্ভে
♦ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জনক → ডাঃ অ্যালেক জেফ্রি
♦ এন্ডোক্রোনোলজির জনক → থমাস অ্যাডিসন
♦ ইসিজী -র জনক উইলিয়াম ইনথোভেন
♦ হোমিওপ্যাথির জনক
→ হ্যানিম্যান
জেনেটিক্সের জনক → মেন্ডেল
♦ আধুনিক জেনেটিক্সের জনক
ব্যাটিসন 
♦ সবুজ বিপ্লবের জনক
→ নরম্যান বোরলাগ
♦ ভারতে সবুজ বিপ্লবের জনক
→ স্বামীনাথন
♦ বিবর্তনবাদের জনক
→ চার্লস ডারউইন
♦ মাইক্রোবায়োলজির জনক
 আন্তোনি ভ্যান লিয়ুভেনহোকে
♦ ভ্রূণবিদ্যার জনক →  অ্যারিস্টটল 
ঔষুধের জনক   হিপোক্রেটিস
ইমিউনোলজির জনক → এডওয়ার্ড জেনার
আয়ুর্বেদের জনক → চরক 

 

 

 

 

 

 

 

সম্পূর্ণ পোস্টটি নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন 

 

  • জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক   
জীববিজ্ঞানের-বিভিন্ন-শাখার-জনক

 

 

 

 

আরও পড়ুন 

 
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।