Weekly Current Affairs

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি [Weekly current Affairs]

মাস – এপ্রিল, সপ্তাহ – চতুর্থ , (২৩-০৪-২০২১ থেকে ৩০-০৪-২০২১)

 

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, এপ্রিল ২০২১, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৪-২০২১ তারিখ থেকে ৩০-০৪-২০২১ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

১) ইউ পি এস সি এর নতুন চেয়ার ম্যান কে হলেন? উঃ- সঞ্জয় স্রিনেট
২) কোন ব্যাটসম্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৬০০০ রান এর রেকর্ড করলেন? উঃ- বিরাট কোহলি
৩) বছরের কোন দিনটি “ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশান ডে” হিসেবে পালন করা হয়।  উঃ- ২৩ এপ্রিল
৪) টাটা কন্সুমার প্রোডাক্টস এর প্রেসিডেন্ট কে হলেন? উঃ- দিপীকা ভান
৫) ভারতের ৬৮ তম গ্রান্ড-মাস্টার কে হলেন? উঃ- অর্জুন কল্যান
৬) পুমা ইন্ডিয়া এর ব্রান্ড অ্যাম্বাসাডর হলেন কোন দুই ক্রিকেটার?  উঃ- ওয়াশিংটন সুন্দর ও দেবদত্ত পাড়িক্কল
৭) ২০২১ সালে গ্লোবাল এনার্জি ট্রানজিশন সূচকে (ইটিআই) ভারতের অবস্থান কত? উঃ- ৮৭
৮) এস অ্যান্ড পি গ্লোবাল রেটিং অনুসারে, ২০২১-২২ অর্থবছরে ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধি কত হতে পারে বলে আশা করা হয়েছে? উঃ- ১১%
৯) ২০২১ সালে গ্লোবাল এনার্জি ট্রানজিশন সূচকে (ইটিআই) শীর্ষে রয়েছে কোন দেশ? উঃ- সুইডেন
১০) ন্যাসকম বা ন্যাশনাল অ্যাসোসিয়েশান অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিস এর চেয়ারপার্সন কে হলেন? উঃ- রেখা এম মেনন
১১) ভারতের কোন রাজ্য সরকার “কোভিড-১৯ যোধ্যা কল্যান যোজনা” চালু করেছে? উঃ- মধ্যপ্রদেশ
১২) নেলসন ম্যান্ডেলা বিশ্ব মানবিক পুরষ্কার ২০২১ জিতলেন কে? উঃ- রুমানা সিংহ সেহগল


 

১৩) সম্প্রতি রিসার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কাকে এইচ ডি এফ সি ব্যাংক এর পার্ট টাইম চেয়ারম্যান পদে নিয়োগ করল? উঃ- অতনু চক্রবর্তী
১৪) বিশ্ব পুস্তক দিবস কবে পালন করা হয়? উঃ- এপ্রিল ২৩
১৫) কোন রাজ্য কোভিড পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করতে চলেছে উঃ- বিহার
১৬) অনলাইন ট্রাভেল বুকিং কোম্পানি ক্লিয়ার ট্রিপ কে কিনল কোন কোম্পানি? উঃ- ফ্লিপকার্ট
১৭) ভারত, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে অনুষ্ঠিত নৌ মহড়া এর নাম কি?  উঃ- বরুন ২০২১
১৮) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ২৪ শে এপ্রিল সারাদেশের গ্রামীণ জনগণের কাছে ই-সম্পত্তি কার্ড বিতরণের জন্য একটি প্রকল্প চালু করলেন। এই প্রকল্পটির নাম কি? উঃ- স্বামীত্ব
১৯) “ভারতে ব্যাংকিং সংস্কারের জনক” হিসাবে বিবেচিত আর বি আই এর প্রাক্তন গভর্নরের নাম কি, যিনি সম্প্রতি পরলোক গমন করেছেন? উঃ- এম নরসিঙ্ঘম
২০) টেসলা ইন্ডিয়া এর হিউম্যান রিসোর্সেস লিডার কে হলেন?  উঃ- চিত্রা থমাস
২১) ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপ এ তৃতীয় ভারতীয় হিসেবে সোনা কে জিতলেন? উঃ- সচিন সিয়চ
২২) ভারতের কোন রাজ্য সরকার ১৮ বছরের উর্দ্ধে সমস্ত নাগরিক কে বিণামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করল? উঃ- রাজস্থান
২৩) ভারতের কোন রাজ্য সরকার চাষিদের জন্য শূন্য সুদ এ ঋণ এর প্রকল্প ঘোষণা করল? উঃ- অন্ধ্রপ্রদেশ
২৪) কোন দেশ আই সি সি ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ অব দি ইয়ার পুরস্কার ২০২১ এ প্রথম স্থান অধিকার করল? উঃ- ক্রিকেট আর্জেন্টিনা
২৫) সম্প্রতি পরলোক গমন করলেন প্রণব গাঙ্গুলি, উনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন?  উঃ- ফুটবল
২৬) সম্প্রতি ভারতের কোন পারমাণবিক বিজ্ঞানী মারা গেলেন? উঃ- কৃষ্ণমূর্তি সান্থানম
২৭) মারুতি সুযুকি এর কোন প্রাক্তন ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর সম্প্রতি মারা গেলেন? উঃ- জগদীস খট্টর
২৮) কোন সিনেমাটি ৯৩ তম অস্কার ২০২১ এ সেরা সিনেমার পুরস্কার পেয়েছে? উঃ- নোম্যাড ল্যান্ড
 



২৯) কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার  কোভিড-১৯ এর চিকিৎসার জন্য পি এম কেয়ার ফান্ড ৫০০০০ ডলার দান করলেন?  উঃ- প্যাট কামিন্স
৩০) সম্প্রতি কোন দেশ তাদের দেশের পাঠক্রমে রামায়ণ ও মহাভারত যুক্ত করতে চলেছে?  উঃ- সৌদি আরব
৩১) ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম নিউক্লিয়ার প্লান্ট স্থাপন হতে চলেছে? উঃ- মহারাষ্ট্র
৩২) সম্প্রতি কলকাতা উচ্চ আদালত এর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কে হলেন?  উঃ- রাজেশ বিন্দাল
৩৩) কোভিড মোকাবিলা এর জন্য কোন রাজ্য সরকার “নো মাস্ক নো মুভমেন্ট” প্রচারাভিযান চালু করল? উঃ- রাজস্থান
৩৪) সম্প্রতি ইন্দোনেশিয়া এর একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে, তার নাম কি? উঃ- কে আর আই নাঙ্গালা
৩৫) কোন টেনিস খেলোয়াড় ২০২১ বার্সেলোনা ওপেন টুর্নামেন্ট এ প্রথম স্থান দখল করেছেন?  উঃ- রাফায়েল নাদাল
৩৬) ২০২২ এর ফিফা ওয়ার্ল্ড কাপ এর অফিসিয়াল স্পনসার হল কোন কোম্পানি? উঃ- ২১ এপ্রিল
৩৭) সম্প্রতি কোন রাজ্য সরকার কোভিড এমার্জেন্সি লোন এর স্কিম চালু করল?  উঃ- হরিয়াণা
৩৮)  সম্প্রতি কোন রাজ্য সরকার “যোগা সে নিরোগ” প্রোগ্রাম চালু করল?  উঃ- মধ্য প্রদেশ
৩৯) ভারত আর্থ মুভার্স লিমিটেড এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? উঃ- অমিত ব্যানার্জি
৪০) মহাকাশের ধ্বংসাবশেষ পরিস্কার করার জন্য কোন দেশ “নিও-১” নামে একটি রোবট প্রোটোটাইপ চালু করেছে? উঃ- চিন
৪১) “স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম” চালু করলেন? ইউনিসেফ এর গুডউইল অ্যামব্যাসাডর কে হলেন? উঃ- ডেভিড বেকহ্যাম
৪২) ভারতের ফাইন্যান্স সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে ? উঃ- টি ভি সোমনাথন
৪৩) সম্প্রতি কোন ভারতীয় বিখ্যাত ব্রিটিশ ক্লাব “স্টোর পার্ক” কিনে নিলেন?  উঃ- মুকেশ আম্বানি
৪৪) সম্প্রতি কোন কোম্পানি ভারতে বিশ্বের বৃহত্তম মোটর বাইক চার্জিং নেটওয়ার্ক স্থাপন করতে চলেছে?  উঃ- ওলা ক্যাব
৪৫) খুচরা ব্যবসায়ীদের জন্য কোন ব্যাংক ডিজিটাল এবং যোগাযোগহীন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মার্চেন্ট স্ট্যাক’ চালু করেছে? উঃ- আই সি আই সি আই
৪৬) জাপানের স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাসকিস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত ভারতীয় ক্রিকেট খেলোয়াড়ের নাম কি? উঃ- রবিন্দ্র জাদেজা

 

 

 

 

 

Weekly Current Affairs , এপ্রিল-২০২১ (চতুর্থ সপ্তাহ) পিডিএফ -বাংলা 

 

CA-March-2021-3rd-week..

 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।