Weekly current Affairs

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি [Weekly current Affairs]

মাস – এপ্রিল, সপ্তাহ – তৃতীয় , (১৬-০৪-২০২১ থেকে ২২-০৪-২০২১)

 

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, এপ্রিল ২০২১, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৪-২০২১ তারিখ থেকে ২২-০৪-২০২১ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

প্রশ্ন

উত্তর 

১) ভারতের কোন রাজ্যে দেশের প্রথম লিথিয়াম আয়ন প্লান্ট গড়ে উঠতে চলেছে? উঃ- কর্ণাটক
২) সম্প্রতি কোন খেলোয়াড় আই পি এল৩৫০ টি ছয় মারার রেকর্ড করলেন? উঃ- ক্রিস গেইল
৩) কোন ভারতীয় হকি খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্র এর জাতীয় হকি দল এর কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন? উঃ- হরেন্দ্র সিংহ
৪) জাপানের ২০২১ এ ‘ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্স’ এ ভারতের র‌্যাঙ্ক কত? উঃ- ৪৯
৫) বার্ষিক বিশ্ব কণ্ঠ দিবস (ডাব্লুভিডি) কবে পালন করা হয়? উঃ- ১৬ এপ্রিল
৬) ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্স ২০২১ এ শীর্ষে রয়েছে কোন দেশ? উঃ- সুইডেন
৭) ভারতের প্রথম মানব মহাকাশ মিশন গগণযান এ সহযোগিতার জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি করেছে? উঃ- ফ্রান্স
৮) বার্ষিক বিশ্ব কণ্ঠ দিবস (ডাব্লুভিডি) ২০২১ এর থিম কি? উঃ- ওয়ান ওয়ার্ল্ড মেনি ভয়েসেস
৯) মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা বিদেশী ভাষার ভারতীয় ফিচার ফিল্মের নাম কি? উঃ- পুগল্যা
১০) ভারতের কোন রাজ্যে করোনা মোকাবিলা করার জন্য “ব্রেক দি চেন” নামক ক্যাম্পেইন চালু করল? উঃ- মহারাষ্ট্র
১১) প্রেস ক্লাব অব ইন্ডিয়া এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? উঃ- উমাকান্ত লাখেরা
১২) বর্তমানে “আই সি সি মেন’স ও ডি আই প্লেয়ার র‍্যাঙ্কিং” এ কোন ব্যাটসম্যান শীর্ষে রয়েছেন? উঃ- বাবর আজম


 

১৩) “ডিসনি ইন্ডিয়া এবং স্টার ইন্ডিয়া” এর প্রেসিডেন্ট কে হলেন? উঃ- কে মহাদেবন
১৪) বছরের কোন দিনটি বিশ্ব হিমোফিলিয়া দিবস হিসাবে পালন করা হয়? উঃ- এপ্রিল ১৭
১৫) সম্প্রতি কোন সংস্থার সাবেক প্রধান ৬৮ বছর বয়সে পরলোক গমন করলেন?  উঃ- সেন্ট্রাল বিউরো অব ইনভেস্টিগেশান
১৬) ওয়ার্ল্ড প্রেস ফটো অব দি ইয়ার ২০২১ কে পেলেন? উঃ- ম্যাডসা নিসেন
১৭) পীযূষ গোয়েল সম্প্রতি ইলেকট্রনিক মার্কেটপ্লেস চালু করেছেন তার নাম কি?  উঃ- ই-সান্তা
১৮) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর নতুন চালু করা ডিজিটাল ইনিশিয়েটিভ এর নাম কি?  উঃ- পি এন বি ইস
১৯) ভারতের কোন সংস্থা পুষ্টি জ্ঞ্যান নামক সচেতনতা মূলক প্রচাল চালু করেছে? উঃ- নিতি আয়োগ
২০) কোন ক্রিকেটার উইসডেন লিডিং ক্রিকেটার অব দি ইয়ার  পুরস্কার পেলেন? উঃ- বেন স্টোকস 
২১) মাস্টারকার্ডের অংশীদারিত্বে কোন ব্যাংক ‘পে বাই ব্যাংক অ্যাপ’ চালু করেছে? উঃ- আর বি এল ব্যাঙ্ক
২২) যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন ‘খঞ্জর’ এর অষ্টম সংস্করণ শুরু হয়েছে। এই বার্ষিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? উঃ- কিরগিজস্তান 
২৩) সম্প্রতি রেস্টলিং এ সোনা জিতলেন কোন ভারতীয় রেস্টলার? উঃ- রবি কুমার দহিয়া
২৪) চক নামে খ্যাত চার্লস গেস্কে ৮১ বছর বয়সে মারা গেছেন। তিনি কোন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ছিলেন? উঃ- অ্যাডোবি
২৫) স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড প্রকল্পে (এসআইএসএফএস) কত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে? উঃ- ৯৪৫ কোটি
২৬) ইতালি সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম মেগা ফুড পার্ক চালু করেছে? উঃ- গুজরাট
২৭) ডিসিবি ব্যাঙ্ক এরম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও হিসেবে কে পুনর্নির্বাচিত হলেন?  উঃ- মুরালি এম নটরাজন
২৮) কোন খেলোয়াড় ২০২১ এমিলিয়া রোমগনা এফ ১ গ্র্যান্ড প্রিক্স জিতেছেন? উঃ- ম্যাক্স ভার্স্টাপেন
 



২৯) ম্যাকডোন্যাল্ড ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন? উঃ- রশ্মিকা মন্দানা
৩০) ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কোন জায়গায় স্থাপন করা হচ্ছে? আই ডি বি আই ব্যাঙ্ক এর কোম্পানি সেক্রেটারি কে হলেন? উঃ- জ্যোতি বিজু ন্যায়ার 
৩১) ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয়  উঃ- ১৮ এপ্রিল
৩২) বিশ্ব যকৃৎ দিবস কবে পালন করা হয়? উঃ- ১৯ এপ্রিল
৩৩) ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইসার কর্পোরেশান (ইফকো) কোন রাজ্যে অক্সিজেন প্লান্ট করতে চলেছে?  উঃ- গুজরাট
৩৪) সম্প্রতি ভারতীয় জীবণ বিমা নিগম কোন অনলাইন পেমেন্ট কোম্পানির সাথে চুক্তি করল? উঃ- পে টি এম 
৩৫) ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২১-এ ভারতের র‌্যাঙ্ক কত? উঃ- ১৪২
৩৬) কোন দিনটি ভারতের ‘সিভিল সার্ভিসেস ডে’ হিসাবে পালন করা হয়? উঃ- ২১ এপ্রিল
৩৭) কোন সংস্থা প্রতিবছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স  প্রকাশ করে? উঃ- রিপোর্টার্স উইথাউট বর্ডার্স
৩৮) ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২১ শীর্ষে রয়েছে কোন দেশ? উঃ- নরওয়ে
৩৯) ভারতের কোন রাজ্যে জগন্ন বিদ্যা দেবন স্কিম চালু করল? উঃ- অন্ধ্র প্রদেশ
৪০) সম্প্রতি টেকনো মোবাইল এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন?  উঃ- আয়ুষ্মান খুরানা
৪১) “স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম” চালু করলেন?  উঃ- পিযূষ গোয়েল
৪২) ভারতের কোন রাজ্যে প্রথম ডিস্ক ফুট ব্যাট বা চাকার মত আকৃতির পা ওয়ালা বাদুড় পাওয়া গেলো?  উঃ- মেঘালয়
৪৩) হেনলি পাস্পোর্ট ইনডেক্স ২০২১ এ প্রথম স্থানে আছে কোন দেশ?   উঃ- জাপান
৪৪) সম্প্রতি বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত মাউন্ট অন্নপূর্ণা তে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে গেছেন? উঃ- প্রিয়াঙ্কা মোহিত
৪৫) সম্প্রতি মঙ্গল গ্রহে রিমোট কন্ট্রোল পরিচালিত প্রথম এয়ারক্রাফট এর নাম কি?  উঃ- ইনজেনুইটি
৪৬) ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ভারতের কোন রাজ্যে একটি ‘ওয়াটার স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার ইনস্টিটিউট (ডাব্লুএসএআই)’ প্রতিষ্ঠা করেছে? উঃ- উত্তরাখণ্ড
৪৭)  অস্ট্রেলিয়া-ভারত ইন্দো-প্যাসিফিক মহাসাগর উদ্যোগের (আইপিওআই) জন্য অনুদান হিসাবে অস্ট্রেলিয়া কত পরিমাণ অর্থ অনুদান ঘোষণা করেছে? উঃ- ৮১.২ মিলিয়ন রুপি

 

 

 

 

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি , এপ্রিল-২০২১ (তৃতীয় সপ্তাহ) পিডিএফ -বাংলা 

 

CA-March-2021-3rd-week..

 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।