Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, আগস্ট ২০২২, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৮-২০২২ তারিখ থেকে ৩১-০৮-২০২২ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – আগস্ট, সপ্তাহ – চতুর্থ, ( ২৩-০৮-২০২২ থেকে ৩১-০৮-২০২২)

√  ১) ভারতের প্রথম স্পেস অ্যাক্টিভিটি মনিটরিং সিস্টেম স্থাপন করা হয়েছে?  উঃ- উত্তরাখন্ড

  ২) আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিসিক্স এ ভারত কত তম স্থান অধিকার করেছে? 

উঃ- তৃতীয় 
  ৩) কোন ব্যাঙ্ক সম্প্রতি ই ভি ইকোসিস্টেম চালু করেছে?  উঃ- HDFC ব্যাঙ্ক
  ৪) ভারতের প্রথম আন্ডার-২০ ওয়ার্ল্ড রেস্টলিং চ্যাম্পিয়ন কে হলেন?   উঃ- Antim Panghal
  ৫) ন্যাশনাল ইন্সটিটিউট অব ইমিউনোলজি এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- দেবাশিষ মোহান্তি
  ৬) ইউনাইটেড কিংডম এ ভারতের হাই কমিশনার পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Vikram Doraiswami
  ৭) ভারতের কোন রাজ্যে দেশের প্রথম এডুকেশনাল টাউনশিপ গড়ে উঠতে চলেছে?  উঃ- উত্তর প্রদেশ
  ৮) ভারতের কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম হসপিটাল তৈরি হয়েছে?  উঃ- হরিয়াণা
  ৯) ২০২২ সালে পুলিতজার পুরস্কার কে জিতলেন?  উঃ- Fahmida Azim, বাংলাদেশ
  ১০) ২০২২ সালে UNESCO শান্তি পুরস্কার পেলেন কে?  উঃ- Angela Merkel

 

 

  ১১) ভারতের কোন রাজ্যে দেশের প্রথম নাইট সাফারি চালু হল?  উঃ- উত্তর প্রদেশ
  ১২) হোমি ভাভা ক্যানশার রিসার্চ সেন্টার কোথায় স্থাপন করা হল?  উঃ- মোহালি
  ১৩) DRDO এর চেয়্যারম্যান পদে কে নিযুক্ত হলেন? উঃ- সমির ভি কামত
  ১৪) ১৪ তম আন্ডার – ১৮ আন্তর্জাতিক পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ এ ভারতীয় দল কোন পদক জিতেছে?  উঃ- ব্রোঞ্জ
  ১৫) ভারতের প্রথম থ্রি-ডি প্রিন্টেড পোষ্ট অফিস কোথায় চালু হতে চলেছে?  উঃ- কর্ণাটক
  ১৬) প্রথম ভারতীয় হিসেবে কে Lausanne Diamond League জিতলেন?  উঃ- নিরাজ চোপড়া
  ১৭) বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপ এ ভারতের হয়ে প্রথম বার স্বর্ণ পদক জিতলেন কে?  উঃ- Linthoi Chanambam
  ১৮) প্রতি বছর কোন দিনে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়?  উঃ- ২৯ আগস্ট
  ১৯) কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ভারতের ক্রিকেট ইতিহাস এ প্রথম বার সব রকম ফর্মাট এ ১০০ টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন?  উঃ- বিরাট কোহলি
  ২০) ২০২২ Belgian ফর্মুলা ওয়ান গ্রান্ড প্রিক্স জিতলেন কে?  উঃ- Max Verstappen

 

  ২১) লাইফ ইন্সুরেন্স এর দিক থেকে ভারত এর স্থান কত?  উঃ- দশম
  ২২) সম্প্রতি গৌতম আদানি বিশ্বের কত তম ধনি ব্যাক্তি হলেন? উঃ- তৃতীয়

 

 

Weekly Current Affairs 2022 PDF August 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।