Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, সেপ্টেম্বর ২০২২, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৯-২০২২ তারিখ থেকে ০৭-০৯-২০২২ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – প্রথম, ( ০১-০৯-২০২২ থেকে ০৭-০৯-২০২২)

√  ১) সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রি ভার্চুয়াল স্কুল চলু করলেন?  উঃ- দিল্লী

  ২) বিশ্বের বৃহত্তম মন্দির কোথায় উদ্বোধন হতে চলেছে? 

উঃ- নদীয়া, পশ্চিমবঙ্গ
  ৩) বিশ্বের বৃহত্তম কার্বন ফাইবার প্লান্ট কোন কোম্পানি গড়ে তুলতে চলেছে?  উঃ- রিলায়েন্স
  ৪) সম্প্রতি জম্মু-কাশ্মীর পুলিশ অনলাইন পুলিশ সার্ভিস অ্যাপ চালু করেছে, এর নাম কি?   উঃ- JK Ecop
  ৫) সম্প্রতি কোন ভারতীয় প্রাক্তন লেগ স্পিনার সমস্ত রকম আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন?  উঃ- রাহুল শর্মা 
  ৬) পাঞ্জাব সরকার লুধিয়ানাতে স্টিল প্লান্ট গড়ে তোলার জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করেছে?  উঃ- টাটা স্টিল
  ৭) মহিলা উদ্যোগপতিদের সাহায্যের জন্য রাজস্থান সরকার কোন পরিকল্পনা চালু করেছে?  উঃ- মহিলা নিধি
  ৮) সম্প্রতি টাটা মোটর্স কোন কোম্পানির সম্পূর্ণ শেয়ার কিনে নিতে চলেছে?   উঃ- মার্কোপোলো
  ৯) প্রতি বছর কোন দিনে বিশ্ব নারকেল দিবস পালন করা হয়?  উঃ- ২ রা সেপ্টেম্বর
  ১০) সম্প্রতি NHPC এর চেয়্যারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কে হলেন?  উঃ- যমুনা কুমার চৌবে

 

 

  ১১) কোয়াড সিনিয়র অফিশিয়াল মিটিং কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- ভারত
  ১২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক চ্যারিটি দিবস পালন করা হয়?  উঃ- ৫ সেপ্টেম্বর
  ১৩) প্রয়াত হলেন প্রাক্তন টাটা সন্স চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৫৪ বছর
  ১৪) ভারতের কোন গ্রামে প্রথমবার গ্রামের সমস্ত বাড়িতে RO water filter লাগানো হয়েছে?  উঃ- Bhartaul, U.P. 
  ১৫) প্রথম য়ান্তর্জাতিক হোমিওপ্যাথিক হেলথ সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- দুবাই
  ১৬) ভারতের কোন স্থানে প্রথম বার মাউন্টেন বাই-সাইকেল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- লাদাখ
  ১৭) শিপিং কর্পোরেশান অব ইন্ডিয়া এর নতুন সি এম ডি কে হলেন?  উঃ- Captain B K Tyagi
  ১৮) দেশের প্রথম স্কাই স্যাংচুরি কোথায় উদ্বোধন হতে চলেছে?  উঃ- লাদাখ
  ১৯) ভারতে প্রথম LNG ট্রাক কোন কোম্পানি চালু করতে চলেছে?  উঃ- ব্লু এনার্জি মোটর্স
  ২০) ভারতের প্রথম বায়ো ভিলেজ কোথায় প্রতিষ্ঠা করা হল?  উঃ- ত্রিপুরা

 

  ২১) জাপান ওপেন ২০২২ এ পুরুষ দের সিঙ্গেলস এ প্রথম স্থান দখল করলেন কে?  উঃ- Kenta Nishimoto
  ২২) মহানগর গ্যাস নিগম এর নতুন চেয়্যারম্যান কে নিযুক্ত হলেন?  উঃ- Mahesh V Iyer

 

 

Weekly Current Affairs 2022 PDF September 1st week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।