WBBPE

WBBPE Recruitment 2022: পশ্চিমবঙ্গ বোর্ড অব প্রাইমারি এডুকেশান এ “অ্যাসিস্ট্যান্ট টিচার ও প্যারা টিচার পদ এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদের জন্য আবেদন চলবে ২১ অক্টোবর ২০২২ থেকে ১৪ নভেম্বর ২০২২ পর্যন্ত। তাই প্রার্থীরা ১০ অক্টোবর ২০২২ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা পশ্চিমবঙ্গ থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১৪ নভেম্বর ২০২২ বা তার আগে www.wbbpeonline.com এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

WBBPE Recruitment 2022 

SARKARI Job

West Bengal Board Of Primary Education

www.wbbpeonline.com

মোট পদ – ১১৭৬৫

কর্মস্থল – সারা পশ্চিমবঙ্গ


WBBPE Recruitment 2022 Vacancy details:

  • আলিপুরদুয়ার – ২১৯ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ১৯৬, প্যারা টিচার – ২৩) 
  • বাঁকুড়া – ২৬৭ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ২৩৮, প্যারা টিচার – ২৯) 
  • বীরভূম – ৫৪২ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৪৮৬, প্যারা টিচার – ৫৬) 
  • কোচবিহার – ৪৮৫ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৪৩৬, প্যারা টিচার – ৪৯) 
  • দক্ষিণ দিনাজপুর – ২৯১ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ২৬১, প্যারা টিচার – ৩০) 
  • হুগলী – ৯৫৭ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৮৬০, প্যারা টিচার – ৯৭) 
  • হাওড়া – ১০৮৫ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৯৭৫, প্যারা টিচার – ১১০) 
  • জলপাইগুড়ি – ৪৫৮ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৩৭৬, প্যারা টিচার – ৪২) 
  • ঝাড়গ্রাম – ৭৭০ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৬৯১, প্যারা টিচার – ৭৯) 
  • কলকাতা – ২৫৮ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ২৩২, প্যারা টিচার – ২৬) 
  • মালদা – ৫০২ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৪৫৪, প্যারা টিচার – ৫২) 
  • মুর্শিদাবাদ – ৭৪৯ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৬৬৯, প্যারা টিচার – ৮০) 
  • উত্তর ২৪ পরগণা – ৮৬৮ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৭৮০, প্যারা টিচার – ৮৮) 
  • পশ্চিম বর্ধমান – ২০৭ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ১৮৫, প্যারা টিচার – ২২) 
  • পূর্ব বর্ধমান – ৮৭৩ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৭৮৫, প্যারা টিচার – ৮৮) 
  • পশ্চিম মেদিনীপুর – ৯৪ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৮৪, প্যারা টিচার – ১০) 
  • পুরুলিয়া – ৮১৪ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৭৩১, প্যারা টিচার – ৮৩) 
  • শিলিগুড়ি – ২০৫ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ১৮৫, প্যারা টিচার – ২০) 
  • দক্ষিণ ২৪ পরগণা – ১৪৮৮ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ১৩৩৮, প্যারা টিচার – ১৫০) 
  • উত্তর দিনাজপুর – ৬৬৯ ( অ্যাসিস্ট্যান্ট টিচার – ৬০২, প্যারা টিচার – ৬৭) 

  WBBPE Recruitment 2022 Important dates:

  • আবেদন শুরু: ২১ অক্টোবর ২০২২
  • আবেদন করার শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২২
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

  WBBPE Recruitment 2022 Age Limit:

  • প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২২ এর হিসেবে। এছাড়া সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় থাকবে। 

 

WBBPE Recruitment 2022 Educational Qualification:

  • নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে বিদ্যমান জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ কর্তৃক নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত ও প্রশিক্ষণের যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। TET-যোগ্য প্রার্থীরা যারা D.El.Ed./D.Ed করছেন। (বিশেষ শিক্ষা/বিএড. প্রশিক্ষণ (সেশন-2020-2022) এবং যারা D.El.Ed./D.Ed. (বিশেষ শিক্ষা) B.Ed. প্রশিক্ষণ পার্ট-১ পরীক্ষা (সেশন-2020 -2022) এ যোগ্যতা অর্জন করেছে, বোর্ড কর্তৃক সূচিত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

 

  • এই উদ্দেশ্যে NCTE দ্বারা প্রণীত নির্দেশিকা অনুসারে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) পাস করেছেন। তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি-এ এবং ওবিসি-বি) এর অন্তর্গত প্রার্থীরা। অব্যাহতিপ্রাপ্ত ক্যাটাগরি (ইসি), প্রাক্তন সৈনিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী (পিএইচ) প্রার্থীদের যোগ্যতার নম্বরে 5% পর্যন্ত শিথিলকরণের অনুমতি দেওয়া হবে।]

 

 Selection Process:

  প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • ডকুমেন্ট ভেরিফিকেশান
  • ইন্টারভিউ
  • অ্যাপটিটিউড টেস্ট

 এর ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে। 

√   Application Fees: 

  • অসংরক্ষিত  – ২০০/-
  • ও বি সি-এ / ও বি সি-বি – ১৫০/-
  • এস সি / এস টি / পি এইচ – ১০০/-

   আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। 

√   Salary: 

  • পশ্চিমবঙ্গ বোর্ড অব প্রাইমারি এডুকেশান এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং প্যারা টিচার দের বেতন ২৮,৯০০  রুপি বলা হয়েছে। 

 

WBBPE Recruitment 2022 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদন এর লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

 

 

  Related Post:  

                       

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।