Current Affairs

  Current Affairs 2023 এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, মার্চ ২০২৩, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৩-২০২৩ তারিখ থেকে ০৭-০৩-২০২৩ তারিখ পর্যন্ত মার্চ মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

Weekly Current Affairs Bengali

মাস – মার্চ, সপ্তাহ – প্রথম, ( ০১-০৩-২০২৩ থেকে ০৭-০৩-২০২৩)

√  ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক নাগরিক প্রতিরক্ষা দিবস পালন করা হয়?  উঃ- ০১ মার্চ

  ২) প্রতি বছর কোন দিনে শূন্য বৈষম্য দিবস পালন করা হয়?

উঃ- ০১ মার্চ
  ৩) ভারতের ইউ পি আই সম্প্রতি কোন দেশ গুলিতে তার সার্ভিস শুরু হতে চলেছে?  উঃ- মরিশাস, সংযুক্ত আরব আমিরশাহি ও ইন্দোনেশিয়া 
  ৪) সম্প্রতি সিঙ্গাপুর এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া তে কত পরিমাণ শেয়ার কিনল?   উঃ- ২৫.১%, ২৬৭ মিলিয়ন মার্কিন ডলার এ 
  ৫) সম্প্রতি সেনাবাহিনীর ভাইস চিফ পদে কে নিযুক্ত হলেন?  উঃ- MV Suchindra Kumar
  ৬) ২০২৩ সালে GSMA গভর্মেন্ট লিডারশিপ পুরস্কার পেল কোন দেশ?   উঃ- ভারত
  ৭) ভারতের কোন রাজ্যে অস্ট্রেলিয়া দুটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করতে চলেছে?  উঃ- গুজরাট, গিফট সিটি 
  ৮) কোন ভারতীয় টেলিকম সংস্থা বিশ্বের দ্বিতীয় শক্তিশালী টেলিকম সংস্থা হিসেবে অত্মপ্রকাশ করল?  উঃ- রিলায়েন্স জিও 
  ৯) প্রতি বছর কোন দিনে ওয়ার্ল্ড ওয়াল্ডলাইফ ডে পালন করা হয়?  উঃ- ০৩ মার্চ 
  ১০) ২০২৩ সালে মহিলা প্রিমিয়ার লীগের উদ্বোধনী সংস্করণের মাসকটের নাম কী? উঃ- শক্তি

 

 

  ১১) সম্প্রতি প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় কূটনৈতিক চন্দ্রশেখর দাসগুপ্ত, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮২ বছর 
  ১২) নাসা (NASA) সর্বপ্রথম তাদের সাইন্স চিফ হিসেবে একজন মহিলাকে নির্বাচিত করল, তাঁর নাম কি?  উঃ- নিকোলা ফক্স
  ১৩) প্রতি বছর কোন দিনে জাতিয় সুরক্ষা দিবস পালন করা হয়?  উঃ- ০৪ মার্চ 
  ১৪) ২০২৩ সপ্তম আন্তর্জাতিক ধর্ম ধম্ম সম্মেলন ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? উঃ- ভোপাল
  ১৫) সম্প্রতি কর্ণাটক কত বছর পর আবার সন্তোষ ট্রফি জিতল?  উঃ- ৫৪ বছর
  ১৬) ভারত সম্প্রতি কোন রাজ্যে বিশ্বের প্রথম ”বাঁশের তৈরি ক্র্যাশ ব্যারিয়ার” উন্মোচন করেছে? উঃ- মহারাষ্ট্র
  ১৭) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রু -৬ মিশনে SpaceX কতজন মহাকাশচারীকে পাঠান হয়েছে? উঃ- ৪ জন
  ১৮) ভারতীয় পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- craig fulton
  ১৯) প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক সস্তিপদ চট্টোপাধ্যায়, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮২ বছর
  ২০) বাহরিন গ্রান্ড প্রিক্স জিতলেন কে? উঃ- Max Verstappen

 

 

  ২১) সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক ভারতের পাবলিক হেলথকেয়ার সিস্টেম এর উন্নতির জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে? উঃ- ১ বিলিয়ন মার্কিণ ডলার 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।