Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, নভেম্বর ২০২২, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-১১-২০২২ তারিখ থেকে ২২-১১-২০২২ তারিখ পর্যন্ত নভেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF BengaliContents মাস – নভেম্বর, সপ্তাহ – তৃতীয়, ( ১৬-১১-২০২২ থেকে ২২-১১-২০২২) |
√ ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালন করা হয়? | উঃ- ১৬ নভেম্বর |
√ ২) প্রতি বছর কোন দিনে জাতীয় প্রেস দিবস পালন করা হয়? |
উঃ- ১৬ নভেম্বর |
√ ৩) সম্প্রতি কোন পাবলিক কোম্পানি ১ ট্রিলিয়ন মার্কিন ডলার এর বাজার মূল্য হারাল? | উঃ- অ্যামাজন |
√ ৪) প্রতি বছর কোন দিনে বিশ্ব দর্শন দিবস পালন করা হয়? | উঃ- ১৭ নভেম্বর |
√ ৫) ২০২২ ব্রাজিলিয়ান ফর্মুলা ওয়ান গ্রান্ড প্রিক্স জিতলেন কে? | উঃ- জর্জ রাসেল |
√ ৬) বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি স্টিল তৈরি হচ্ছে কোন দেশে? | উঃ- ভারত |
√ ৭) ক্লাইমেট চেঞ্জ পার্ফর্মেন্স ইনডেক্স এ ভারতের স্থান কত? | উঃ- অষ্টম |
√ ৮) ন্যাশনাল পেনশান সিস্টেম ট্রাস্ট এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? | উঃ- সুরজ ভান |
√ ৯) আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের অ্যাথলেটস কমিশন এ প্রথম ভারতীয় হিসেবে নিররাবচিত হলেন কে? | উঃ- প্যাডলার শরৎ কামাল |
√ ১০) জার্মান ব্যাঙ্ক ‘KfW’ সৌর প্রকল্পের জন্য SBI কে কত পরিমাণ অর্থ ঋণ প্রদান করতে চলেছে? | উঃ- ১৫০ মিলিয়ন ইউরো |
√ ১১) প্রত্যাত হলেন বিখ্যাত ভারতিয় বাস্কেটবল খেলোয়াড় আব্বাস মুনতাসির, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৮০ বছর |
√ ১২) এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়শিপ এ স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- Shiva Narwal |
√ ১৩) ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এর যৌথ সামরিক অনুশীলন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- উত্তরাখন্ড |
√ ১৪) আন্তর্জাতিক গিতা মহোৎসব কোথায় শুরু হতে চলেছে? | উঃ- হরিয়াণা |
√ ১৫) উত্তরাখন্ড এর হাই কোর্ট নৈনিতাল থেকে কোথায় স্থানান্তরিত করা হচ্ছে? | উঃ- হালদওয়ানি |
√ ১৬) সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন কে? | উঃ- Dr. CV Ananda Bose |
√ ১৭) প্রথম গ্লোবাল মিডিয়া কংগ্রেসের আয়োজন করতে চলেছে কোন দেশ? | উঃ- আবুধাবি |
√ ১৮) ONGC এর পরবর্তী প্রধান কর্মকর্তা পদে কে নিযুক্ত হতে চলেছেন? | উঃ- অরুন কুমার সিং |
√ ১৯) বিশ্বের সবচেয়ে তরুণ এবং সেরা ATP প্লেয়ার হিসেবে নিজেকে প্রমান করলেন কে? | উঃ- Carlos Alcaraz |
√ ২০) কোন রাজ্য সরকার অমর সরকার পোর্টাল চালু করল? | উঃ- ত্রিপুরা |
√ ২১) প্রতি বছর কোন দিনে বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয়? | উঃ- ২১ নভেম্বর |
√ ২২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়? | উঃ- ২০ নভেম্বর |
√ ২৩) সম্প্রতি ভারত সরকার দলাই লামাকে কোন পুরস্কার দিয়ে সম্মানিত করলেন? | উঃ- গান্ধী ম্যান্ডেলা পুরস্কার |
√ ২৪) ইলেকশান কমিশনার অব ইন্ডিয়া পদে নিযুক্ত হলেন কে? | উঃ- অরুণ গোয়েল |
√ ২৫) প্রতি বছর কোন দিনে বিশ্ব মৎস্য দিবস পালন করা হয়? | উঃ- ২১ নভেম্বর |
আরও পড়ুন |
|
|