Weekly-current-affairs-PDF-Bengali-August.jpg

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, আগস্ট ২০২১, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৮-২০২১ তারিখ থেকে ২২-০৮-২০২১ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – আগস্ট, সপ্তাহ – তৃতীয় , (১৬-০৮-২০২১ থেকে ২২-০৮-২০২১)

√  ১) ভারতের কোন রাজ্য সরকার ই-ক্রপ সার্ভে চালু করল? উঃ- মহারাষ্ট্র

  ২) ভারতে অনলাইনে শিশুদের নিরাপত্তা বাড়ানোর জন্য UNICEF কোন সংস্থার সাথে চুক্তি বদ্ধ হল?

উঃ- ফেসবুক
  ৩) কোন রাজ্যের পুলিশ সম্প্রতি ই-এফ আই আর সার্ভিস চালু করল? উঃ- মধ্যপ্রদেশ
  ৪) ভারতে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপনের সময় ভারতে কতগুলি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে?  উঃ- ৭৫ টি
  ৫) সম্প্রতি ‘Retail Direct Scheme’ চালু করল কোন ব্যাঙ্ক?  উঃ- RBI
  ৬)  কোন দেশ আফগানিস্তানের লোকেদের জন্য পুনর্বাসন যোজনা চালু করল?  উঃ- ইউনাইটেড কিংডম
  ৭) ‘Unacademy’ র নতুন ব্রান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ- এম. এস. ধোনি
  ৮) NTPC কোন রাজ্যে দেশের বৃহত্তম সোলার পার্ক নির্মান করছে?  উঃ-  গুজরাত
  ৯) বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন কোন ব্যক্তিত্ব? উঃ- Jeff Bezos
  ১০) 5 th BRICS Industry Ministers Meeting এ সভাপতিত্ব করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?  উঃ- Piyush Goyal

 

 

  ১১) Small Business Loans Initiative চালু করল কোন কোম্পানি?  উঃ- Facebook
  ১২) ভারতের কোন শহরে সম্প্রতি স্মোক টাওয়ার তৈরি করা হলো? উঃ- দিল্লি
  ১৩) Amit Nayyar কোন কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন?  উঃ- Paytm
  ১৪) স্মার্ট হেলথ কার্ড চালু করল সম্প্রতি কোন রাজ্য সরকার? উঃ- উড়িষ্যা
  ১৫)ডেল্টা রোবট’ তৈরি করল সম্প্রতি কোন দেশ? উঃ- ইন্দোনেশিয়া
  ১৬) স্যামসাং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী? উঃ- আলিয়া ভাট
  ১৭)  সম্প্রতি উত্তর প্রদেশের আলীগড় শহরের নাম পরিবর্তন করে কি নাম রাখা হল?  উঃ- হরিগড়
  ১৮) ‘Exercise Konkan 2021’ নৌ-প্রশিক্ষণ ভারত সম্প্রতি কোন দেশের সাথে চালু করল? উঃ- ইংল্যান্ড 
  ১৯) ‘NEO Collections’ নামে ডিজিটাল রিপেমেন্ট প্লাটফর্ম লঞ্চ করল কোন ব্যাংক?  উঃ- কোটাক মাহিন্দ্রা ব্যাংক
  ২০) আই সি সি টেস্ট রেংকিং এ কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? উঃ- নিউজিল্যান্ড

 

 

  ২১) সম্প্রতি ভারত দক্ষিণ চীন সাগরে কোন দেশের সাথে নৌ অনুশীলন আরম্ভ করলো? উঃ- ভিয়েতনাম
  ২২) ২০২১ Hurun Global এর তালিকার সবচেয়ে মুল্যবান কোম্পানির তালিকায় সবার উপরে রয়েছে কোন কম্পানি?  উঃ- Apple
  ২৩)  “OPERATION KHUKRI” বইটির লেখক কে?  উঃ- রাজপাল পুনিয়া এবং দামিনী পুনিয়া
  ২৪) সম্প্রতি প্রয়াতঃ মাকি কাজী কোন দেশের নাগরিক ছিলেন? উঃ- জাপান
  ২৫)  ভারতীয় সেনা “JAZBAA-E-TIRANGA” নামে ম্যারাথন আয়োজন করল কোন শহরে? উঃ- জম্মু ও কাশ্মীর

 

Weekly current affairs 2021 PDF August 3rd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।