Current Affairs 2021

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, আগস্ট ২০২১, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৮-২০২১ তারিখ থেকে ৩১-০৮-২০২১ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – আগস্ট, সপ্তাহ – চতুর্থ , (২৩-০৮-২০২১ থেকে ৩১-০৮-২০২১)

√  ১) ভারত কোন দেশ থেকে অ্যাসল্ট রাইফেল AK-103 কেনার চুক্তি করল? উঃ- রাশিয়া

  ২) NATO সম্প্রতি কোন দেশের সাথে সমস্থ চুক্তি বাতিল করল? 

উঃ- আফগানিস্তান
  ৩) Amazon Alexa তে এবার থেকে কোন ভারতীয় অভিনেতার কণ্ঠস্বর শোনা যাবে?  উঃ- অমিতাভ বচ্চন
  ৪) Information and Broadcasting ministry এর নতুন সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন?  উঃ- অপুর্ব চন্দ্র
  ৫) সম্প্রতি নির্বিঘ্ন পরিষেবা এবং প্রশ্ন/সমস্যার দ্রুত সমাধানের জন্য BPCL দ্বারা চালু করা AI চ্যাটবটের নাম কি? উঃ- URJA 
  ৬) সম্প্রতি ভারতের কোন স্থানে ১১,০০০ ফুট উঁচুতে ভারতের উচ্চতম ভেষজ উদ্যান এর উদ্বোধন করা হল?  উঃ- উত্তরাখণ্ড
  ৭) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্গালোর মেট্রো এর জন্য কত পরিমাণ অর্থ সাহায্য ঘোষণা করল?  উঃ- ৫০০ মিলিয়ন ডলার
  ৮) NTPC কোন রাজ্যে দেশের বৃহত্তম ভাসমান সোলার পার্ক নির্মান করছে?  উঃ- অন্ধ্র প্রদেশ
  ৯) মণিপুরের নতুন গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন?  উঃ- La. Ganesan
  ১০) ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল এর নতুন সি ই ও কে হলেন?  উঃ- নকুল চোপড়া

 

 

  ১১) এইচডিএফসি ব্যাংক পেমেন্ট গেটওয়ে, পয়েন্ট অফ সেল মেশিন এবং ক্রেডিট পণ্য সম্পর্কিত সমাধান এর জন্য সম্প্রতি কোন কোম্পানির সাথে চুক্তি করেছে ? উঃ- পেটিএম
  ১২) কোন ব্যাঙ্ক ডাল লেক এ প্রথম ভাসমান এ টি এম চালু করল?  উঃ- ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  ১৩) সম্প্রতি কোন দেশে ইউ পি আই পরিষেবা চালু হল? উঃ- সংযুক্ত আরব আমিরাত (UAE)
  ১৪) ভারতের প্রথম অ্যালকোহল মিউসিয়াম কোথায় তৈরি হল?  উঃ- গোয়া
  ১৫) সম্প্রতি ২০২১ সালে নাগরিক সুরক্ষার তালিকায় দিল্লির স্থান কত? উঃ- ৪৮ তম
  ১৬) কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম “জীবাশ্ম মুক্ত” ইস্পাত তৈরি করেছে?  উঃ- সুইডেন
  ১৭) ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সামুদ্রিক মহড়া “জাইর-আল-বাহর” পরিচালনা করেছে? উঃ- কাতার
  ১৮) কোন শহর নিরাপদ শহর সূচক ২০২১ এ প্রথম স্থান অধিকার করেছে? উঃ- Copenhagen
  ১৯) জাতীয় শিক্ষানীতি (NEP- 2020) বাস্তবায়ন কারী ভারতের প্রথম রাজ্য কোনটি? উঃ- কর্ণাটক
  ২০) মিনিস্ট্রি অব কো-অপারেশান এর যুগ্ম সচিব কে হলেন?  উঃ- অভয় কুমার সিং

 

 

  ২১) ভারতের কোন রাজ্যের তিন শহর Water Plus সার্টিফিকেট পেল?  উঃ- অন্ধ্র প্রদেশ
  ২২) ভারতে স্টার্ট-আপ ইকোসিস্টেমকে জোরদার করার জন্য সম্প্রতি কোন মন্ত্রণালয় দ্বারা সমৃদ্ধ প্রোগ্রাম চালু করা হয়েছে?  উঃ- ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
  ২৩) কোন মন্ত্রণালয় SUJALAM নামে ‘100 দিনের অভিযান’ চালু করেছে? উঃ- জলশক্তি মন্ত্রণালয়
  ২৪) ২০২১ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইনডেক্সে কোন দেশ শীর্ষে আছে? উঃ- চিন
  ২৫) ২০২১ টোকিও প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে কোন ভারতীয় প্যারা-অ্যাথলিট পতাকা বহনকারী ছিলেন? উঃ- টেক চাঁদ
  ২৬) ভারতের কোন রাজ্য লাইফলিহুড সাপোর্ট স্কিম চালু করেছে?  উঃ- মণিপুর
  ২৭) সম্প্রতি তাইওয়ান কর্তৃক তৈরি কোভিড এর ঔষধ এর নাম কি?  উঃ- Medigen
  ২৮) সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন পরীক্ষায় মহিলাদের বসার অনুমতি দিল?  উঃ- NDA (ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি)
  ২৯) NITI Aayog নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম “WEP Nxt” কোন কোম্পানির সাথে অংশীদারিত্বের মাধ্যমে চালু করেছে? উঃ- Cisco
  ৩০) BSF এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?  উঃ- পঙ্কজ কুমার সিং

 

 

  ৩১) স্টপ টিবি পার্টনারশিপ বোর্ড এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? উঃ- Mansukh Mandaviya
  ৩২) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অসংগঠিত খাতের জন্য একটি ই-শ্রম পোর্টাল চালু করেছে, যার অধীনে উপকারভোগীরা একটি দুর্ঘটনাজনিত বীমা কভার পাবেন। এই বিমার পরিমাণ কত? উঃ- ২ লক্ষ রুপি
  ৩৩) মহিলাদের ক্ষমতায়নের প্রথম G20 মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভারত সরকারের পক্ষে স্মৃতি ইরানি উপস্থিত ছিলেন। কোন দেশে ভার্চুয়াল মোডের মাধ্যমে সম্মেলনটি আয়োজিত হয়েছিল? উঃ- ইটালি
  ৩৪) SVEEP নামক পরামর্শ কর্মশালা সম্প্রতি কোন সংগঠন দ্বারা আয়োজিত হয়েছিল? উঃ- ভারতীয় নির্বাচন কমিশান
  ৩৫) দিল্লি সরকার তার ‘দেশ কে মেন্টরস’ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করেছে? উঃ- সোনু সুদ
  ৩৬) সম্প্রতি প্রয়াত হলেন কিংবদন্তী ক্রিকেটার Ted Dexter উনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? উঃ- ইংল্যান্ড
  ৩৭) বেকার যুবকদের কর্ম দক্ষতা বাড়ানোর জন্য কোন রাজ্য সরকার “মেরা নাম মেরা কাম” নামক ক্যাম্পেইন চালু করেছে?  উঃ- পাঞ্জাব
  ৩৮) কোন দেশে আন্তর্জাতিক মিলিটারি টেকনিক্যাল ফোরাম আয়জিত হল? উঃ- রাশিয়া
  ৩৯) HORIZON WORK ROOMS নামক প্রগ্রাম চালু করল কোন কোম্পানি? উঃ- ফেসবুক
  ৪০) পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের (এএসআই) সম্প্রতি নামকরণ করা হয়েছে কোন ক্রীড়া ব্যক্তিত্বের নামে? উঃ- নিরাজ চোপড়া

 

  ৪১) ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? উঃ- ২৯ আগস্ট
  ৪২) কোন ভারতীয় খেলোয়াড়ের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়? উঃ- মেজর ধ্যান চাঁদ
  ৪৩) মাই প্যাড মাই রাইট নামক প্রজেক্ট কোন রাজ্যে চালু হল?  উঃ- ত্রিপুরা
  ৪৪) রিসার্ভ ব্যাঙ্ক এর ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- অজয় কুমার
  ৪৫) ২০২১ সালে ইন্টারন্যাশনাল ক্লাইমেট সামিট হোস্ট করতে চলেছে কোন দেশ?  উঃ- ভারত
  ৪৬) ওলা স্কুটার এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন?  উঃ- ভুবন বাম
  ৪৭) ANANDA মোবাইল অ্যাপটি কোন সংস্থা চালু করেছে? উঃ- LIC
  ৪৮) কোন খেলোয়াড় বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স  ২০২১ জিতেছে? উঃ- Max Verstappen
  ৪৯) সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ সিনেমা হল কোথায় তৈরি হয়েছে?  উঃ- লাদাখ
  ৫০) ২০২১ বার্সেলোনা ওপেন দাবা টুর্নামেন্ট এ কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রথম স্থান অদিকার করেছেন? উঃ- S P Sethuraman

 

 

 

  ৫১) ২০২০ টকিও প্যারালিম্পিকে জ্যাভেলিন-থ্রো তে স্বর্ণ পদক জিতলেন কে?  উঃ- সুমিত অন্তিল
  ৫২) ২০২০ টকিও প্যারালিম্পিকে রাইফেল শুটিং এ স্বর্ণ পদক জিতলেন কে?  উঃ- অবনি লেখারা
  ৫৩) ২০২০ টকিও প্যারালিম্পিকে টেবিল টেনিস এ রৌপ্য পদক জিতলেন কে?  উঃ- ভাবিনা প্যাটেল
  ৫৪) সম্প্রতি মারা গেলেন লেখক বুদ্ধদেব গুহ, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৮৫ বছর
  ৫৫) কোন ভারতীয় ব্যাংকারকে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) এশিয়া’র স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? উঃ- Rajnish Kumar 

 

Weekly current affairs 2021 PDF August 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।