Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, ডিসেম্বর ২০২১, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-১২-২০২১ তারিখ থেকে ০৭-১২-২০২১ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly current affairs PDF BengaliContents মাস – ডিসেম্বর, সপ্তাহ – প্রথম, (০১-১২-২০২১ থেকে ০৭-১২-২০২১) |
√ ১) সম্প্রতি কোন ভারতীয় সোস্যাল মিডিয়া সাইট টুইটার এর সি ই ও হলেন? | উঃ- পরাগ আগারওয়্যাল |
√ ২) সম্প্রতি Ballon d’Or কে জিতলেন? |
উঃ- লিওনেল মেসি |
√ ৩) কোন ব্যাঙ্ক পুনর্ব্যাবহৃত প্লাস্টিক থেকে ক্রেডিট কার্ড চালু করল? | উঃ- HSBC ব্যাঙ্ক |
√ ৪) সপ্তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টিভাল আয়োজিত হতে চলেছে? | উঃ- গোয়া |
√ ৫) ভারত সরকার কোন দেশের সাথে অংশীদারিত্বে ইন্ডিয়া ইয়াং ওয়াটার প্রফেশনাল প্রোগ্রাম চালু করেছে? | উঃ- অস্ট্রেলিয়া |
√ ৬) ভারতের কোন রাজ্য সম্প্রতি পর্যটনের প্রচারের জন্য প্রথম অহরবল উৎসব পালন করেছে? | উঃ- জম্মু ও কাশ্মীর |
√ ৭) বিখ্যাত চেরি ব্লসম উৎসব ভারতের কোন শহরে প্রতি বছর পালন করা হয়? | উঃ- শিলং |
√ ৮) কোন রাজ্যের পুলিশ বিভাগ ‘কল ইওর কপ’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে? | উঃ- ণাগাল্যান্ড |
√ ৯) ভারতের প্রথম ব্যক্তিগতভাবে নির্মিত ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন ধাওয়ান-১ কোন কোম্পানি তৈরি করেছে? | উঃ- স্কাইরুট অ্যারোস্পেস |
√ ১০) সম্প্রতি কোন বলিয়ুড অভিনেতা অরুণাচল প্রদেশের ব্রান্ড অ্যাম্ব্যাসাডর হলেন? | উঃ- সঞ্জয় দত্ত |
√ ১১) ইন্ডিয়ান নেভি এর নতুন চিফ কে হলেন? | উঃ- আর. হরি কুমার |
√ ১২) প্রজেক্ট স্ট্রিট চালু করল কোন রাজ্য? | উঃ- কেরালা |
√ ১৩) সম্প্রতি ভারত কোন দেশের সাথে মৈত্রি দিবস পালন করতে চলেছে? | উঃ- বাংলাদেশ |
√ ১৪) সম্প্রতি ভারতের কোন রাজ্য ভারতের বৃহত্তম ম্যানুফ্যাকচারিং হাব এর খেতাব জিতেছে? | উঃ- গুজরাট |
√ ১৫) ২০২১ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এর স্বর্ণ পদক জিতল কোন রাজ্য? | উঃ- বিহার |
√ ১৬) আসাম সরকার কোন ব্যক্তি কে তার রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার Asom Baibhav পুরস্কার দিয়ে সম্মানিত করল? | উঃ- রতন টাটা |
√ ১৭) ভারতের কোন রাজ্য সরকার এশিয়ান পেন্টস এর সাথে চুক্তি স্বাক্ষর করল? | উঃ- গুজরাট |
√ ১৮) সম্প্রতি কোন রাজ্যে ১২ বছর পর পুস্কর উৎসব আয়োজিত হল? | উঃ- জম্মু ও কাশ্মীর |
√ ১৯) সম্প্রতি কোন ব্যাঙ্ক মহিলা মিত্র প্লাস স্কিম চালু করেছে? | উঃ- ফেডেরাল ব্যাঙ্ক |
√ ২০) কোন রাজ্য সরকার খবরের কাগজ হকার দের জন্য সোস্যাল সিকিউরিটি স্কিম চালু করল? | উঃ- ওডিশা |
√ ২১) কোন দেশ প্লাস্টিক আবর্জনা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে? | উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র |
√ ২২) সম্প্রতি ফ্লিপকার্ট সম্প্রতি MSME এর জন্য কোন রাজ্যের সাথে চুক্তি বদ্ধ হল? | উঃ- মধ্য প্রদেশ |
√ ২৩) সম্প্রতি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেট এ এক ইনিংসে ১০ টি উইকেট নিয়েছেন? | উঃ- আযাজ প্যাটেল |
√ ২৪) কোন ক্রিকেট দল বর্তমানে টেস্ট ক্রিকেট র্যাংকিং এ প্রথম স্থানে রয়েছে? | উঃ- ভারত |
√ ২৫) সম্প্রতি সৌদি আরবিয়ান গ্রান্ড প্রিক্স জিতলেন কে? | উঃ- লুইস হ্যামিলটন |
√ ২৬ ভারত সম্প্রতি কোন দেশ থেকে হেরন ড্রোন কিনল? | উঃ- ইসরায়েল |
√ ২৭) সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে সামরিক অভিযান EKUVERIN সম্পন্ন হল? | উঃ- মালদ্বীপ |
√ ২৮) সম্প্রতি পেপসি কো. এর নতুন ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন? | উঃ- মহেশ বাবু |
√ ২৯) সম্প্রতি UNESCO এর নতুন গুড উইল অ্যামব্যাসাডর কে হলেন? | উঃ- Naomi Kawase |
√ ৩০) মহিলাদের জন্য ব্যাক টু ওয়ার্ক স্কিম চালু করল কোন রাজ্য সরকার? | উঃ- রাজস্থান |
√ ৩১) ভারতের কোন রাজ্য ৫ লক্ষ AK-203 অ্যাসল্ট রাইফেল তৈরি করতে চলেছে? | উঃ- মধ্য প্রদেশ |
Weekly current affairs 2021 PDF December 1st week Download pdf
আরও পড়ুন |
|
|