Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, নভেম্বর ২০২১, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-১১-২০২১ তারিখ থেকে ২২-১১-২০২১ তারিখ পর্যন্ত নভেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly current affairs PDF BengaliContents মাস – নভেম্বর, সপ্তাহ – তৃতীয়, (১৬-১১-২০২১ থেকে ২২-১১-২০২১) |
√ ১) ভারতের ক্রিকেট অ্যাকাডেমি এর নতুন ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? | উঃ- VVS Laxman |
√ ২) বাচ্চাদের Footware ব্রান্ড Plaeto এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন? |
উঃ- রাহুল ড্রাভিড |
√ ৩) সম্প্রতি ২০২১ এর সাও পাওলো গ্রান্ড প্রিক্স জিতলেন কে? | উঃ- Lewis Hamilton |
√ ৪) সম্প্রতি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কোন খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খেতাব জিতেছিল? | উঃ- ডেভিড ওয়ার্নার |
√ ৫) SITMEX – 21 নামে ত্রিপক্ষীয় সামুদ্রিক মহড়া কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হবে? | উঃ- ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ড |
√ ৬) ২০২১ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন কারা? | উঃ- বিহান আগরওয়াল এবং নভ আগরওয়াল |
√ ৭) ভারত সরকার ত্রিপুরার আগরতলায় উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য এশিয়ান দেভেলপমেন্ট ব্যাঙ্ক এর সাথে কত পরিমাণ অর্থের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? | উঃ- ৬১ মিলিয়ন ডলার |
√ ৮) সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম গ্রাস কন্সারভেটরি এর উদ্বোধন করা হল? | উঃ- উত্তরাখন্ড |
√ ৯) সম্প্রতি ২০২১ সালে সাহিত্যে JCB পুরস্কার পেলেন কে? | উঃ- M. Mukundan |
√ ১০) সম্প্রতি ভারত এবং কোন দেশের সেনার সাথে সাইকেল র্যালি এর আয়োজন করা হল? | উঃ- বাংলাদেশ |
√ ১১) জালিয়াতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে কোন ব্যাঙ্ক “মুখ বন্ধ রাখো” নামক প্রচারাভিযান চালু করেছে? | উঃ- HDFC ব্যাঙ্ক |
√ ১২) কোন রাজ্য কায়সার-ই-হিন্দ প্রজাপতিকে রাষ্ট্রীয় প্রজাপতি হিসাবে ঘোষণা করেছে? | উঃ- অরুণাচল প্রদেশ |
√ ১৩) সম্প্রতি কোন রাজ্য গরুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল? | উঃ- উত্তর প্রদেশ |
√ ১৪) দেশের প্রথম ফুড মিউসিয়াম কোথায় চালু হল? | উঃ- তামিলনাড়ু |
√ ১৫) কোন দেশ বিশ্বের প্রথম Non-Profit-City চালু করল? | উঃ- সৌদি আরব |
√ ১৬) আই সি সি পুরুষদের ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? | উঃ- সৌরভ গাঙ্গুলি |
√ ১৭) কোন শহরে ২০২১ সালে ৮২ তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসারস কনফারেন্স (AIPOC) আয়োজন করছে? | উঃ- শিমলা |
√ ১৮) ২০২১ সালে কতজন ক্রীড়াবিদ এবং প্রশিক্ষক প্রথম SAI প্রাতিষ্ঠানিক পুরস্কারে ভূষিত হয়েছেন? | উঃ- ২৪৬ |
√ ১৯) সম্প্রতি বিশ্বের ধনিতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন দেশ? | উঃ- চিন |
√ ২০) সম্প্রতি কোন উত্তর প্রদেশ এর কোন শহরে প্রথম অ্যান্টি এয়ার পলুশান টাওয়ার চালু করা হল? | উঃ- নয়ডা |
√ ২১) সম্প্রতি BWF লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে দেওয়া হল? | উঃ- প্রকাশ পাডুকন |
√ ২২) সম্প্রতি কোন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড় সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন? | উঃ- AB de Villiers |
√ ২৩) ভারতের প্রথম ফুড মিউসিয়াম কোথায় উদ্বোধন করা হয়েছে? | উঃ- Thanjavur |
√ ২৪) কোন খেলোয়াড় ২০২১ WTA ফাইনালস টেনিস শিরোপা জিতেছে? | উঃ- গারবাইন মুগুরুজা |
√ ২৫) কোন স্টক প্লেয়ার সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত ভয়েস ট্রেডিং পরিষেবা চালু করেছে? | উঃ- পে টি এম |
√ ২৬ কোন দিনটিকে বিশ্বব্যাপী জাতিসংঘ স্বীকৃত বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়? | উঃ- ২০ নভেম্বর |
√ ২৭) কোন রাজ্য মুসলিম অধ্যুষিত অঞ্চলে ভ্যাকসিন প্রচারের দূত হিসেবে সালমান খানকে নিযুক্ত করেছে? | উঃ- মহারাষ্ট্র |
√ ২৮) ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হওয়ার জন্য কোন শহরটি ২০২১ সালের স্বচ্ছ সার্ভেকশান পুরস্কার পেয়েছে? | উঃ- ইন্দোর |
√ ২৯) জাতিসংঘের সাধারণ পরিষদ কোন দিনটিকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করেছে? | উঃ- ২১ নভেম্বর |
√ ৩০) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) এর নতুন পার্মানেন্ট সি ই ও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? | উঃ- Geoff Allardice |
√ ৩১) ২০২১ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে? | উঃ- ৭ টি |
Weekly current affairs 2021 PDF November 3rd week Download pdf
আরও পড়ুন |
|
|