December 2 nd Week current affairs PDF

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, ডিসেম্বর ২০২১, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-১২-২০২১ তারিখ থেকে ১৫-১২-২০২১ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – ডিসেম্বর, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-১২-২০২১ থেকে ১৫-১২-২০২১)

√  ১) সম্প্রতি ২০২১ সালে কোন দল পুরুষ হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ জিতল?   উঃ- আর্জেন্টিনা

  ২) ২০২১ সালে মিস ট্রন্স গ্লোবাল খেতাব কে জয়লাভ করলেন? 

উঃ- শ্রুতি সীতারা
  ৩) ২০২১ সালে BEF ওয়ার্লড ট্যুর এ পি.ভি. সিন্ধু ভারতের হয়ে কোন পদক জয়লাভ করেছেন?  উঃ- স্বর্ণ
  ৪) ফাইন্যান্স কোম্পানি কিনারা ক্যাপিটাল এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন?   উঃ- রবিন্দ্র জাদেজা
  ৫) ২০২১ সালে ডাভিস কাপ জিতল কোন দেশ?  উঃ- রাশিয়া
  ৬) FICCI এর নতুন প্রেসিদেন্ট পদে নিযুক্ত হলেন কে?  উঃ- সঞ্জীব মেহতা
  ৭) সম্প্রতি প্রয়াত হলেন চিফ ডিফেন্স স্টফ বিপিন রাওয়াত, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৬৩ বছর
  ৮) ২০২১ সালে জনপিঠ পুরস্কার পেলেন কে?  উঃ- Damodar Mauzo 
  ৯) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধি দিবস কবে পালন করা হয়?  উঃ- ৯ ডিসেম্বর
  ১০) সম্প্রতি PANEX-21 বহুদেশীয় সামরিক অভিযান আয়োজিত হয়েছে কোথায়?  উঃ- মহারাষ্ট্র

 

 

  ১১) সম্প্রতি কোন সংস্থা ই-সওয়ারি নামক ইলেকট্রিক বাস পরিষেবা চালু করল? উঃ- নীতি আয়োগ
  ১২) কোন সংস্থ্যা মহিলাদের “জন্য সি ইস এ চেঞ্জমেকার” নামক প্রোগ্রাম চালু করল? উঃ- জাতীয় মহিলা কমিশন
  ১৩) সম্প্রতি লেজেন্ডস লিগ ক্রিকেট এর ব্রান্ড অ্যামব্যাসাডর হলেন কোন অভিনেতা?  উঃ- অমিতাভ বচ্চন
  ১৪) সম্প্রতি হন্ডুরাস এর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হলেন?  উঃ- Xiomara Castro
  ১৫) তামিলনাড়ু এর নতুন বার্ড স্যাংচুরি কোথায় গড়ে উঠেছে?  উঃ- Kazhuveli wetland
  ১৬) চিফ অব ডিফেন্স স্টাফ পদে নিযুক্ত হতে চলেছেন কে? উঃ- এম এম নারভনে
  ১৭) এনার্জি ড্রিঙ্ক ব্রান্ড স্টিং এনার্জি এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর হলেন কোন অভিনেতা?  উঃ- অক্ষয় কুমার
  ১৮) সম্প্রতি কোন দেশ আই সি সি মেন’স ও ডি আই টিম র‍্যাংকিং এ প্রথম স্থানে রয়েছে? উঃ- নিউ জিল্যান্ড
  ১৯) বিশ্ব এল পি জি অ্যাসোসিয়েশান এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? উঃ- S M Vaidya
  ২০) কোন রাজ্য সরকার মিল্ক প্রাইস ইন্সেন্টিভ স্কিম  চালু করল?  উঃ-  উত্তরাখন্ড

 

 

  ২১) ২০২১ সালে এশিয়ান ইয়ুথ প্যারা গেমস এ ভারত কতগুলি পদক জিতেছে? উঃ- ৪১ টি
  ২২) সম্প্রতি ফ্লিপকার্ট সম্প্রতি MSME  এর জন্য কোন রাজ্যের সাথে চুক্তি বদ্ধ হল?  উঃ- মধ্য প্রদেশ
  ২৩) কোন রাজ্য ইন্ডিয়া স্কিলস রিপোর্ট ২০২২ অনুসারে প্রথম স্থানে রয়েছে?  উঃ- মহারাষ্ট্র
  ২৪) সম্প্রতি মিস ইউনিভার্স এর খেতাব জিতলেন কে?  উঃ- Harnaaz Sandhu
  ২৫) UNICEF– এর নতুন প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন?  উঃ- Catherine Russell
  ২৬ ভারতের কোন রাজ্য সম্প্রতি তার রাজ্যের সমস্ত প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিদের কোভিড টিকা সম্পন্ন করল? উঃ- হিমাচল প্রদেশ
  ২৭) ২০২১ সালে ওয়ার্ল্ড ট্যালেন্ট র‍্যাংকিং রিপোর্ট এর কোন দেশ শীর্ষে রয়েছে?  উঃ- সুইজারল্যান্ড
  ২৮) সম্প্রতি কোম্পানি ভারতে সাইবার সিকিউরিটি স্কিল প্রোগ্রাম চালু করল?  উঃ- মাইক্রোসফট
  ২৯) ভারতের কোন রাজ্য ইনিশিয়েটিভ অব ড্রাইভিং অ্যান্ড ট্রাফিক রিসার্চ এর সূচনা করল?  উঃ- ছত্তিশগড়
  ৩০) স্কিল ইন্ডিয়া রিপোর্ট এ পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে আছে?  উঃ- চতুর্থ
  ৩১) উত্তর প্রদেশ এর কোন স্থান রামাসর সাইট এর তকমা পেল?  উঃ- Haiderpur wetland

 

 

 

Weekly current affairs 2021 PDF December 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।