December 3 rd week 2021

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, ডিসেম্বর ২০২১, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-১২-২০২১ তারিখ থেকে ২২-১২-২০২১ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – ডিসেম্বর, সপ্তাহ – তৃতীয়, (১৬-১২-২০২১ থেকে ২২-১২-২০২১)

√  ১) সম্প্রতি স্বর্ণীম বিজয় পর্ব এর উদ্বোধন করলেন কে?  উঃ- রাজনাথ সিং

  ২) ২০২১ সালের সার্ভে অনুসারে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা এর অধিনে কোন রাজ্য সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে? 

উঃ- মহারাষ্ট্র
  ৩) ভারতে প্রতি বছর কোন দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে?  উঃ- ১৬ ডিসেম্বর
  ৪) ভারতে ইলেকট্রিক্যাল ভেহিকেল রেজিস্ট্রেশান এর তালিকায় কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে?  উঃ- উত্তর প্রদেশ
  ৫) কোন রাজ্য ‘উন্নতি’ নামক ই-লার্নিং প্লাটফর্ম চালু করল?  উঃ- দিল্লী
  ৬) ভারতের কোন রাজ্য UNCDF(ইউনাইটেড নেশানস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড) এর সাথে মিলিত হয়ে মিশন শক্তি লিভিং ল্যাব চালু করল?  উঃ- ওডিশা
  ৭) সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন পূজা UNESCO এর ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি  এর তালিকায় যুক্ত হয়েছে?  উঃ- ৬৩ বছর
  ৮) ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টিভাল কোথায় অনুষ্ঠিত হল?  উঃ- গোয়া
  ৯) সম্প্রতি ভারতের কোন রাজ্যে ড্রোন মেলা অনুষ্ঠিত হল? উঃ- মধ্য প্রদেশ
  ১০) উশা ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন?  উঃ- ব্রায়ান লারা

 

 

  ১১) সফটওয়্যার টেকনলজি পার্কস অব ইন্ডিয়া এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন?  উঃ- অরবিন্দ কুমার
  ১২) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য প্রাথমিক শিক্ষায় প্রথম স্থানে রয়েছে?  উঃ- পশ্চিমবঙ্গ
  ১৩) মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে কত করা হল?  উঃ- ২১ বছর
  ১৪) সোলার এনার্জি কর্পোরেশান লিমিটেড কোন সংস্থার সাথে গ্রিন এনার্জি এর চুক্তি করল?  উঃ- আদানি গ্রিন এনার্জি লিমিটেড
  ১৫) আসাম স্কিল ইউনিভার্সিটি কোন সংস্থার থেকে ১১২ মিলিয়ন ডলার অনুমোদন পেল?  উঃ- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
  ১৬) এই বছরের সেরা উদ্যোগপতি এর তকমা পেলেন কে?  উঃ- কুমার মঙ্গলম বিড়লা
  ১৭) প্রতি বছর কোন দিনটিতে গোয়া লিবারেশান ডে পালিত হয়?  উঃ- ১৯ ডিসেম্বর
  ১৮) সম্প্রতি উত্তরাখন্ড এর কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কে ইকো সেন্সেটিভ যোন হিসেবে ঘোষনা করা হল?  উঃ- Askot wildlife Sanctury 
  ১৯) কোন রাজ্য সরকার সহায় প্রকল্প চালু করল?  উঃ- ঝাড়খন্ড
  ২০) কোন ভ্যাক্সিনকে হু শিশুদের জন্য জরুরি ব্যবহারের অনুমতি দিল?  উঃ-  কো-ভ্যাক্স

 

 

  ২১) উত্তরাখন্ড রাজ্যের ব্রান্ড অ্যামব্যাসাডর হলেন কোন ক্রিকেটার?  উঃ- ঋশভ পন্থ
  ২২) সম্প্রতি ভারত কোন দেশের সাথে ইনফর্মেশান টেকনলজিতে সহযোগিতার ক্ষেত্রে সাহায্যের জন্য চুক্তি করল?  উঃ- ভিয়েতনাম
  ২৩) ২০২১ সালে ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন কে?  উঃ- নোভাক জাকোভিচ
  ২৪) ইলেকট্রিক ভেহিকেল নির্মাণের জন্য BMW কোম্পানি কোন ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানির সাথে চুক্তি করল?  উঃ- টি ভি এস মোটোর্স
  ২৫) ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি এর নতুন প্রেসিডেন্ট কে হলেন?  উঃ- মোহিত জৈন
  ২৬ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান সম্প্রতি কোন ব্যালিস্টিক মিসাইল এর সফল পরীক্ষা করল?  উঃ- অগ্নি প্রাইম
  ২৭) কোন রাজ্যের পুলিশ ডিপার্ট্মেন্ট পিঙ্ক পুলিশ ফোর্স চালু করল?  উঃ- গোয়া
  ২৮) সম্প্রতি কোন ভারতীয় সংস্থা গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড পেল? উঃ- SAIL
  ২৯) ভারতের কোন রাজ্য মূখ্যমন্ত্রী বায়ু স্বাস্থ্য সেবা এর সূচনা করল?  উঃ- ওডিশা

 

 

Weekly current affairs 2021 PDF December 3rd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।