Weekly Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, নভেম্বর ২০২১, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-১১-২০২১ তারিখ থেকে ১৫-১১-২০২১ তারিখ পর্যন্ত নভেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – নভেম্বর, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-১১-২০২১ থেকে ১৫-১১-২০২১)

√  ১) কোন রাজ্যে উপজাতি সংস্কৃতি সংরক্ষণ এর জন্য ২৯ টি মিউজিয়াম তৈরি করা হল? উঃ- মণিপুর

  ২) কোন রাজ্য মখ্যমন্ত্রী আবাস ভূ-অধিকার যোজনা চালু করল? 

উঃ-মধ্য প্রদেশ
  ৩) কোন ভারতীয় কোভিড ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জরুরিকালীন ব্যবহারের তালিকায় অন্তর্ভুক্ত হল?  উঃ- কোভ্যাক্সিন
  ৪) সম্প্রতি কোন ব্যাটসম্যান আই সি সি মেনস র‍্যাংকিং এ শীর্ষ স্থানে আছেন?   উঃ- বাবর আজম
  ৫) ২০২১ সালে কোন দেশ ওয়ান গ্লোবাল ভিয়েতনাম সামিট অনুষ্ঠিত করল? উঃ- ফ্রান্স
  ৬) কোন দেশ জেন্ডার এক্স পাস্পোর্ট চালু করল?  উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র
  ৭) ২০২১ সালে মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্স কে প্রথম স্থান অধিকার করেছেন? উঃ- Max Verstappen
  ৮) কলকাতা বন্ধন ব্যাঙ্ক সম্প্রতি কোন সেলিব্রিটিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? উঃ- জুবিন গর্গ
  ৯) কোন দেশ বিশ্বের প্রথম কোভিড-১৯ এর চিকিৎসার জন্য বড়ি জাতীয় ঔষধ তৈরি করল?  উঃ- ইংল্যান্ড
  ১০) সম্প্রতি ভারতের হয়ে টেবিল টেনিস এ স্বর্ণ পদক জয়লাভ করলেন কোন দুই খেলোয়াড়?  উঃ- মানিকা বাত্রা ও অর্চনা গিরিশ কামাথ

 

 

  ১১) কোন ব্যাঙ্ক ভিডিও লাইফ সার্টিফিকেট চালু করল? উঃ- স্তেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  ১২) ভারত ও মিশর এর মধ্যে অনুষ্ঠিত বায়ুসেনা অভ্যাস এর নাম কি?  উঃ- ডেসার্ট ওয়ারিয়র
  ১৩) কণিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেট এ ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন কে?  উঃ- রাসিদ খান
  ১৪) কোন শহরে ২০২১ সালে ইন্টারন্যাশনাল সিড সামিট অনুষ্ঠিত হল?  উঃ- রোম
  ১৫) কোন অভিনেতাকে সম্প্রতি মরোনত্তর বসবশ্রী পুরস্কার দেওয়া হল? উঃ- পুনিথ রাজকুমার
  ১৬) কোন রাজ্য ২০২১ এ লজিস্টিক ইজ অ্যাক্রোস ডিফারেন্ট স্টেটস (LEADS) সূচকে শীর্ষে রয়েছে? উঃ- গুজরাট
  ১৭) কোন সংস্থা সম্প্রতি HARBINGER নামক ইনোভেশন ফর ট্রান্সফর্মেশন হ্যাকাথন চালু করেছে? উঃ- RBI
  ১৮) ২০২১ সালে কত জন স্বর্ণজয়ন্তী ফেলোশিপ পুরস্কার পেয়েছেন? উঃ- ১৭ জন
  ১৯) ২০২১ সালের অক্টোবরের জন্য আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? উঃ- আসিফ আলী
  ২০) সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA) এর 101 তম সদস্য হিসাবে যোগদান করেছে? উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র

 

 

  ২১) UNESCO ২০২১ সালের নভেম্বরে কোন শহরটিকে UNESCO ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক (UCCN) এর একটি অংশ হিসাবে মনোনীত করা করেছে? উঃ- শ্রীনগর
  ২২) জার্মানওয়াচ দ্বারা জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক (CCPI) 2022-এ ভারতের স্থান কত? উঃ- দশম
  ২৩) কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম বাঁশের তৈরি ক্রিকেট ব্যাট এবং স্টাম্প চালু করেছে? উঃ- ত্রিপুরা
  ২৪) ২০২১ সালে নভেম্বরে পোল্যান্ড এ অনুষ্ঠিত ISSF প্রেসিডেন্ট কাপে ভারত কয়টি পদক জিতেছে উঃ-টি
  ২৫) কোন বিখ্যাত ব্যক্তিত্ব এর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়? উঃ- এ. পি. জে. আব্দুল কালাম
  ২৬ জনজাতীয় গৌরব দিবস (আদিবাসী গর্ব দিবস) কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর জন্মবার্ষিকী স্মরণে পালন করা হয়? উঃ- বিরসা মুন্ডা
  ২৭) সম্প্রতি কোন রাজ্যে খেলো ইন্ডিয়া আর্চারি টুর্ণামেন্ট শুরু হল? উঃ- হরিয়াণা
  ২৮) সম্প্রতি জি আই ট্যাগ পেল চাম্বা চপ্পল, ইহা কোন রাজ্যে পাওয়া যায়? উঃ- হিমাচল প্রদেশ
  ২৯) গ্লোবাল ড্রাগ পলিসি ইনডেক্স এ প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? উঃ- নরওয়ে
  ৩০) কোন রাজ্য শ্রমিক মিত্র স্কিম চালু করল?  উঃ- দিল্লী

 

 

  ৩১) কোন রাজ্য সরকার রক্ষক নামক রোড সেফটি প্রচারাভিযান চালু করল?  উঃ- ওডিশা
  ৩২) সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন? উঃ- শীল বর্ধন সিং
  ৩৩) সম্প্রতি ভারতীয় নৌবাহিনী এর প্রধান হিসেবে কে যোগ দিলেন?   উঃ- Admiral R Hari Kumar
  ৩৪) জাপান এর প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Fumio Kishida
  ৩৫) ২০২১ সালে প্যারিস মাস্টার টাইটেল কে জিতলেন? উঃ- নোভাক জাকোভিচ
  ৩৬ ন্যাশনাল ডিজাস্টার রেস্পন্স ফোর্স এর ডেপুটি জেনারেল পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Atul Karwal
  ৩৭) নাসা এবং স্পেস এক্স এর যৌথ উদ্যোগে যে স্পেস মিশন চালু করা হয়েছে তার নাম কি?  উঃ- Crew 3 
  ৩৮) ভারতের প্রথম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হয়েছে? উঃ- ওডিশা
  ৩৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (NCB) এর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- সত্য নারায়ণ প্রধান
  ৪০) রাজ্যে নদী পরিবহনের উন্নতির জন্য কোন সংস্থা আসামের জন্য ৭৭০ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে? উঃ- বিশ্ব ব্যাঙ্ক

 

 

  ৪১) বিশ্ব দয়া দিবস কবে পালন করা হয়? উঃ- ১৩ নভেম্বর
  ৪২) Novo Nordisk এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন?  উঃ- কপিল দেব
  ৪৩) সম্প্রতি রাজ্য সভার নতুন সেক্রেটারি জেনারেল কে হলেন?  উঃ- Pramod Chandra Mody
  ৪৪) স্ট্যান্ডার্ড চার্টাড সিকিউরিটিস লিমিটেড এর সি ই ও পদে কে নিযুক্ত হলেন? উঃ- রাজীব শ্রীবাস্তব
  ৪৫) ২০২১ সালে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল কোন দল?  উঃ- অস্ট্রেলিয়া
  ৪৬ সম্প্রতি কোন নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকান প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত হলেন?  উঃ- F. W. de Klerk
  ৪৭) ভারত ও ফ্রান্স এর মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া এর নাম কি?  উঃ- EX SHAKTI
  ৪৮) ভারতের কোন আই আই টি ড্রোন গবেষণা কেন্দ্র তৈরি করল?  উঃ- আই আই টি গুয়াহাটি
  ৪৯) ভোপাল এর হাবিবগঞ্জ স্টেশান এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে?  উঃ- রানী কমলাপতি রেলওয়ে স্টেশন

 

Weekly current affairs 2021 PDF November 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।