Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, সেপ্টেম্বর ২০২১, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৯-২০২১ তারিখ থেকে ০৭-০৯-২০২১ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly current affairs PDF BengaliContents মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – প্রথম , (০১-০৯-২০২১ থেকে ০৭-০৯-২০২১) |
√ ১) ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এর নতুন ডিরেক্তর জেনারেল কে হলেন? | উঃ- সঞ্জয় আরোরা |
√ ২) টোকিও প্যারালিম্পিকে হাই জাম্প এ রৌপ্য পদক জিতলেন কে? |
উঃ- Mariyappan Thangavelu |
√ ৩) সম্প্রতি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কোন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার? | উঃ- ডেল স্টেইন |
√ ৪) ভারতের কোন রাজ্য তার রাজ্যের সমস্ত প্রাপ্ত বয়স্কদের কোভিড টিকাকরন সম্পন্ন করেছে? | উঃ- হিমাচল প্রদেশ |
√ ৫) ২০২১ সালে Rabobank কর্তৃক গ্লোবাল টপ ২০ ডেইরি কোম্পানি অফ দ্য ওয়ার্ল্ডের তালিকায় স্থান পাওয়া ভারতীয় ডেয়ারি কোম্পানির নাম কি? | উঃ- গুজরাট সমবায় দুগ্ধ বিপণন ফেডারেশন |
√ ৬) সম্প্রতি কোন কোম্পানি ভারতীয় ডিজিটাল পেমেন্ট প্রদানকারী বিলডেস্ক কে অধিগ্রহণ করতে চলেছে? | উঃ- PAY U |
√ ৭) কোন ভারতীয় প্রতিষ্ঠান ই-বর্জ্য সমস্যা মোকাবেলায় “ই-সোর্স” নামক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে? | উঃ- আই আই টি মাদ্রাজ |
√ ৮) ২০২১ সালে Rabobank কর্তৃক গ্লোবাল টপ ২০ ডেইরি কোম্পানি অফ দ্য ওয়ার্ল্ডের তালিকায় প্রথম স্থান পাওয়া ডেয়ারি কোম্পানির নাম কি? | উঃ- Actalis |
√ ৯) কোন ভারতীয় জাহাজ সম্প্রতি মেডেন মেরিটাইম পার্টনারশিপ মহড়ায় আলজেরিয়ান নৌবাহিনীর সাথে অংশ নিয়েছিল? | উঃ- INS Tabar |
√ ১০) সম্প্রতি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের (আইএইউ) সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হওয়া প্রথম ভারতীয়ের নাম কি? | উঃ- Dorje Angchuk |
√ ১১) কোভিড এ যেসব মহিলারা তাঁদের স্বামী হারিয়েছেন সেসব মহিলাদের সাহায্যের জন্য কোন রাজ্য সরকার মিশন বাতশল্য চালু করেছে? | উঃ- মহারাষ্ট্র |
√ ১২) কোন ভারতীয় নিউরোসার্জেন্ট প্রথম আন্তর্জাতিক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন? | উঃ- ডাক্তার বসন্ত কুমার মিশ্র |
√ ১৩) ভারতপে তাদের পয়েন্ট অফ সেল (PoS) ব্যবসা ‘ভারতসুইপ’ চালু করতে কোন ব্যাংকের সাথে অংশীদার হয়েছে? | উঃ- অ্যাক্সিস ব্যংক |
√ ১৪) বার্ষিক সামরিক মহড়া KAZIND-21 ভারতীয় সেনাবাহিনী এবং কোন সেনাবাহিনীর মধ্যে পরিচালিত হচ্ছে? | উঃ- কাজাকস্তান |
√ ১৫) কোন রাজ্য সরকার মহিলা মাছ বিক্রেতাদের জন্য বিণামূল্যে বাস পরিষেবা চালু করেছে? | উঃ- কেরালা |
√ ১৬) সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? | উঃ- জে বি মহাপাত্র |
√ ১৭) কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রশাসন কোন প্রাণীকে রাষ্ট্রীয় প্রাণী হিসেবে নামকরণ করেছে? | উঃ- তুষার চিতা |
√ ১৮) প্রধানমন্ত্রী ১ সেপ্টেম্বর, ২০২১ এ ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এঁর জন্মবার্ষিকী উপলক্ষে কত মূল্যের একটি বিশেষ স্মারক মুদ্রা এর উদ্বোধন করেছিলেন? | উঃ- ১২৫ রুপি |
√ ১৯) কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের জন্য রুরাল এন্টারপ্রাইজ এক্সেলারেশন প্রোগ্রাম ‘সাথ’ চালু করেছে? | উঃ- জম্মু ও কাশ্মীর |
√ ২০) বার্ড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২১ এর বিজয়ীর নাম কি? | উঃ- Alejandro Prieto |
√ ২১) ভারতের প্রথম বার কোন ভারতীয় মহিলা অ্যাথিলিট টোকিও প্যারালিম্পিকে দুটি পদক জিতলেন? | উঃ- Avani Lekhara |
√ ২২) সেভ ওয়াটার টু গেট ফ্রি ওয়াটার নামক স্কিম চালু করল কোন রাজ্য সরকার? | উঃ- গোয়া |
√ ২৩) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২১ এ কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে রয়েছে? | উঃ- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় |
√ ২৪) এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ৬,৮৮৭ কোটি টাকায় স্টক এবং নগদ চুক্তিতে অধিগ্রহণ করছে কোন জীবন বীমা কোম্পানি? | উঃ- HDFC জীবন বীমা |
√ ২৫) ২০২০ টোকিও প্যারালিম্পিকে তিরন্দাজিতে প্রথম বার ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতলেন কে? | উঃ- Harvinder Singh |
√ ২৬) ২০২০ টোকিও প্যারালিম্পিকে ভারতের হয়ে ব্যাডমিন্টনে স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- প্রমদ ভগত |
√ ২৭) ২০২০ টোকিও প্যারালিম্পিকে ভারতের হয়ে ১০ মিটার ও্যার পিস্তল এ স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- Manish Narwal |
√ ২৮) ভারত ZAPAD ২০২১ নামক বহু জাতিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। কোন দেশ এই মহড়ার আয়োজন করছে? | উঃ- রাশিয়া |
√ ২৯) ভারত সম্প্রতি কোন দেশের সাথে এয়ার-লঞ্চড আনম্যানড এরিয়াল ভেহিকেল (ALUAV) এর জন্য একটি প্রকল্প চুক্তি (PA) স্বাক্ষর করেছে? | উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র |
√ ৩০) কোন রাজ্য কৃষি ও উদ্যানপালন খাতের কৃষকদের জন্য আত্মনির্ভর কৃষি যোজনা এবং আত্মনির্ভর বাগওয়ানি যোজনা নামক দুটি যোজনা চালু করেছে? | উঃ- অরুণাচল প্রদেশ |
√ ৩১) ভারত থেকে এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের (এএসএফ) সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? | উঃ- Cyrus Poncha |
√ ৩২) টোকিও প্যারালিম্পিকে সবচেয়ে বেশি পদক জিতল কোন দেশ? | উঃ- চিন |
√ ৩৩) টোকিও প্যারালিম্পিক ২০২০ তে ভারত কতগুলি পদক জিতেছে? | উঃ- ১৭ টি |
√ ৩৪) টোকিও প্যারালিম্পিক ২০২০ তে ব্যাডমিন্টনে ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- কৃষ্ণ নাগর |
√ ৩৫) টোকিও প্যারালিম্পিক ২০২০ এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন? | উঃ- অবনী লেখাড়া |
√ ৩৬) কোন ই-কমার্স কোম্পানি কৃষকদের জন্য কিখান স্টোর চালু করল? | উঃ- অ্যামাজন |
√ ৩৭) কোন কোম্পানি ভারতের প্রথম পালস নামক ডিজিটাল পেমেন্ট ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম চালু করেছে? | উঃ- ফোন পে |
√ ৩৮) কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন রাজ্যের সঙ্গে কার্বি আংলং শান্তি চুক্তি করেছে? | উঃ- আসাম |
√ ৩৯) ২০১৫ সালের ভূমিকম্পের সময় ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্বাস্থ্য খাতের প্রকল্পগুলির পুনর্গঠনের জন্য নেপাল সরকার কোন দেশের সাথে একটি চুক্তি করেছে? | উঃ- ভারত |
√ ৪০) কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি “টুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক” উদ্যোগ চালু করল? | উঃ- জম্মু ও কাশ্মীর |
√ ৪১) ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক Clean Air for blue skies day ২০২১ এর থিম কি? | উঃ- হেলদি এয়ার হেলদি প্লানেট |
√ ৪২) কোন আর্থিক প্রতিষ্ঠান তামিলনাড়ু শহরে দরিদ্রদের জন্য টেকসই আবাসন প্রকল্পের জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে? | উঃ- এশিয়ান ডেভেলপেম্নট ব্যাঙ্ক |
√ ৪৩) কৃষি বর্জ্য থেকে তৈরি জৈব-ইট দিয়ে ভারতের প্রথম ভবনটি কোন স্থানে উদ্বোধন করা হয়েছে? | উঃ- আইআইটি হায়দ্রাবাদ |
Weekly current affairs 2021 PDF September 1st week Download pdf
আরও পড়ুন |
|
|