Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, সেপ্টেম্বর ২০২১, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৯-২০২১ তারিখ থেকে ১৫-০৯-২০২১ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – দ্বিতীয় , (০৮-০৯-২০২১ থেকে ১৫-০৯-২০২১)

√  ১) ভারত কোন দেশের সাথে সূর্য্যকিরণ নামক যৌথ সামরিক মহড়া করবে?  উঃ- নেপাল

  ২) ভারত এবং অস্ট্রেলিয়া এর মধ্যে অনুষ্ঠিত নৌমহড়ার নাম কি?

উঃ- চতুর্থ AUSINDEX
  ৩) ভারতের কোন রাজ্যে দেশের প্রথম ডুগং সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হতে চলেছে? উঃ- তামিলনাড়ু
  ৪) সম্প্রতি অলিম্পিক অ্যাথিলিট নিরাজ চোপড়া কোন লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্রান্ড অ্যাম্ব্যাসাডর হলেন?   উঃ- TATA AIA
  ৫) রপ্তানি-আমদানি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কে মনোনীত হয়েছেন? উঃ- Harsha Bhupendra Bangari 
  ৬) কোন ব্যাঙ্ক সম্প্রতি Google Pay অ্যাপে  ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন ছাড়াই ডিজিটাল FD সুবিধা চালু করার ঘোষণা করেছে? উঃ- Equitas Small Finance Bank
  ৭) প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম ২০২১ (PACS-21) কোথায় অনুষ্ঠিত হয়েছে? উঃ- হাওয়াই
  ৮) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ- অরুণ কুমার সিং
  ৯) ভারতের কোন রাজ্য সরকার কোভিড এর তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য “Be The Warrior” নামক অভিযান চালু করল? উঃ- কেরালা
  ১০) স্কুলের পাঠ্যবিষয়ে ব্যবসায়িক ধারণা দেওয়ার জন্য বিসনেস ব্লাস্টার চালু করল কোন রাজ্য সরকার?  উঃ- দিল্লী

 

 

  ১১) কেন্দ্রীয় মন্ত্রিসভা টেক্সটাইল খাতের জন্য PLI স্কিমে কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে? উঃ- ১০,৬৮৩ কোটি রুপি
  ১২) কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতের সবচেয়ে উঁচু বায়ু পরিশোধন টাওয়ার স্থাপন করা হয়েছে? উঃ- চন্ডিগড়
  ১৩) এইচডিএফসি ব্যাংক MSME খাতে ক্রেডিট সহায়তা প্রদানের জন্য কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে? উঃ- জাতীয় ক্ষুদ্র শিল্প কর্পোরেশন (NSIC)
  ১৪) ২০২১ টি-২০ বিশ্বকাপ এর জন্য ভারতীয় জাতীয় দলের মেন্টর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- মহেন্দ্র সিং ধোনি
  ১৫) সোলার এনার্জি কর্পোরেশান অব ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- সুমন শর্মা
  ১৬) সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? কোন দেশ সম্প্রতি বিটকয়েন কে তাদের দেশের জাতিয় মুদ্রা বলে ঘোষণা করল?  উঃ- এল সাল্ভাদোর
  ১৭) ব্যাংক অব বরোদা তাদের সমস্ত ব্যাংকিং  পরিসেবা ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে পরিচালনা করার জন্য একটি নতুন অ্যাপলিকেশান চালু করেছে এর নাম কি? উঃ- bob World
  ১৮) বিশ্বব্যাপী কোন দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়? উঃ- ১০ সেপ্টেম্বর
  ১৯) ঝাড়খণ্ডে জল সরবরাহের পরিকাঠামো উন্নত করতে সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কত পরিমাণ অর্থ অনুমোদন দিয়েছে? উঃ- ১১২ মিলিয়ন মার্কিন ডলার
  ২০) RBI রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি কোন ব্যাংককে তার PCA বিধিনিষেধ থেকে সরিয়ে দিয়েছে? উঃ- UCO ব্যাঙ্ক

 

 

  ২১) ভারতের কোন রাজ্যে জাতিয় সড়কে এমার্জেন্সি ল্যান্ডিং এ সুবিধা চালু করা হল? উঃ- রাজস্থান
  ২২) পাঞ্জাব এর নতুন রাজ্যপাল পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Banwarilal Purohit
  ২৩) ভারতে Adobe কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কে হলেন? উঃ- প্রতীভা মহাপাত্র
  ২৪) পৃথীবির বৃহত্তম কার্বন-ডাই-অক্সাইড ক্যাপচারিং প্লান্ট কোথায় সাথপিত হয়েছে? উঃ- আইসল্যান্ড
  ২৫) পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ Gaofen-5 02, কোন দেশ উৎক্ষেপণ করেছে? উঃ- চিন
  ২৬) ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশান লিমিটেড এর ব্রান্ড ম্যাসকট এর নাম কি?  উঃ- একশৃঙ্গ গণ্ডার
  ২৭) প্রথম কোন দেশে দু-বছরের শিশুদের কোভিড এর টিকা দিল?  উঃ- কিউবা
  ২৮) আই ডি এফ সি ফার্স্ট ব্যাঙ্ক এর ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- V. Vaidyanathan
  ২৯) সম্প্রতি Yahoo কোম্পানির সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Jim Lanzone
  ৩০) ২০২১ সালে আন্তর্জাতিক ইয়ং ইকো-হিরো পুরস্কার জিতলেন কে?  উঃ- Ayaan Shankta

 

 

  ৩১) প্রতিবেশী দেশ নেপাল এর আর্মি চিফ হিসেবে নিযুক্ত হলেন?  উঃ- জেনারেল পূর্ণ চন্দ্র থাপা
  ৩২) US Open ওমেন’স সিঙ্গেলস পুরস্কার ২০২১ জিতলেন কে?  উঃ- Emma Raducanu
  ৩৩) ভারতের সবচেয়ে বড় ওপেন-এয়ার ফার্নারি উদ্বোধন করা হয়েছে কোন কোন স্থানে? উঃ- রানিক্ষেত
  ৩৪) ভারতের প্রথম উপগ্রহ এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং জাহাজের নাম কি? উঃ- INS Dhruv
  ৩৫) গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন?  উঃ- ভুপেন্দ্র প্যাটেল
  ৩৬) F1 ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স ২০২১ এর বিজয়ীর নাম বলুন? উঃ- Daniel Ricciardo
  ৩৭) US Open মেন’স সিঙ্গেলস পুরস্কার ২০২১ জিতলেন কে?  উঃ- Daniil Medvedev
  ৩৮) সম্প্রতি কোন দেশ ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম কে সম্পূর্ণ ডিজিটাল করার কথা ঘোষণা করেছে?  উঃ- বাংলাদেশ
  ৩৯) ভারতের কোন রাজ্য সম্প্রতি ভারতে মিলেট উৎপাদনের কেন্দ্র হয়ে উঠার জন্য মিলেট মিশন চালু করেছে? উঃ- ছত্তিশগড়
  ৪০) ভারত কোন দেশের সঙ্গে “জলবায়ু কর্ম ও অর্থ সংহতি সংলাপ” (CAFMD) চালু করেছে? উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র

 

  ৪১) PM-KUSUM এর অধীনে অফ-গ্রিড সৌর সোলার পাম্প স্থাপনের ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে? উঃ- হরিয়াণা
  ৪২) কোন সংস্থা সম্প্রতি হ্যাপি স্টোর নামে স্টোর তৈরি করেছে?  উঃ- পেট্রোলিয়াম কর্পোরেশান লিমিটেড
  ৪৩) সম্প্রতি কোন শ্রীলংকান ক্রিকেট খেলোয়াড় সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন?  উঃ- লসিত মালিঙ্গা
  ৪৪) প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয়?  উঃ- ১৫ সেপ্টেম্বর
  ৪৫) ভারতের প্রথম FASTag- ভিত্তিক মেট্রো পার্কিং সুবিধা চালু হয়েছে কোন শহরে? উঃ- দিল্লী
  ৪৬) সিঙ্গাপুরের কোন দ্রুত পেমেন্ট সিস্টেমের  সাথে RBI সম্প্রতি তার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) সংযুক্ত করেছে? উঃ- Pay Now
  ৪৭) সুইফট গ্লোবাল পেমেন্টস ইনোভেশন (জিপিআই) এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে কর্পোরেট ক্লায়েন্টদের জন্য আন্তর্দেশীয় পেমেন্টের ক্ষেত্রে ভারতে প্রথম রিয়েল-টাইম অনলাইন ট্র্যাকিং চালু করল কোন ব্যাংক? উঃ- DBS Bank
  ৪৮) ২০২১ সালে আগস্ট মাসে আইসিসির সেরা মহিলা খেলোয়াড়ের নাম কি? উঃ- Eimear Richardson
  ৪৯) ২০২১ সালে আগস্ট মাসে আইসিসির সেরা পুরুষ খেলোয়াড়ের নাম কি? উঃ- Joe Root
  ৫০) ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অথরাইজেশন সেন্টার (IN-SPACE) -এর চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ- পবন কুমার গোয়েঙ্কা
  ৫১) “ভারতে মানবাধিকার এবং সন্ত্রাসবাদ” বইটির লেখক কে? উঃ- সুব্রহ্মণ্যম স্বামী

 

 

Weekly current affairs 2021 PDF September 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।