Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, আগস্ট ২০২২, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৮-২০২২ তারিখ থেকে ১৫-০৮-২০২২ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF BengaliContents মাস – আগস্ট, সপ্তাহ – দ্বিতীয়, ( ০৮-০৮-২০২২ থেকে ১৫-০৮-২০২২) |
√ ১) টেবিল টেনিস এ মহিলা দের একক শ্রেণীতে স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- Bhavina Patel |
√ ২) বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (CSIR) ইতিহাসে প্রথমবারের মতো একজন মহিলা মহাপরিচালক নিয়োগ করা হয়েছে, তাঁর নাম কি? |
উঃ- Nallathamby Kalaiselvi |
√ ৩) স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Inderjit Camotra |
√ ৪) আন্তর্জাতিক দাবা ফেডেরেশান এর ডেপুটি প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন? | উঃ- বিশ্বনাথন আনন্দ |
√ ৫) সম্প্রতি কমনওয়েলথ গেমস এ মহিলাদের বক্সিং এ ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- Nikhat Zareen |
√ ৬) সম্প্রতি দলাই লামা কে কোন সিভিলিয়ান সম্মানে সম্মানিত করা হল? | উঃ- dPal rNgam Duston |
√ ৭) কোন খেলোয়াড়কে ICC জুলাই ২০২২-এ পুরুষদের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে? | উঃ- Prabath Jayasuriya |
√ ৮) আন্তর্জাতিক জৈব জ্বালানি দিবস কবে পালন করা হয়? | উঃ- ১০ আগস্ট |
√ ৯) ২০২২ সালে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) রিজিওনাল স্ট্যান্ডার্ডাইজেশন ফোরাম (RSF) কোথায় অনুষ্ঠিত হয়েছে? | উঃ- দিল্লী |
√ ১০) ২০২২ সালে বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত মোট কতটি পদক জিতেছে? | উঃ- ৬১ টি |
√ ১১) কোন খেলোয়াড়কে ICC জুলাই ২০২২-এ মহিলদের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে? | উঃ- Emma Lamb |
√ ১২) প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক সিংহ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? | উঃ- ১০ আগস্ট |
√ ১৩) প্রতি বছর কোন দিনে নাগাসাকি দিবস পালন করা হয়ে থাকে? | উঃ- ০৯ আগস্ট |
√ ১৪) কমনওয়েলথ গেমস এ মহিলদের সিঙ্গেলস এ ব্যাডমিন্টনে ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- পি ভি সিন্ধু |
√ ১৫) প্রতিরক্ষা এক্সপোর ১২তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? | উঃ- গুজরাটের গান্ধীনগরে |
√ ১৬) প্রয়াত হলেন প্রাক্তন ক্রিকেট আম্পায়ার Rudi Koertzen মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৭৩ বছর |
√ ১৭) সম্প্রতি কোন বিখ্যাত লন টেনিস খেলোয়াড় অবসর ঘোষণা করলেন? | উঃ- সেরেনা উইলিয়ামস |
√ ১৮) ভারত মার্কিন সেনা অনুশীলন বজ্র্য প্রহার কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- হিমাচল প্রদেশ |
√ ১৯) ভারতের 49তম প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? | উঃ- বিচারপতি উদয় উমেশ ললিত |
√ ২০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক হাতি দিবস পালন করা হয়? | উঃ- ১২ আগস্ট |
√ ২১) কোন দল ২০২২ সালে UEFA সুপার কাপ জিতেছে? | উঃ- রিয়াল মাদ্রিদ |
√ ২২) কোন ক্রিকেট খেলোয়াড় ছয়শো তম টি-২০ ক্রিকেট ম্যাচ খেলতে চলেছে? | উঃ- কিরেন পোলার্ড |
√ ২৩) ইসরো সম্প্রতি যে নতুন ভার্চুয়াল স্পেস মিউজিয়াম চালু করেছে তার নাম কি? | উঃ- SPARK |
√ ২৪) উত্তরাখন্ড এর ব্রান্ড অ্যামব্যাসাডর কে হলেন? | উঃ- ঋষভ পন্থ |
√ ২৫) ২০২২ সালে ভারতের ফুটবল দলের পুরুষদের মধ্যে ফুটবলার অব দি ইয়ার কে হলেন? | উঃ- সুনিল ছেত্রি |
√ ২৬) ২০২২ সালে ভারতের ফুটবল দলের মহিলাদের মধ্যে ফুটবলার অব দি ইয়ার কে হলেন? | উঃ- মনীষা কল্যান |
√ ২৭) পাওয়ার লিফটিং এর বিশ্ব রেকর্ড গড়লেন কে? | উঃ- Tamara Walcott, ৭৩৭.৫ কেজি |
Weekly Current Affairs 2022 PDF August 2nd week Download pdf
আরও পড়ুন |
|
|