Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, ডিসেম্বর ২০২২, প্রথম ও দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০১-১২-২০২২ তারিখ থেকে ১৫-১২-২০২২ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF BengaliContents মাস – ডিসেম্বর, সপ্তাহ – প্রথম ও দ্বিতীয়, ( ০১-১২-২০২২ থেকে ১৫-১২-২০২২) |
√ ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক AIDS দিবস পালন করা হয়? | উঃ- ১ ডিসেম্বর |
√ ২) সম্প্রতি কোন কোম্পানি বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত এরোপ্লেন ইজ্ঞিন বানালো? |
উঃ- রোলস রয়েস |
√ ৩) কোন রাজ্য সরকার SIPCOT ইন্ডাসট্রিয়াল পার্ক চালু করল? | উঃ- তামিলনাড়ু |
√ ৪) ২০২২ সালে মিস আর্থ হিসেবে ভূষিত হন কে? | উঃ- Mina Sue Choi, দক্ষিণ কোরিয়া |
√ ৫) প্রতি বছর কোন দিনে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয়? | উঃ- ২ ডিসেম্বর |
√ ৬) ২০২২ সালে ডীসেম্বর মাসে UNSC সিকিউরিটি কাউন্সিল এর সভাপতিত্ব করবে কোন দেশ? | উঃ- ভারত |
√ ৭) ২০২২ সালে বিজয় হাজারে ট্রফি জিতল কোন দল? | উঃ- সৌরাষ্ট্র |
√ ৮) ডিপার্ট্মেন্ট অব স্কুল এডুকেশান এর সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? | উঃ- সঞ্জয় কুমার |
√ ৯) তৃতীয় ব্লাইন্ড টি-২০ ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছ? | উঃ- ভারত |
√ ১০) সম্প্রতি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশান এর চেয়ারপার্সন পদে কে নিযুক্ত হলেন? | উঃ- রাজীব লক্ষ্মণ করন্দিকার |
√ ১১) ২০২২ সালে নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল কোন ভারতীয় ডিরেক্টর কে বেস্ট ডিরেক্টর এর তকমা দিয়েছেন? | উঃ- এস.এস. রাজামৌলি |
√ ১২) গ্লোবাল এভিয়েশান সেফটি রেটিং এ ভারতের স্থান কত? | উঃ- ৪৮ তম |
√ ১৩) ভারতের প্রথম ডার্ক নাইট স্কাই রিজার্ভ কোথায় স্থাপিত হতে চলেছে? | উঃ- লাদাখ |
√ ১৪) প্রতি বছর কোন দিনে আন্তর্জারিক চিতা দিবস পালন করা হয়? | উঃ- ৪ ডিসেম্বর |
√ ১৫) কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০০ বিলিয়ন ডলার রিমিট্যান্স পেয়েছে? | উঃ- ভারত |
√ ১৬) সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০০ মিলিয়ন ইউরো প্রতি সিজন পারিশ্রমিক এ কোন ক্লাবের সাথে চুক্তি করেছেন? | উঃ- Al-Nassr |
√ ১৭) ভারতের ডিজিটাল ইকোসিস্টেম উন্নতির জন্য এয়ারটেল কোম্পানি কাদের সাথে চুক্তি করেছে? | উঃ- মেটা (ফেসবুক) |
√ ১৮) বিশ্বের বৃহত্তম উইন্ড-সোলার হাইব্রিড পাওয়ার ডেভেলপার হিসেবে স্বিকৃতি পেল কোন ভারতীয় কোম্পানি? | উঃ- আদানি গ্রিন |
√ ১৯) সপ্তম ভারত-মার্কিন নৌ মহড়া কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- গোয়া |
√ ২০) পেরু তে অনুষ্ঠিত প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এ ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- সুকান্ত কদম |
√ ২১) টাইম ম্যাগাজিন এর পার্সন অব দি ইয়ার হিসেবে কাকে বেছে নেওয়া হল? | উঃ- Volodymyr Zelensky |
√ ২২) ভারতের ৭৭ তম গ্রান্ড মাস্টার কে হলেন? | উঃ- আদিত্য মিত্তল |
√ ২৩) আন্তর্জাতিক অ্যান্টি করাপশন ডে কবে পালন করা হয়? | উঃ- ০৯ ডিসেম্বর |
√ ২৪) ২০২২ সালে নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস এবং আরোগ্য এক্সপো কোথায় অনুষ্ঠিত হচ্ছে? | উঃ- গোয়া |
√ ২৫) সম্প্রতি ইসরো স্পেস টেক এর ইনোভেশান এর জন্য কোন কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হল? | উঃ- Social Alpha |
√ ২৬) সম্প্রতি কোন দেশের ফুটবল টিমের ক্যাপ্টেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন? | উঃ- বেলজিয়াম |
√ ২৭) অশোক লেল্যান্ড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Shenu Agarwal |
√ ২৮) হিমাচল প্রদেশ এর নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? | উঃ- Sukhwinder Singh Sukhu |
√ ২৯) ভারতের প্রথম কার্বন নিউট্রাল ফার্ম কোথায় স্থাপিত হল? | উঃ- কেরালা |
√ ৩০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয়? | উঃ- ১১ ডিসেম্বর |
√ ৩১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক UNICEF Day পালন করা হয়? | উঃ- ১১ ডিসেম্বর |
√ ৩২) ভারতের ইতিহাসে প্রথম মহিলা অলিম্পিক প্রেসিডেন্ট হলেন কে? | উঃ- PT Usha |
√ ৩৩) বিশ্বের প্রথম বানিজ্যিক মুন ল্যনাডার চালু করল কোন দেশ? | উঃ- জাপান |
√ ৩৪) কোন আরব দেশ প্রথম লুনার স্পেস্ক্রাফট লঞ্চ করল? | উঃ- সংযুক্ত আরব আমিরাত |
√ ৩৫) সম্প্রতি ২০২২ সালে মহিলদের এয়ার পিস্তল জাতীয় চ্যাম্পিয়নশিপ এ স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- Divya TS |
√ ৩৬) কার্ডিওলজিক সোস্যাইটি অব ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? | উঃ- Dr. P C Rath |
√ ৩৭) ভারতের কোন রাজ্য যক্ষা নিবারনে সেরা পুরস্কার পেয়েছে? | উঃ- মেঘালয় |
√ ৩৮) ভারত সরকার আগামি ৫ বছরে ভারতের শিক্ষা খাতে কত পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলছে? | উঃ- ১০৩৭ কোটি রুপি |
√ ৩৯) ভারতে অষ্টম আন্তর্জাতিক বিঞ্জান উৎসব কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- ভোপাল |
আরও পড়ুন |
|
|