Current affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, ফেব্রুয়ারি ২০২২, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০২-২০২২ তারিখ থেকে ১৪-০২-২০২২ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly current affairs PDF BengaliContents মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০২-২০২২ থেকে ১৪-০২-২০২২) |
√ ১) ভারত কোভিড এর বিরুদ্ধে একটি ডিএনএ ভ্যাকসিন তৈরিকারী প্রথম দেশ হয়ে উঠেছে। কোন কোম্পানি এই প্লাজমিড ডিএনএ ভ্যাকসিন তৈরি করেছে? | উঃ- Zydus Cadila |
√ ২) সাইবার নিরাপত্তা বীমা অফার করার জন্য সম্প্রতি কোন বীমা কোম্পানি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক এর সাথে অংশীদারিত্ব করেছে? |
উঃ- ICICI Lombard জেনারেল ইন্স্যুরেন্স |
√ ৩) NCERT এর নতুন ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? | উঃ- দীনেশ প্রসাদ সাকলানি |
√ ৪) কোন দল ২০২২ সালে AFC মহিলা এশিয়ান কাপ জিতেছে? | উঃ- চিন |
√ ৫) জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর এর নাম কি? | উঃ- সন্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত |
√ ৬) ২০২০-২০২১ সালে পিএম কেয়ার ফান্ডের অধীনে মোট অর্থের পরিমাণ কত ছিল? | উঃ- ১০,৯৯১ কোটি রুপি |
√ ৭) জাতীয় একক উইন্ডো সিস্টেম (NSWS) এর সাথে একীভূত হওয়া প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? | উঃ- জম্মু ও কাশ্মীর |
√ ৮) বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) এর নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? | উঃ- Dr S Unnikrishnan Nair |
√ ৯) সেলসফোর্স গ্লোবাল ইনডেক্সের অংশ হিসাবে জরিপ করা ১৯টি দেশের মধ্যে কোন দেশ ডিজিটাল প্রস্তুতিতে সর্বোচ্চ স্কোর করেছে? | উঃ- ভারত |
√ ১০) কোন কোম্পানী মালয়েশিয়ার পেমেন্ট স্টার্ট-আপে “Curlec” এর একটি সিংহভাগ অংশীদারিত্ব কিনেছে যার মূল্য ১৯ মিলিয়ন ডলার? | উঃ- Razorpay |
√ ১১) ২০২১ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির মধ্যে সোনা কেনার ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের র্যাঙ্ক কী ছিল? | উঃ- দ্বিতীয় |
√ ১২) কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘টেক এ ব্রেক’ নামে প্রচারাভিযান শুরু করেছে? | উঃ- INSTAGRAM |
√ ১৩) ভারতের প্রথম বাণিজ্যিক মাপের বায়োমাস-ভিত্তিক হাইড্রোজেন প্ল্যান্ট কোন রাজ্যে তৈরি হবে? | উঃ- মধ্য প্রদেশ |
√ ১৪) কোন বলিউড অভিনেতাকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? | উঃ- অক্ষয় কুমার |
√ ১৫) টমটম ট্র্যাফিক ইনডেক্স র্যাঙ্কিং ২০২১ অনুসারে কোন ভারতীয় শহরটিকে দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসাবে ঘোষণা করা হয়েছে? | উঃ- মুম্বাই |
√ ১৬) ভারতে ফাইজারের নতুন চেয়ারম্যান কে হলেন? | উঃ- প্রদীপ সাহ |
√ ১৭) সম্প্রতি প্রকাশিত EIU এর গণতন্ত্র সূচকে ভারতের স্থান কত? | উঃ- ৪৬ তম |
√ ১৮) ভারতের কোন টানেলটি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস দ্বারা ”১০,০০০ ফুট উপরে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল” হিসাবে স্বীকৃত হয়েছে? | উঃ- অটল টানেল |
√ ১৯) কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি ভারতে জাতীয় নারী দিবস পালন করা হয়? | উঃ- সরোজিনী নাইডু |
√ ২০) বিশ্ব বেতার দিবস প্রতি বছর কোন দিন পালিত হয়? | উঃ- ১৩ ফেব্রুয়ারি |
√ ২১) ট্রান্সজেন্ডার সম্প্রদায় এবং ভিক্ষুকদের কল্যাণে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক যে প্রকল্পটি চালু করেছে তার নাম কি? | উঃ- SMILE |
√ ২২) ভারতীয় বায়ুসেনা ‘সিঙ্গাপুর এয়ার শো-২০২২’-এ প্রদর্শন করতে তার কোন বিমানের সাথে অংশগ্রহণ করবে? |
উঃ- তেজস |
√ ২৩) বিশ্বব্যাংক এবং জাতিসংঘের সহযোগিতায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে আয়োজিত ওয়ান ওশান সামিট কোন দেশটি আয়োজন করেছিল? | উঃ- ফ্রান্স |
√ ২৪) সম্প্রতি প্রকাশিত EIU এর গণতন্ত্র সূচকে প্রথম স্থানে কোন দেশ রয়েছে? | উঃ- নরওয়ে |
√ ২৫) সম্প্রতি প্রয়াত হলে শিল্পপতি রাহুল বাজাজ, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৮৩ বছর |
√ ২৬) টাটা সন্স এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? | উঃ- এন চন্দ্রশেকরন |
√ ২৭) ইনভেস্টর প্রোটেকশন অ্যান্ড এডুকেশন ফান্ড (আইপিইএফ) সংক্রান্ত SEBI-এর উপদেষ্টা কমিটির নতুন চেয়ারপার্সন হিসেবে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? | উঃ- G Mahalingam |
√ ২৮) ২০২২-২৩ সালের জন্য দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI)-এর প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? | উঃ- দেবাশিষ মিত্র |
Weekly current affairs 2022 PDF February 2nd week Download pdf
আরও পড়ুন |
|
|