current affairs

 Current affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, ফেব্রুয়ারি ২০২২, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০২-২০২২ তারিখ থেকে ০৭-০২-২০২২ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – প্রথম, (০১-০২-২০২২ থেকে ০৭-০২-২০২২)

√  ১) IIFL এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?  উঃ- অরুন পুরওয়ার

  ২) ইসরায়েল এর সহযোগিতায় ভারত কতগুলি গ্রামকে ভিলেজ অব এক্সিলেন্স এ পরিণত করতে চলেছে?

উঃ- ১৫০
  ৩) নিও-কোভ নামে কোভিড এর নতুন ভেরিয়েনড় কোথায় পাওয়া গেল? উঃ- চিন
  ৪) নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (NINL) সম্প্রতি কোন কোম্পানি অধিগ্রহণ করেছে?  উঃ- টাটা ষ্টীল
  ৫) GAIL প্রাকৃতিক গ্যাস এর সাথে হাইড্রোজেন মেশানোর টেকনলজি ভারতের কোন রাজ্যে প্রথম চালু করেছে? উঃ- মধ্য প্রদেশ
  ৬) ভারত কোন বছরের মধ্যে শূন্য কার্বন নির্গমন অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ? উঃ- ২০৭০
  ৭) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ‘সূর্য শক্তি সেল’ নামে তার ডেডিকেটেড সেন্ট্রালাইজড প্রসেসিং সেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের জন্য কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে? উঃ- Tata Power Solar
  ৮) কোন খেলোয়াড় ২০২২ সালে টাটা স্টিল দাবা টুর্নামেন্ট মাস্টার্স জিতেছেন? উঃ- Magnus Carlsen
  ৯) সম্প্রতি কোন দেশ Hwasong-12 নামক মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? উঃ- উত্তর কোরিয়া
  ১০) কোন কোম্পানি সেমিকন্ডাকটর তৈরিতে সারা বিশবে প্রথম স্থান অধিকার করেছে?  উঃ- SAMSUNG

 

 

  ১১) কোন রাজ্যে ভারতের প্রথম জিওলজিকাল পার্ক তৈরি হতে চলেছে?  উঃ- মধ্য প্রদেশ
  ১২) কোন দেশ বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ফ্লাইং-বোট চালু করতে চলেছে?  উঃ- UAE
  ১৩) পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড সম্প্রতি কোন ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে একটি কো-ব্র্যান্ডেড Rupay কন্টাক্টলেস ক্রেডিট কার্ড চালু করার ঘোষণা দিয়েছে? উঃ- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
  ১৪) প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয়?  উঃ- ৪ ফেব্রুয়ারি
  ১৫) পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের জন্য শ্রীলঙ্কাকে EXIM ব্যাঙ্ক কত পরিমাণ অর্থ ঋণ দিয়েছে?   উঃ- ৫০০ মিলিয়ন ডলার
  ১৬) সম্প্রতি ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সাইন্স ভারতের সবচেয়ে শক্তিশালি সুপার কম্পিউটার স্থাপন করেছে। এর নাম কি? এবং প্রসেসিং স্পিড কত?  উঃ- Param Pravega, ৩.৩ পেটাফ্লপ
  ১৭) কে ভারতের দেউলিয়া এবং দেউলিয়া বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? উঃ- রবি মিত্তল
  ১৮) ২০২২ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- এম জগদেশ কুমার
  ১৯) ইন্ডিগো এয়ারলাইন্স এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- রাহুল ভাটিয়া
  ২০) ডিওয়াল্ড ব্রেভিস ২০২২ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তিনি কোন দেশের হয়ে খেলেন? উঃ- দক্ষিণ আফ্রিকা

 

 

√  ২১) IIT হায়দ্রাবাদ কোন ব্যাঙ্কের অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য “স্বরাজযোগ্যতা” নামক একটি AI-ভিত্তিক চাকরির পোর্টাল চালু করেছে? উঃ- কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক

  ২২) প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেসকর। মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? 

উঃ- ৯২ বছর

 

 

Weekly current affairs 2022 PDF February 1st week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।