Current affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জানুয়ারি ২০২২, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০১-২০২২ তারিখ থেকে ৩১-০১-২০২২ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – জানুয়ারি, সপ্তাহ – চতুর্থ, (২৩-০১-২০২২ থেকে ৩১-০১-২০২২)

√  ১) জম্মু ও কাশ্মীর এর প্রথম মিল্ক ভিলেজ এর নাম কি?  উঃ- জেরি হ্যামলেট

  ২) এখন থেকে প্রতি বছর কোন দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? 

উঃ- ২৩ জানুয়ারি
  ৩) আন্তর্জাতিক শ্রমিক সংগঠন এর প্রকাশিত রিপোর্ট অনুসারে ২০২২ সালে বেকারত্বের মাত্রা কত?  উঃ- প্রায় ২০৭ মিলিয়ন
  ৪) ভারতের প্রথম প্যারা-ব্যাডমিন্টন একাডেমি কোন শহরে স্থাপিত হয়েছে?  উঃ- লখনউ
  ৫) ISRO সম্প্রতি একটি ইঞ্জিন পরীক্ষা করেছে যা গগনযান মানব মহাকাশ মিশন এর অধীনে ভারতের প্রথম মানব বহনকারী রকেটকে শক্তি দিতে ব্যবহৃত হবে। এই ইঞ্জিনের নাম কি? উঃ- বিকাশ ইঞ্জিন 
  ৬) রকি মাউন্টেন ইনস্টিটিউট (RMI), এবং RMI ইন্ডিয়ার সহযোগিতায় কোন সংস্থার দ্বারা ‘ব্যাংকিং অন ইলেকট্রিক ভেহিকেলস ইন ইন্ডিয়া’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে? উঃ- নীতি আয়োগ
  ৭) সম্প্রতি প্রয়াত হলেন প্রখ্যাত ফুটবল খেলোয়াড়, সুভাষ ভৌমিক, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৭২ বছর
  ৮) সম্প্রতি কে ভারতের প্রথম ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) যুব জলবায়ু চ্যাম্পিয়ন হয়েছেন? উঃ- Prajakta Koli
  ৯) গবেষকরা সম্প্রতি সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এর নামানুসারে কোন প্রাণীর নামকরণ করেছেন? উঃ- রেইন ফ্রগ
  ১০) সম্প্রতি একমাত্র ভারতীয় হিসেবে NASA লঞ্চ অপারেশনস কেনেডি স্পেস সেন্টারে ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম (IASP) সম্পূর্ণ করেছেন কে?  উঃ- জাহ্নবী দাঙ্গেটি

 

 

  ১১) কোন রাজ্য সম্প্রতি শ্রমিক মিত্র যোজনা চালু করা হল? উঃ- ৯৭ বছর
  ১২) ২০২২ সালে কে মিসেস ওয়ার্লস জিতলেন? পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার ডাক্তার কে হলেন? উঃ- Dr Sarah Gill
  ১৩) কোন দেশ তাদের দেশের একটি স্টেশানের নাম মহাত্মা গান্ধীর নামানুসারে রাখা হল?  উঃ- Mauritius
  ১৪) সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২-এ মহিলা একক শিরোপা বিজয়ীর নাম কি? উঃ- পিভি সিন্ধু
  ১৫) কৃষি যান্ত্রিকীকরণের সাব-মিশন (SMAM) এর অধীনে খামার যান্ত্রিকীকরণের জন্য ড্রোন কেনার উপর সর্বোচ্চ কত পরিমাণ ভর্তুকি অনুমোদিত হয়েছে? উঃ- ১০ লক্ষ রুপি
  ১৬) সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECI)-এ নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক কত পরিমাণ মূলধন আধান ঘোষণা করেছে? উঃ- ১০০০ কোটি রুপি
  ১৭) ‘ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং স্টেট ক্যাপাবিলিটি ফর ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন’ অপারেশনের জন্য বিশ্বব্যাংক কত পরিমাণ ঋণ অনুমোদন করেছে? উঃ- ১২৫ মিলিয়ন ডলার
  ১৮) মার্কিন বিজ্ঞানীরা সম্প্রতি মিমাস নামের একটি চাঁদের পৃষ্ঠের নিচে চাপা পড়ে থাকা একটি ভূগর্ভস্থ মহাসাগরের সন্ধান পেয়েছেন। এই চাঁদ মিমাস কোন গ্রহের অন্তর্গত? উঃ- শনি
  ১৯) নেতাজি রিসার্চ ব্যুরো ২০২২ সালে কোন ব্যক্তিত্বকে নেতাজি পুরস্কারে ভূষিত করেছে? উঃ- শিনজো আবে
  ২০) প্রতি বছর ভারতে কোন দিনটিকে জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? উঃ- ২৪ জানুয়ারি

 

 

√  ২১) ভারত এর কোন রাজ্যে দেশের প্রথম AVGC সেন্টার অব এক্সিলেন্স চালু করা হল?  উঃ- কর্ণাটক

  ২২) সম্প্রতি GOOD Dot কোম্পানির ব্রান্ড অ্যামব্যাসাডর কে হলেন? 

উঃ- নিরাজ চোপড়া
  ২৩) সম্প্রতি Paytm বণিক অংশীদার এবং ভোক্তাদের ঋণ প্রদানের পণ্য সরবরাহ করার জন্য কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে? উঃ- Fullerton ইন্ডিয়া
  ২৪) জানুয়ারী ২০২২-এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) বিচারকারী কর্তৃপক্ষের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?  উঃ- বিনোদানন্দ ঝা
  ২৫) ভারতীয় সামরিক বাহিনী AT4 অ্যান্টি-আরমার অস্ত্র কেনার জন্য কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? উঃ- সুইডেন
  ২৬) NASA মহাকাশ সংস্থা সম্প্রতি কোন দেশের মহাকাশ সংস্থার সাথে অংশীদারিত্বে ‘ডিপ স্পেস ফুড চ্যালেঞ্জ’-এর দ্বিতীয় পর্যায় উন্মোচন করেছে? উঃ- কানাডা
  ২৭) কোন দল ২০২২ সালে হিমাচল প্রদেশে অনুষ্ঠিত নবম জাতীয় মহিলা আইস হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে? উঃ- লাদাখ
  ২৮) সম্প্রতি ভারতের কোন রাজ্য দেশের প্রথম AVGC (অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিকস) সেন্টার অফ এক্সিলেন্স (CoE) স্থাপন করেছে? উঃ- কর্ণাটক
  ২৯) কোন রাজ্য সরকার রাধে কৃষ্ণ কাউ স্যাংচুরি এর উদ্বোধন করল?  উঃ- হিমাচল প্রদেশ
  ৩০) কোন ব্যাঙ্ক ফিটনেস ওয়াচ EASY PAY সমন্বিত ডেবিট কার্ড সুবিধা চালু করেছে? উঃ- City Union Bank

 

 

√  ৩১) দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথভাবে একটি স্মারক লোগো চালু করেছে? উঃ- ইসরায়েল

  ৩২) ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-এ কোন ভারতীয় চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে?

উঃ- Koozhangal
  ৩৩) গ্রামীণ এলাকায় যুবক ও নাগরিকদের দক্ষতা-ভিত্তিক বৃত্তিমূলক শিক্ষা প্রদানের জন্য কমন সার্ভিসেস সেন্টার (CSC) দ্বারা চালু করা মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম কী? উঃ- যোগ্যতা
√  ৩৪) ২০২১ সালের জন্য আসামের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘আসাম বৈভব’ দিয়ে কাকে ভূষিত করা হয়েছে? উঃ- রতন টাটা

  ৩৫) সম্প্রতি কোন ক্রিড়াবিদকে পরম বিশিষ্ট সেবা মেডেল দ্বারা সম্মানিত করা হল? 

উঃ- নিরাজ চোপড়া
  ৩৬) আই সি সি আম্পায়ার অব দি ইয়ার হলেন কে?  উঃ- Marais Erasmus
√  ৩৭) সম্প্রতি পৃথিবীর ৫০০ টি কোম্পানির মধ্যে কোন কোম্পানিটি সবচেয়ে বেশি মূল্যবান হিসেবে স্থান পেয়েছে? উঃ- অ্যাপেল

  ৩৮) ২০২২ সালে ভারতের রাষ্ট্রপতি সামরিক বাহিনির কতজনকে বীরত্ব পুরস্কারে ভূষিত করেছেন?

উঃ- ৩৮৪
  ৩৯) হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশান লিমিটেড এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?  উঃ- পুষ্প কুমার যোশি
√  ৪০) ২০২১ সালের জন্য আসামের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘আসাম বৈভব’ দিয়ে কাকে ভূষিত করা হয়েছে? সম্প্রতি মাইক্রোসফট এর সি ই ও সত্য নাদেলা কোও পুরস্কার পেতে চলেছেন?  উঃ- পদ্ম ভূষণ
   

 

√  ৪১) সম্প্রতি কোন দুই দেশের মধ্যে চিরু ২০২২ নামক নৌ০অনুশীলন আয়োজিত হল? উঃ- রাশিয়া, চিন ও ইরান

  ৪২) সম্প্রতি ভারতের কোন রাজ্যের প্রতিটি জেলায় নারী সুরক্ষা সেল স্থাপন করা শুরু হচ্ছে? 

উঃ- ছত্তিশগড়
  ৪৩) সম্প্রতি প্রয়াত হলেন ১৯৬৪ সালে অলিম্পিকে হকিতে স্বর্ণ পদক জয়ী খেলোয়াড় চিরঞ্জিত সিং, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৯০ বছর
√  ৪৪) কোন ভারতীয় মোটরগাড়ি কোম্পানি সম্প্রতি ১০০ মিলিয়ন ডলারে সুইস ই-মোবিলিটি গ্রুপ (SEMG) এর ৭৫ শতাংশ শেয়ার কিনেছে? উঃ- টি ভি এস মোটর্স

  ৪৫) ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথকলির চূড়ামণি, মিলেনা সালভিনি, যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন?

উঃ- ফ্রান্স
  ৪৬) কোন কোম্পানি NPCI-এর সাথে অংশীদারিত্ব করেছে যাতে একটি সক্রিয় UPI ID এর মাধ্যমে ভারতীয় গ্রাহকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিয়েল-টাইম, আন্তর্জাতিক পেমেন্ট পেতে সক্ষম হয়? উঃ- TerraPay
√  ৪৭) ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়াকে টাটা গ্রুপের কাছে হস্তান্তর করেছে। এই চুক্তির মূল্য কি? উঃ- ১৮,০০০ কোটি রুপি

  ৪৮) কোন বাঙালি অভিনেতাকে পদ্ম ভূষণ পুরস্কারে সম্মানিত করা হল? 

উঃ- ভিক্টর ব্যানার্জি
  ৪৯) ভারতের কোন রাজ্যে গ্রিফিন ইনোভেশান সেন্টার তৈরি হয়েছে?  উঃ- কেরালা
√  ৫০) সম্প্রতি প্রকাশিত “দি অ্যাঞ্জেলস অব কৈলাশ বইটি কে লিখেছেন?   উঃ- সুবিরা প্রসাধ

 

 

√  ৫১) ২০২২ সালের জন্য জাতিসংঘের নিয়মিত বাজেট মূল্যায়নের জন্য ভারত কত পরিমাণ অর্থ প্রদান করেছে? উঃ- ২৯.৯ মিলিয়ন ডলার

  ৫২) ভারতের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল (EV) চার্জিং স্টেশন কোন জায়গায় উদ্বোধন করা হয়েছে? 

উঃ- গুড়গাঁও
  ৫৩) লোকসভার স্পিকার ওম বিড়লা কর্তৃক সম্প্রতি চালু করা ভারতের সংসদের অফিসিয়াল মোবাইল অ্যাপের নাম কী? উঃ- ডিজিটাল সংসদ অ্যাপ
√  ৫৪) বিশ্বের বৃহত্তম ক্যনেল লক সিস্টেম সম্প্রতি কোন দেশে উন্মোচন করা হয়েছে? উঃ- নেদারল্যান্ডস

  ৫৫) ভারতের ডিজিটাল ইকোসিস্টেমের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে কোন টেক জায়ান্ট ভারতী এয়ারটেলের সাথে অংশীদারিত্ব করেছে এবং ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে?

উঃ- গুগোল
  ৫৬) ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন মেন’স সিঙ্গেলস এর খেতাব জিতেছেন কে? উঃ- রাফায়েল নাদাল
√  ৫৭) ভারতের কোন রাজ্য সরকার ব্রেন হেলথ ইনিশিয়েটিভ চালু করেছে? উঃ- কর্ণাটক

  ৫৮) টেক্সটাইল সেক্টরের জন্য PLI স্কিমের অধীনে সরকার কত টাকা অনুমোদন করেছে?

উঃ- ১০,৬৮৩ কোটি রুপি
  ৫৯) ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন ওমেন’স সিঙ্গেলস এর খেতাব জিতেছেন কে? উঃ- Ashleigh Barty
√  ৬০) ভারতীয় দল ২০২২ সালে মহিলা হকি এশিয়া কাপে কোন দেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে? উঃ- চিন

 

 

√  ৬১) ২০২২ সালে মাস্কাটে মহিলা হকি এশিয়া কাপ কোন দল জিতেছে? উঃ- জাপান

  ৬২) প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়? 

উঃ-  ৩০ জানুয়ারি
  ৬৩) কোন দল ২০২২ সালে মহিলা প্যান আমেরিকান কাপ ফিল্ড হকি টুর্নামেন্ট জিতেছে? উঃ- আর্জেন্টিনা

 

 

Weekly current affairs 2022 PDF January 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।