Current affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, ফেব্রুয়ারি ২০২২, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২২-০২-২০২২ তারিখ থেকে ২৮-০২-২০২২ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly current affairs PDF BengaliContents মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – চতুর্থ, (২২-০২-২০২২ থেকে ২৮-০২-২০২২) |
√ ১) কোন ভারতীয় টেলিকম কোম্পানি গ্লোবাল SEA-ME-WE-6 আন্ডারসি কেবল কনসোর্টিয়ামে যোগ দিয়েছে? | উঃ- এয়ারটেল |
√ ২) ভারতের প্রথম বায়োসেফটি লেভেল-৩ কনটেইনমেন্ট মোবাইল ল্যাবরেটরি কোন শহরে উদ্বোধন করা হয়েছে? |
উঃ- নাসিক |
√ ৩) কোন ভারতীয় পাওয়ার কোম্পানি সম্প্রতি ভারতে অফশোর উইন্ড প্রজেক্টের যৌথ উন্নয়নের সম্ভাবনা অন্বেষণ করতে জার্মানি-ভিত্তিক RWE পুনর্নবীকরণযোগ্য কোম্পানি GmbH-এর সাথে অংশীদারিত্ব করেছে? | উঃ- টাটা পাওয়ার |
√ ৪) ভারতীয় টেনিস তারকা মানিকা বাত্রা সম্প্রতি কোন স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? | উঃ- Adidas |
√ ৫) ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমসে কোন দেশ সর্বোচ্চ সংখ্যক পদক জিতেছে? | উঃ- নরওয়ে |
√ ৬) ভারত কোন দেশের সাথে ব্লু ইকোনমি এবং ওশান গভর্নেন্স চুক্তিতে রোডম্যাপ স্বাক্ষর করেছে? | উঃ- ফ্রান্স |
√ ৭) কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার সম্প্রতি একটি দাবা টুর্নামেন্টে নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার কীর্তি অর্জন করেছেন? | উঃ- R. Praggnanandhaa |
√ ৮) ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC) অ্যাথলেটস কমিশন (AC) এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? | উঃ- Emma Terho |
√ ৯) অটোমেকার হোন্ডা ২০২২ সালে হোন্ড কারস ইন্ডিয়া লিমিটেড -এর প্রেসিডেন্ট এবং CEO হিসেবে কাকে নিযুক্ত করেছে? | উঃ- Takuya Tsumura |
√ ১০) ২০২২ সালে তরুণ গণিতবিদের জন্য রামানুজন পুরস্কার বিজয়ীর নাম কি? | উঃ- নীনা গুপ্তা |
√ ১১) থামস আপ-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? | উঃ- সাহরুখ খান |
√ ১২) প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সার্বক্ষণিক সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? | উঃ- সঞ্জীব সান্যাল |
√ ১৩) IBM সম্প্রতি এশিয়া প্যাসিফিক (APAC) অঞ্চলে সাইবার আক্রমণ মোকাবেলার জন্য একটি নতুন সাইবার নিরাপত্তা হাব চালু করেছে, এই হাব কোথায় অবস্থিত? | উঃ- বেঙ্গালুরু |
√ ১৪) ভারতীয় নৌবাহিনীর বহুপাক্ষিক মহড়া MILAN ২০২২ কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? | উঃ- বিশাখাপত্তনম |
√ ১৫) EX DHARMA GUARDIAN-২০২২ কোন দেশের সাথে ভারতীয় সেনাবাহিনীর একটি বার্ষিক যৌথ সামরিক প্রশিক্ষণ অনুশীলন? | উঃ- জাপান |
√ ১৬) সমগ্র ভারতে বাস্তবায়নের জন্য পাঁচ বছরে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (ABDM) মোট ব্যয় কত? | উঃ- ১৬০০ কোটি রুপি |
√ ১৭) ভারতে কোন দিনটিকে জাতীয় প্রোটিন দিবস হিসেবে পালন করা হয়? | উঃ- ২৭ ফেব্রুয়ারি |
√ ১৮) ভারতে এয়ারলাইন শিল্পের জন্য ‘IATA Pay’ পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) এর সাথে কোন আর্থিক কোম্পানি অংশীদারিত্ব করেছে? | উঃ- Standard Chartered |
√ ১৯) ইউক্রেনের ক্রমবর্ধমান সংকটের মধ্যে ভারত ২০২২ সালে কোন বহুপাক্ষিক মহড়া থেকে সরে এসেছে? | উঃ- কোবরা ওয়ারিয়র |
√ ২০) বিশ্ব এনজিও দিবস প্রতি বছর বিশ্বব্যাপী কোন দিনে পালিত হয়? | উঃ- ২৭ ফেব্রুয়ারি |
√ ২১) ২০২২ সালের জাতীয় প্রোটিন দিবসের থিম কী? | উঃ- ফুড ফিউচারিজম |
√ ২২) ২০২২ সালে মেক্সিকান ওপেন টেনিস টুর্নামেন্টের বিজয়ীর নাম কি? |
উঃ- রাফায়েল নাদাল |
√ ২৩) ২০২২ সালে সিঙ্গাপুরে আন্তর্জাতিক ওয়েটলিফটিং টুর্নামেন্ট -এ ভারত কয়টি স্বর্ণপদক জিতেছে? | উঃ- ৬ টি |
√ ২৪) ভারতে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনে পালিত হয়? | উঃ- ২৮ ফেব্রুয়ারি |
√ ২৫) ভারতের কোন বিমানবন্দরটি ২০২২ সালের মার্চ মাসে ভারতের পাওয়ার পজিটিভ বিমানবন্দরের মর্যাদা পেতে চলেছে? | উঃ- কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর |
Weekly current affairs 2022 PDF February 4th week Download pdf
আরও পড়ুন |
|
|