Current Affairs

 Current affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মার্চ ২০২২, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৩-২০২২ তারিখ থেকে ০৭-০৩-২০২২ তারিখ পর্যন্ত মার্চ মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – মার্চ, সপ্তাহ – প্রথম, (০১-০৩-২০২২ থেকে ০৭-০৩-২০২২)

√  ১) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর নতুন চেয়ারপার্সন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ- Madhabi Puri Buch

  ২) জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) এর  অনুমান অনুসারে ২০২১-২২ এ ভারতের জিডিপি বৃদ্ধির হার কত হতে পারে?

উঃ- ৮.৯%
  ৩) প্রতি বছর বৈষম্যহীন দিবস কবে পালন করা হয়? উঃ- ১ মার্চ
  ৪) কোন দেশ ৩১-তম দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস আয়োজন করবে?  উঃ- ভিয়েতনাম
  ৫) ভারতের প্রথম ই-বর্জ্য ইকো-পার্ক কোথায় তৈরি হতে চলেছে? উঃ- দিল্লী
  ৬) রাস্তার পশুদের জন্য ভারতের কোন শহরে প্রথম অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে? উঃ- চেন্নাই
  ৭) ২০২২ সালে ভারতীয় বিমান বাহিনী (IAF) কোন জায়গায় বায়ু শক্তি অনুশীলন করবে? উঃ- জয়সলমীর
  ৮) ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) কোন কোম্পানির সাথে চুক্তি করেছে যাতে ভারতীয় স্টার্টআপগুলিকে বিশ্ব বাজারের জন্য অ্যাপ এবং গেম তৈরির প্রশিক্ষণ দেওয়া যায়? উঃ- Google
  ৯) সম্প্রতি ২০২২ সালে কায়রোতে ISSF বিশ্বকাপে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন কোন ভারতীয় শ্যুটার? উঃ- সৌরভ চৌধুরী
  ১০) প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়? উঃ- ৩ মার্চ

 

 

  ১১) সম্প্রতি ২০২২ সালে মহাশিবরাত্রি উপলক্ষ্যে কোন ভারতীয় শহরে ১০ মিনিটে ১১.৭১ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে গিনেস রেকর্ড তৈরি হয়েছে? উঃ- Ujjain
  ১২) কোন গাড়ি নির্মাতা সংস্থা গ্রামীন গ্রাহকদের জন্য অনুভব নামের ভ্রাম্যমান সোরুম এর ব্যবস্থা করেছে?  উঃ- টাটা মোটর্স
  ১৩) ভারতীয় জীবন বীমা নিগম (LIC) এর প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- সুনীল আগরওয়াল
  ১৪) বছরের কোন দিনে জাতীয় নিরাপত্তা দিবস পালিত হয়? উঃ- ৪ মার্চ
  ১৫) ভারতের স্বাস্থ্যসেবা খাতের জন্য Axis Bank কত পরিমাণ ঋণ অনুমোদন করেছে? উঃ- ১৫০ মিলিয়ন ডলার
  ১৬) ১২১ টি চার্জিং পয়েন্ট সহ ভারতের বৃহত্তম ৪ চাকার ইলেকট্রিক চার্জিং স্টেশন, কোন শহরে চালু করা হয়েছে? উঃ- গুরুগ্রাম
  ১৭) কোন কোম্পানি তার আসন্ন বৈদ্যুতিক গাড়ির জন্য “Vida” নামের একটি নতুন ব্র্যান্ড নেম চালু করেছে? উঃ- হিরো মোটর কর্প
  ১৮) সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত অস্ট্রেলিয়ান স্পিনার সেন ওয়ার্ন, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৫২ বছর
  ১৯) ভারতীয় রেলওয়ে তার দেশীয়ভাবে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (ATP) সিস্টেম চালু করার পরিকল্পনা করেছে। এই সিস্টেমের নাম কি? উঃ- কবচ
  ২০) ভারতীয় নৌবাহিনী কোন স্টেলথ ডেস্ট্রয়ার থেকে বর্ধিত-পাল্লার ল্যান্ড-অ্যাটাক ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে? উঃ- আই এন এস চেন্নাই

 

 

√  ২১) ২০২২ সালে OCEANS সম্মেলন ও প্রদর্শনী কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? উঃ- চেন্নাই

  ২২) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (DMD) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উঃ- Nitin Chugh

 

 

Weekly current affairs 2022 PDF March 1st week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।