Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুন ২০২২, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৬-২০২২ তারিখ থেকে ১৫-০৬-২০২২ তারিখ পর্যন্ত জুন মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – জুন, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০৬-২০২২ থেকে ১৫-০৬-২০২২)

√  ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক মহাসাগর দিবস পালন করা হয়?  উঃ- ০৮ জুন

  ২) ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইন্সটিটিউট এর নতুন চেয়ারম্যান কে হলেন? 

উঃ- Satish Pai
  ৩) সম্প্রতি ভারত কোথায় নিউক্লিয়ার ক্যাপাবেল অগ্নি-৪ মিসাইল পরীক্ষা করেছে?  উঃ- ওডিশা তে
  ৪) সম্প্রতি ইউনিয়ন ডিফেন্স মিনিস্টার এবং DAC সেনাবাহিনীর অস্ত্র কেনার জন্য কত পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?  উঃ- ৭৬,৩৯০ কোটি
  ৫) ভারতের কোন স্থানে মারুতি সুজুকি ২০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন এশিয়ার বৃহত্তম সোলার প্লান্ট স্থাপন করেছে? উঃ- Manesar
  ৬) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর হলেন কে?  উঃ- অলোক কুমার
  ৭) প্রতি বছর কোন দিনে বিশ্বজুড়ে আন্তর্জাতিক স্বীকৃতি দিবস পালন করা হয়?  উঃ- ০৯ জুন
  ৮) সম্প্রতি প্রয়াত হলেন সনি কোম্পানির প্রাক্তন সি ই ও Nobuyuki Idei, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৪ বছর
  ৯) প্রতিরক্ষা মন্ত্রী DRDO এর TDF স্কিম এর জন্য কত পরিমান অর্থ বরাদ্দ করেছে?  উঃ- ৫০ কোটি
  ১০) সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ক্রিকেটার মিতালী রাজ। তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৩৯ বছর

 

 

  ১১) ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া সম্প্রতি ৭৫ কিমি রাস্তা কত সময়ে বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে?  উঃ- ১০৫ ঘন্টা
  ১২) ভারতের প্রথম ক্রিপ্টো এর নাম কি?  উঃ- CRE 8
  ১৩) আই এম এফ এর এশিয়া প্যাসিফিক রিজিয়ন এর হেড কে হলেন?  উঃ- কৃষ্ণ শ্রিনিবাসন
  ১৪) ইন্দো-ইউ কে কালচার প্লাটফর্ম এর অ্যাম্ব্যাসাডর কে হলেন?  উঃ- A.R. Rahman 
  ১৫) সম্প্রতি রাজস্থান সরকার গর্ভবতী মহিলাদের জন্য যে হেলথ কেয়ার অভিযান চালু করেছে তার নাম কি?  উঃ- আঁচল
  ১৬) কোথায় বিশ্বের প্রথম রাইট টু রিপেয়ার ল ফর ডিজিটাল ইলেকট্রনিক্স আইন পাশ করা হল?  উঃ- নিউ ইয়র্ক
  ১৭) ৪৪ তম দাবা অলিম্পিকের ম্যাসকট কি?  উঃ- ঘোড়া
  ১৮) ভারতের কোন রাজ্য প্রথম ড্রোনের জন্য পলিসি নিয়ে আসল?  উঃ- হিমাচল প্রদেশ
  ১৯) প্রতি বছর কোন দিনে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয়?  উঃ- ১২ জুন
  ২০) ভারতীয় এডুকেশনাল মেটাভার্স পলিভার্সিটি চালু করল কোন মন্ত্রনালয়?   উঃ- শিক্ষা মন্ত্রণালয়

 

 

 

√  ২১) বিশ্ব ইনভেস্টমেন্ট রিপোর্ট এ ভারতের স্থান কত?  উঃ- সপ্তম
  ২২) ভারতের কোন রাজ্য কৃষকদের সাহায্যের জন্য Yantra Seva Scheme চালু করেছে?  উঃ- অন্ধ্র প্রদেশ
  ২৩) DSDP এক্সিলেন্স অ্যাওয়ার্ড এর দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?  উঃ- দিল্লী
√  ২৪) কার্ডলেস ই এম আই এর জন্য ICICI ব্যাঙ্ক কোন কোম্পানির সাথে চুক্তি করেছে?  উঃ- Zest Money
  ২৫) ভারতের প্রথম প্রাণিদের জন্য তৈরি কোভিড ভ্যাকসিন এর নাম কি?  উঃ- Anocovax
  ২৬) কোন দেশ এখনও পর্যন্ত চাঁদের সবচেয়ে বেশি ইনফর্মেশান সম্পন্ন ম্যাপ প্রকাশ করল?  উঃ- চিন
√  ২৭) নরওয়ে তে ওপেন চেস টুর্নামেন্ট এ গ্রুপ এ তে জয়লাভ করলেন কোন ভারতীয়?  উঃ- R Praggnanandhaa
  ২৮) আর বি এল ব্যাঙ্ক এর নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও কে হলেন?  উঃ- R Subramaniakumar
  ২৯) কাস্টমার রিটেল ফাইন্যান্স এর জন্য Ather Energy কোম্পানি কোন ব্যাঙ্ক এর সাথে অংশীদারিত্ব করল?  উঃ- SBI
  ৩০) চাইনিজ কোম্পানি Tencent ফ্লিপকার্ট এ কত পরিমাণ অংশীদারিত্ব কিনল?  উঃ- ২০৬০ কোটি রুপি

 

 

√  ৩১) ১২ তম ওয়ার্ল্ড ট্রেড ওর্গানাইজেশান মিনিস্টেরিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হইয়েছে?  উঃ- জেনেভা
  ৩২) ভারতের ৭৪ তম গ্রান্ডমাস্টার কে হলেন?  উঃ- রাহুল শ্রীবাস্তব
  ৩৩) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালন করা হয়?  উঃ- ১৪ জুন
√  ৩৪) ২০২২ সালে আজারবাইজান গ্রান্ড প্রিক্স জিতলেন কে?  উঃ- Max Verstappen
  ৩৫) দুইবার এশিয়ান গেমস এ স্বর্ণ পদক জয়ী ম্যারাথন দৌড়বিদ হরি চাঁদ প্রয়াত হলেন, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৬৯ বছর
  ৩৬) ভারতের প্রথম সেন্ট্রালাইসড এ সি রেলওয়ে টার্মিনাল কোথায় চালু হল?  উঃ- ব্যাঙ্গালোর
√  ৩৭) কত বছর পর মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার সম্পূর্ণ্রুপে বন্ধ হতে চলেছে?  উঃ- ২৭ বছর
  ৩৮) ভারতের প্রথম ব্লকচেইন বেসড ইউপি আই কোম্পানির নাম কি?  উঃ- X Pay
  ৩৯) কোন দেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম খনিজ তেল প্রদানকারী দেশ হয়েছে?  উঃ- রাশিয়া

 

 

Weekly Current Affairs 2022 PDF June 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।