Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মে ২০২২, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৫-২০২২ তারিখ থেকে ৩১-০৫-২০২২ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – মে, সপ্তাহ – চতুর্থ, (২৩-০৫-২০২২ থেকে ৩১-০৫-২০২২)

√  ১) কোন রাজ্যের হকি দল ১২ তম সিনিয়র মহিলা হকি টুর্নামেন্ট জিতেছে?  উঃ- ওডিশা

  ২) বায়োটেক রিসার্চ BioRRAP পোর্টাল চালু করলেন কে? 

উঃ-ডঃ জিতেন্দ্র সিংহ
  ৩) স্প্যানিশ গ্রান্ড প্রিক্স জিতলেন কে?  উঃ- Max Verstappen 
  ৪) অ্যামাজন সম্ভব এনার্জি উদ্যোকতা কম্পিটিশান জিতলেন কে?   উঃ- জিনিয়াস এনার্জি
  ৫) কোন রাজ্যের হকি দল সাবজুনিয়র মহিলা হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে?  উঃ- হরিয়ানা
  ৬) কোন দেশ সর্বপ্রথম মাংকি পক্স এর জন্য কোয়ারেন্টাইন এর কথা ঘোষণা করেছে?  উঃ- বেলজিয়াম
  ৭) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক কচ্ছপ দিবস (Turtle Day) পালন করা হয়?  উঃ- ২৩ মে
  ৮) সম্প্রতি প্রয়াত হলেন প্রাক্তন কমিউনিস্ট নেতা শিবাজি পট্টনায়ক, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল ?  উঃ- ৯৩ বছর
  ৯) সম্প্রতি কোন সরকার তাদের ফায়ারফাইটিং ডিপার্ট্মেন্ট এ রোবট এর ব্যাবহার শুরু করেছে?  উঃ- দিল্লী
  ১০) আই পি এল এর ইতিহাসে কোন খেলোয়াড় ৭০০ টি বাউন্ডারি (চার) মেরেছেন?  উঃ- শিখর ধবন 

 

 

  ১১) ভারতের কোন রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে ড্রোনের ব্যবহার করা শুরু করেছে?  উঃ-  উত্তরাখন্ড
  ১২) মহারাষ্ট্র সরকার সম্প্রতি ২৩ টি কোম্পানির সাথে মোট কত পরিমাণ অর্থের চুক্তি করেছে?  উঃ- ৩০,০০০ কোটি
  ১৩) প্রতি বছর কোন দিনে বিশ্ব ব্যাপি মিসিং চিল্ড্রেনস ডে পালন করা হয়?  উঃ- ২৬ মে
  ১৪) ভারতের কোন শহর মেট্রো সিটি হিসেবে প্রথম বায়োডাইভার্সিটি রজিস্টার পেতে চলেছে?  উঃ- কলকাতা 
  ১৫) ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি টি বি ইনফেকশান স্কিন টেস্ট চালু করেছে এর নাম কি?  উঃ- C-TB
  ১৬) ভারতের প্রথম ল্যাভেন্ডার ফেস্টিভাল কোথায় উদ্বোধন করা হয়েছে? উঃ- Bhaderwah
  ১৭) ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতল কোন দল?  উঃ- গুজরাট টাইটানস
  ১৮) সম্প্রতি আততায়ীর গুলিতে নিহত হলেন বিখ্যাত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা, মৃত্যুকালে তাঁর বয়স কত ছিল?  উঃ- ২৯ বছর
  ১৯) সম্প্রতি ভারতীয় নৌসেনা এর কোন জাহাজ কে ডি-কমিশান করা হল?  উঃ- আই এন এস গোমতী
  ২০) ভারতের কোন রাজ্যে ভারতের বৃহত্তম আকরিক স্বর্ণ ভান্ডার রয়েছে? উঃ- বিহার

 

 

 

√  ২১) প্রতি বছর কোন দিনে বিশ্ব ব্যাপি নো টোবাকো ডে পালন করা হয়?  উঃ- ৩১ মে
  ২২) লাইফ ইন্সুরেন্স কর্পোরেশানপ অব ইন্ডিয়া সেভিংস লাইফ ইন্সুরেন্স প্লান চালু করেছে, এর নাম কি?  উঃ- বিমা রত্ন
  ২৩) ইউনিসেফ কর্তৃক টিকাদান চ্যাম্পিয়নশীপ পুরস্কার জিতেছেন কে?  উঃ- RJ Umar
  ২৪) মোনাকো গ্রান্ড প্রিক্স কে জিতেছেন?  উঃ- Sergio Perez
  ২৫) প্রয়াত হলেন কিংবদন্তী নেপথ্য শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কে কে), মৃত্যকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৫৩ বছর

 

Weekly Current Affairs 2022 PDF May 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।