Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, নভেম্বর ২০২২, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-১১-২০২২ তারিখ থেকে ৩০-১১-২০২২ তারিখ পর্যন্ত নভেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF BengaliContents মাস – নভেম্বর, সপ্তাহ – চতুর্থ, ( ২৩-১১-২০২২ থেকে ৩০-১১-২০২২) |
√ ১) UNESCO ইন্ডিয়া-আফ্রিকা হ্যাকাথন এর উদ্বোধন করলেন কে? | উঃ- যোগি আদিত্যনাথ |
√ ২) সম্প্রতি কোন পেমেন্টস ব্যাঙ্ক ফেস অথেন্টিকেশান KYC চালু করল? |
উঃ- এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক |
√ ৩) ২০২২ সালের ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- দিল্লী |
√ ৪) খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশান এর CEO পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Vinit Kumar |
√ ৫) প্রতি বছর কোন দিনে নারী সহিংসতা বিরোধী দিবস পালন করা হয়? | উঃ- ২৫ নভেম্বর |
√ ৬) সম্প্রতি টাটা কোম্পানি বিসলেরি কোম্পানিকে কত পরিমাণ রুপি তে অধিগ্রহণ করল? | উঃ- ৭০০০ কোটি রুপি |
√ ৭) ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কোন ব্যাক্তিকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করল? | উঃ- রাজেন্দ্র পাওয়ার |
√ ৮) সম্প্রতি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক অনুশীলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? | উঃ- Karawang |
√ ৯) ভারত এ প্রতি বছর কোন দিনে জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয়? | উঃ- ২৬ নভেম্বর |
√ ১০) সম্প্রতি কাতার ও চিন কত বছরের জন্য গ্যাস চুক্তি সম্পন্ন করল? | উঃ- ২৭ বছর |
√ ১১) ২০২১-২০২২ বর্ষে কতগুলি বিদ্যালয়কে স্বচ্ছ বিদ্যালয় এর পুরষ্কার দেওয়া হয়েছে? | উঃ- ৩৯ টি |
√ ১২) প্রথম পুরুষ ফুটবল খেলোয়াড় হিসেবে কে ৫ টি বিশ্বকাপ এ গোল করেছেন? | উঃ- রোনাল্ডো |
√ ১৩) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিডার দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? | উঃ- নরেন্দ্র মোদি |
√ ১৪) প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা বিক্রম গোখলে, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৭৭ বছর |
√ ১৫) আন্তর্জাতিক ইয়ুথ বক্সিং চ্যাম্পিয়নশিপ এ ভারতের খেলোয়াড়রা কোন পদক জয়লাভ করেছে? | উঃ- স্বর্ণ পদক |
√ ১৬) ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশান এর প্রথম মহিলা প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? | উঃ- P.T. Usha |
√ ১৭) জি-২০ শেরপা মিটিং অনুষ্ঠিত হতে চলেছে কোথায় ? | উঃ- উদয়পুর |
√ ১৮) সপ্তম গ্লোবাল টেকনলজি সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- দিল্লী |
√ ১৯) সম্প্রতি ওডিশা অ্যানিমিয়া নির্মূলকরণ প্রোগ্রাম চালু করেছে, এর নাম কি? | উঃ- AMLAN |
√ ২০) ভারত ও মালেশিয়া এর যৌথ সামরিক অনুশীলন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- Pulai, Kulang, Malaysia |
√ ২১) সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড়ো সক্রিয় আগ্নেয়গিরি জেগে উঠেছে, এই আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? | উঃ- হাওয়াই |
√ ২২) ভারতের প্রথম প্রাইভেট রকেট লঞ্চপ্যাড চালু করল কোন কোম্পানি? | উঃ- অগ্নিকুল কসমস |
√ ২৩) সম্প্রতি কোন ইরানিয়ান সিনেমা UNESCO গান্ধী পুরষ্কার জিতল? | উঃ- Nargesi |
√ ২৪) প্রতি বছর কোন দিনটিকে লাল গ্রহ দিবস হিসেবে পালন করা হয়? | উঃ- ২৮ নভেম্বর |
√ ২৫) সম্প্রতি অস্ট্রেলিয়ার কোন আকর্ষন কে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হল? | উঃ- গ্রেট ব্যারিয়ার রিফ |
আরও পড়ুন |
|
|