Current Affairs 2023

Current affairs 2023 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ,  ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, এপ্রিল ২০২৩, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৪-২০২৩ তারিখ থেকে ৩০-০৪-২০২৩ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Current affairs 2023 বাংলা

মাস – এপ্রিল, সপ্তাহ – চতুর্থ, (২৩-০৪-২০২৩ থেকে ৩০-০৪-২০২৩)

 ১) সম্প্রতি ভারতের হয়ে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়শিপ এ স্বর্ণ পদক জিতলেন কে?   উঃ- জ্যোতি সুরেখা

  ২) ভারতের প্রথম “ওয়াটার মেট্রো” পরিষেবা কোন রাজ্যে উদ্বোধন করা হল?

উঃ- কেরালা
  ৩) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক পুস্তক দিবস এবং আন্তর্জাতিক কপিরাইট দিবস পালন করা হয়? উঃ- ২৩ এপ্রিল
  ৪) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলাশয় আছে?   উঃ-  পশ্চিমবঙ্গ
  ৫) প্রতি বছর বিশ্ব টিকাদান সপ্তাহ পালন করা হয় কবে?  উঃ- ২৪ থেকে ৩০ এপ্রিল
  ৬) কোন ভারতিয় রাজ্য সর্ব প্রথম অজ্ঞাত মৃতদেহগুলির DNA ডাটাবেস তৈরি করল?  উঃ- হিমাচল প্রদেশ
  ৭) সম্প্রতি কোন দেশ ভারতের সাহায্যে তাদের দেশের প্রথম তৈল শোধনাগার তৈরি অরতে চলেছে?  উঃ- মঙ্গোলিয়া
  ৮) সংঘাতে জর্জরিত সুদান থেকে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার যে উদ্ধার অভিযান শুরু করেছে তার নাম কি?  উঃ- ওপারেশান কেবেরি 
  ৯) সম্প্রতি কোন ভারতীয় ব্যক্তিত্ব কে সর্বোচ্চ অস্ট্রেলিয়ান সিভিল সম্মানে সম্মানিত করা হল?  উঃ- রতন টাটা
  ১০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক প্রতিনিধি দিবস পালন করা হয়?  উঃ- ২৫ এপ্রিল

Current affairs 2023 বাংলা, এপ্রিল দ্বিতীয় সপ্তাহ

 

 

  ১১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ম্যালেরিয়া দিবস পালন করা হয়?  উঃ- ২৫ এপ্রিল
  ১২) সম্প্রতি রিলায়েন্স রিটেল তাদের খেলনা ব্যবসার জন্য কোন স্থানীয় খেলনা প্রস্তুতকারী সংস্থার সাথে চুক্তি বদ্ধ হয়েছে?  উঃ- Circle E Retail
  ১৩) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক চেরেনোবিল দুর্ঘটনা স্মরণ দিবস পালন করা হয়? উঃ- ২৬ এপ্রিল
  ১৪ বাংলাদেশের ২২ তম প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করলেন কে?  উঃ- সাহাবুদ্দিন ছুপ্পু
  ১৫) সম্প্রতি কোন দেশের স্বাস্থ্য মন্ত্রক তাদের দেশে প্রথম বার অ্যাবরশন পিল এর মান্যতা দিল?  উঃ- জাপান
  ১৬) সম্প্রতি ভারত সরকার কোয়ান্টাম টেকনলজির জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করল?  উঃ- ৬০০৩.৬৫ কোটি রুপি
  ১৭) বর্ডার রোড অর্গানাইজেশান কোন গ্রামটিকে ভারতের প্রথম গ্রাম হিসবে শনাক্ত করেছে?  উঃ- মানা
  ১৮) ভারতের কোন রাজ্য তাদের রাজ্যে খেলার উদ্যোগ বাড়ানোর জন্য “One Panchayat, One Playground” নামক প্রজেক্ট চালু করেছে? উঃ- কেরালা
  ১৯) ২০২৩ থেকে ২০২৪ সালে NASSCOM-এর চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- অনন্ত মহেশ্বরী
  ২০) ২০২৩ সালে অনুষ্ঠিত লন্ডন ম্যারাথন এ বিজয়ীর নাম কি?  উঃ- Kelvin Kiptum

 

 

Current affairs 2023 বাংলা, এপ্রিল তৃতীয় সপ্তাহ

 

  ২১) ২০২৩ সালের মে মাসে কোন দেশ কোয়াড লিডারশিপ সামিট আয়োজন করবে? উঃ- অস্ট্রেলিয়া
  ২২) ARCs এর নতুন চিফ এক্সেকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?  উঃ- হরি হর মিশ্র
  ২৩) মার্কিন যুক্ত্রাষ্ট্রের কোন রাজ্যে ভারতীয় দীপাবলি কে একটি উৎসব এর মর্যাদা দেওয়া হল এবং সরকারি ছুটি ঘোষণা করা হল?  উঃ- পেনসিলভানিয়া
  ২৪) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়?  উঃ- ২৯ এপ্রিল
  ২৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ভেটেরিনারি দিবস পালন করা হয়?  উঃ- ২৯ এপ্রিল
  ২৬) ভারতীয় জীবন বিমা নিগম (LIC) এর চেয়্যারম্যান পদে কে নিযুক্ত হলেন?    উঃ- সিদ্ধার্ত মোহান্তি
  ২৭) সম্প্রতি কোন এয়ারলাইন কোম্পানি বিশ্বের প্রথম রোবোটিক চেক ইন অ্যাসিস্ট্যান্ট চালু করল?  উঃ- এমিরেট এয়ারলাইন্স

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।