Current Affairs

  Current Affairs 2023 এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, মার্চ ২০২৩, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৩-২০২৩ তারিখ থেকে ২২-০৩-২০২৩ তারিখ পর্যন্ত মার্চ মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

Weekly Current Affairs Bengali

মাস – মার্চ, সপ্তাহ – তৃতীয়, ( ১৬-০৩-২০২৩ থেকে ২২-০৩-২০২৩)

√  ১) এশিয়ার বৃহত্তম খাদ্য ও আতিথেয়তা উৎসব কোথায় শুরু হল?  উঃ- দিল্লি

  ২) ভারতে মার্কিন যুক্তরাষ্ট্র এর নতুন রাজদুত হিসেবে কে নিযুক্ত হলেন? 

উঃ- Eric Garcetti 
  ৩) গ্লোবাল টেরোরিজম ইনডেক্স 2023-এ কোন দেশ শীর্ষে আছে? উঃ- আফগানিস্তান
  ৪) সর্বপ্রথম মার্কিন বিমান বাহিনীর সহকারী প্রতিরক্ষা সচিব হিসাবে নাম দেওয়া হয়েছে এমন ভারতীয়-আমেরিকান ব্যক্তির নাম কি?   উঃ- রবি চৌধুরি 
  ৫) গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৩ এ ভারতের স্থান কত?  উঃ- সিঙ্গাপুর এয়ারপোর্ট
  ৬) ভারতে প্রতি বছর কোন দিনে জাতীয় টিকাকরন দিবস পালন করা হয়? উঃ- ১৬ মার্চ
  ৭) সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন ভায়াকম ১৮ এর ব্রান্ড অ্যামব্যসাডর হিসবে নিযুক্ত হলেন?  উঃ- মহেন্দ্র সিং ধনি
  ৮) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক নিদ্রা দিবস পালন করা হয়? উঃ- ১৭ মার্চ
  ৯) সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য প্রথম মহিলা লোকো পাইলট হয়েছেন কে? উঃ- সুরেখা যাদব
  ১০) FIFA এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?  উঃ- Gianni Infantino

 

 

  ১১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক রিসাইক্লিং দিবস পালন করা হয়?  উঃ- ১৮ মার্চ
  ১২) কোন ভারতীয় কোম্পানি সর্বপ্রথম দেশীয় পদ্ধতিতে চতুর্মুখী রোবট তৈরি করল?   উঃ- Svaya Robotics
  ১৩) ২০২৩ সালে সরস্বতী সম্মানের বিজয়ী কে? উঃ- তামিল লেখক শিবশঙ্করী 
  ১৪) কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন?  উঃ- Tim Paine 
  ১৫) গ্লোবাল মিলেট কংগ্রেস কোথায় শুরু হল?   উঃ- নতুন দিল্লী 
  ১৬) কোন দল ২০২২-২০২৩ ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে? উঃ- মোহনবাগান 
  ১৭) প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে পালন করা হয়? উঃ- ২০ মার্চ  
  ১৮) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ওরাল হেলথ দিবস পালন করা হয়?  উঃ- ২০ মার্চ
  ১৯) ২০২৩ সালে সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স জিতলেন কে? উঃ- Sergio Perez
  ২০) কটন কর্পোরেশান অব ইন্ডিয়া এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?   উঃ- ললিত কুমার গুপ্ত

 

 

 

  ২১) সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে ATP মাস্টার্স ১০০০ এর খেতাব জিতলেন কে?  উঃ- রোহান বোপান্না
  ২২) কোন দিনে প্রতি বছর আন্তর্জাতিক কবিতা দিবস পালন করা হয়?  উঃ- ২১ মার্চ
  ২৩) আন্তর্জাতিক অরণ্য দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয়?  উঃ- ২১ মার্চ
  ২৪) ২০২৩ সালের আন্তর্জাতিক হ্যাপিনেস ইনডেক্স এ প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?  উঃ- ফিনল্যান্ড 
  ২৫)  ২০২৩ সালের আন্তর্জাতিক হ্যাপিনেস ইনডেক্স এ ভারতের স্থান কত?  উঃ- ১২৬ তম
  ২৬) কেরালা এর প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হলেন কে?  উঃ- পদ্ম লক্ষ্মী 
  ২৭) প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক জল দিবস হিসেবে পালন করা হয়? উঃ- ২২ মার্চ  
  ২৮) এশিয়ার সবচেয়ে বড়ো লিকুইড মিরর টেলিস্কোপ কোথায় উন্মোচন করা হল?  উঃ- উত্তরাখন্ড 
  ২৯) সিএট টায়ারস এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- অর্ণব ব্যানার্জি 
  ৩০) আফ্রিকা-ভারত ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ কোথায় আয়োজিত হয়েছে? উঃ- পুণে

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।