Current Affairs 2023 Bangla
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক, পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি।
আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, মে ২০২৩, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৫-২০২৩ তারিখ থেকে ২২-০৫-২০২৩ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Current affairs 2023 বাংলামাস – মে, সপ্তাহ – তৃতীয়, (১৬-০৫-২০২৩ থেকে ২২-০৫-২০২৩) |
১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক আলো দিবস পালন করা হয়? | উঃ- ১৬ মে |
২) UPSC এর চেয়্যারম্যান পদে কে শপথ নিতে চলেছেন? |
উঃ- মনোজ সোনি |
৩) ডুরোফ্লেক্স এর ব্রান্ড অ্যামব্যাসাডর পদে কে নিযুক্ত হলেন? | উঃ- বিরাট কোহলি |
৪) প্রতি বছর কোন দিনে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনফর্মেশান সস্যাইটি ডে হিসেবে পালন করা হয়? | উঃ- ১৭ মে |
৫) সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া “সমুদ্র-শক্তি” অনুষ্ঠিত হল? | উঃ- ইন্দোনেশিয়া |
৬) প্রতি বছর কোন দিনে ভারতে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হয়? | উঃ- ১৭ মে |
৭) সম্প্রতি হিন্দুস্থান পেট্রোলিয়ান কর্পোরেশান লিমিটেড ভারতের কোন রাজ্যে ৫০০ কোটি রুপি মুল্যের ইথানল প্লান্ট সেটাপ করল? | উঃ- হিমাচল প্রদেশ |
৮) আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালন করা হয়? | উঃ- ১৮ মে |
৯) সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কে সম্পুর্ণ রুপে অধিগ্রহণ করল? | উঃ- রিলায়েন্স রিটেল |
১০) সম্প্রতি টাটা সন্স এর চেয়্যারম্যান এন. চন্দ্রশেখরন কোন দেশের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড গ্রহণ করলেন? | উঃ- ফ্রান্স |
Current affairs 2023 বাংলা, মে দ্বিতীয় সপ্তাহ
১১) কোন নেপালি শেরপা ২৭ বার এভারেস্ট এ আরোহন করে রেকর্ড গড়েছেন? | উঃ- কামি রিতা |
১২) সম্প্রতি অ্যামাজন ওয়েব সার্ভিসেস ভারতে কত পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে? | উঃ- ১২.৭ বিলিয়ন |
১৩) সম্প্রতি রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কত রুপি এর নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করল? | উঃ- ২০০০ রুপি নোট |
১৪ প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক মৌমাছি দিবস পালন করা হয়? | উঃ- ২০ মে |
১৫) রাস্কিন বন্ড এর লেখা নতুন বই এর নাম কি? | উঃ- দি গোল্ডেন ইয়ারস |
১৬) সম্প্রতি ভারত কোন দেশের সাথে যুক্ত হয়ে “অপারেশান করুনা” শুরু করেছে? | উঃ- মায়ানমার |
১৭) ভারত প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক অ্যান্টি টেররিসম ডে পালন করা হয়? | উঃ- ২১ মে |
১৮) ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি প্রতি বছর কোন দিনে পালন করা হয়? | উঃ- ২২ মে |
১৯) ২০২৩ এ ইটালিয়ান ওপেন এ প্রথম স্থান দখল করলেন কে? | উঃ- ড্যানিল মেদভেদেভ ( Daniil Medvedev ) |
আরও পড়ুন |
|