May Current Affairs 2023

May Current Affairs 2023 Bangla

 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ,  ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, মে ২০২৩, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৫-২০২৩ তারিখ থেকে ৩১-০৫-২০২৩ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

May Current affairs 2023 বাংলা

মাস – মে, সপ্তাহ – চতুর্থ, (২৩-০৫-২০২৩ থেকে ৩১-০৫-২০২৩)

 ১) জ্যাভেলিন থ্রো তে সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছেন কে?  উঃ- নিরাজ চোপড়া

  ২) সম্প্রতি TCS আর্টিফিসিয়াল ইন্টেনিজেন্স ইমপ্লিমেন্ট করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করেছে? 

উঃ- গুগোল ক্লাউড
  ৩) সম্প্রতি আই আই টি মাদ্রাস কোন দেশের সাথে চুক্তি বদ্ধ হয়ে ওয়াটার টেকনলজি সেন্টার তৈরি করতে চলেছে?  উঃ- ইসরায়েল
  ৪) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক কচ্ছপ ডে পালন করা হয়?   উঃ- ২৩ মে
  ৫) ভারতীয় ক্রিকেট দল এর কিট স্পন্সর হল কোন কোম্পানি?  উঃ- এডিডাস
  ৬) সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী কোন দুই দেশের সর্বোচ্চ সম্মান গ্রহণ করলেন?   উঃ- পাপুয়া নিউ গিনি ও ফিজি
  ৭) সৌরভ গাঙ্গুলি সম্প্রতি কোন রাজ্যের টুরিসম এর ব্রান্ড অ্যামব্যাসাডর হলেন?  উঃ- ত্রিপুরা
  ৮) সম্প্রতি ভারত বাংলাদেশ কে কতগুলি রেল ইঞ্জিন প্রদান করল?  উঃ- ২০ টি
  ৯) বাস্কেটবল ফেডেরেশান অব ইন্ডিয়া এর নতুন প্রেসিডেন্ট কে হলেন?  উঃ- ডক্টর কে. গোবিন্দরাজ
  ১০) ভারতের প্রথম সম্পূর্ণ রুপে ই-গভার্ন্ড রাজ্য কোনটি?  উঃ- কেরালা

May Current affairs 2023 বাংলা, তৃতীয় সপ্তাহ

 

 

  ১১) ওয়ার্ল্ড থাইরয়েড অ্যাওয়ারনেস ডে কবে পালন করা হয়?  উঃ- ২৫ মে
  ১২) সম্প্রতি কে নকল পা এর সাহায্যে এভারেস্ট জয় করলেন?  উঃ- হরি বুদ্ধ মাগার
  ১৩) সম্প্রতি কোন কোম্পানি ফিচার ফোনের জন্য ইউ পি আই সার্ভিস চালু করল?  উঃ- Gupshup
  ১৪ সম্প্রতি নিলাম এ টিপু সুলতান এর তলোয়ার এর দর কত উটল?  উঃ- ১৪ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড
  ১৫) আই ডি বি আই ব্যাঙ্ক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?  উঃ- Jayakumar S. Pillai
  ১৬) প্রথম আর্বান ক্লাইমেট ফিল্ম ফেস্টিভাল কোথায় শুরু হতে চলেছে?  উঃ- কলকাতা
  ১৭) ভারত সরকার সম্প্রতি কত রুপি এর কয়েন তৈরি করতে চলেছে?  উঃ- ৭৫ রুপি
  ১৮)  সম্প্রতি সুপারবেট র‌্যাপিড এবং ব্লিটজ পোল্যান্ড জিতলেন কে?  উঃ- ম্যাগনাস কার্লসন
  ১৯) সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার আই পি এল থেকে অবসর গ্রহণ করলেন?  উঃ- অম্বাতি রাইডু
  ১৯) মোনাকো গ্রান্ড প্রিক্স জিতলেন কে?  উঃ- Max Verstappen

 

May Current affairs 2023 বাংলা, দ্বিতীয় সপ্তাহ

 

 

  ২১) কর্ণাটক ব্যাঙ্ক এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- শ্রীকৃষ্ণন হরিহর শর্মা ( Srikrishnan Harihara Sarma )
  ২২) IPL 2023 এর ফাইনাল এ জয়লাভ করল কোন দল?  উঃ- চেন্নাই সুপার কিংস
  ২৩) সম্প্রতি ভারতের ইকনমিক গ্রোথ রেট কত হল?  উঃ- ৭.২%
  ২৪ সম্প্রতি কোন রাজ্যে ১০০% ভাবে প্রধানমন্ত্রী জন ধন যোজনা প্রকল্প টি ইমপ্লিমেন্ট করেছে? উঃ- তেলঙ্গানা
  ২৫) সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কর্তৃক কত পরিমাণ অর্থের জরিমাণা গুনেছে?  উঃ- ৮৪ লক্ষ রুপি
  ২৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক অ্যান্টি টোবাকো ডে পালন করা হয়? উঃ- ৩১ মে
  ২৭) ভারত সরকার সম্প্রতি শ্রীলঙ্কা এর ক্রেডিটা লিন কত পরিমাণ বৃদ্ধি করল?  উঃ- ০১ বিলিয়ন ডলার

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।