সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

মাস – ডিসেম্বর, সপ্তাহ – প্রথম , (০১-১২-২০২০ থেকে – ০৭-১২-২০২০)

 

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন ।

 

১. সম্প্রতি “ফিফা” র‍্যাংকিং এ ভারতের স্থান কত? উঃ – ১০৪
২. সম্প্রতি “পুমা এর গ্লোবাল ব্র্যান্ড অ্যামব্যাসাডর” কে হলেন?  উঃ – দুয়া লিপা
৩. “জাতীয় ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড” এর নতুন চেয়ারম্যান হলেন কে?  উঃ – বর্শা যোশি
৪. ভারত কোন দেশে “শহতুত বাঁধ” তৈরি করতে চলেছে? উঃ – আফগানিস্থান
৫. ভারতের কোন রাজ্য “ওরুনদই” স্কিম চালু করল?  উঃ – আসাম
৬. সম্প্রতি কোন রাজ্যে নতুন লেক “সুর্যধর” এর উদবোধন করা হল?  উঃ – উত্তরাখণ্ড
৭. সম্প্রতি “লিভিংগার্ড এজি” কোম্পানির ব্র্যান্ড অ্যামব্যাসাডর হলেন কে?  উঃ – সৌরভ গাঙ্গুলি 
৮. সম্প্রতি “এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক” এর প্রকাশিত বইটির নাম কি?  উঃ – ফিউচার অফ রেজিওন্যাল কো-অপারেশান ইন এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক
৯. কোন কোম্পানি ব্রহ্মপুত্র নদীর উপরে ভারতের বৃহত্তম সেতু নির্মাণ করতে চলেছে? উঃ – লার্সেন এন্ড টার্বো
১০. সম্প্রতি “এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক” কোন রাজ্যের সাথে পাওয়ার ডিস্ট্রিবিউশান সেক্টরের উন্নতির জন্য চুক্তি স্থাপন করল?  উঃ – মেঘালয়

১১. সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার “ওয়ান ডে ম্যাচে দ্রুততম ২২০০০ রান” এর নতুন রেকর্ড করেছেন?  উঃ – বিরাট কোহলি
১২. সম্প্রতি কোণ দেশ পরিবেশ সুরক্ষার জন্য ভারতের সাথে ‘মৌ’ চুক্তি স্থাপন করল? উঃ – ফিনল্যান্ড
১৩. “হিটম্যানঃ দি রহিত শর্মা স্টোরি” বইটির লেখক কে? উঃ – বিজয় লোকপল্লি এবং জি কৃশঞন
১৪. কোন সংস্থা “কোভিড-১৯” এর ভ্যাকসিন এর ভুল তথ্য ছড়ানো রুখতে “টিম হেলো” অভিযান চালু করেছে? উঃ – ইউনাটেড নেশানস
১৫. সম্প্রতি ‘বাটা’ কোম্পানির গ্লোবাল সি ই ও কে হলেন?  উঃ – সন্দিপ কাটারিয়া
১৬. “ইউনাইটেড স্টেটস এয়ার কোয়ালিটি ইনডেক্স ২০২০” এর হিসেবে পৃথিবীর সবচেয়ে দূষিত শহর কোনটি?  উঃ – লাহোর
১৭. সম্প্রতি কোন দেশ “জলবায়ূ সতর্কতা” জারি করল? উঃ – নিউ জিল্যান্ড
১৮. সম্প্রতি কোন রাজ্য “প্লাস্টিক লাও – মাস্ক পাও” প্রচার অভিযান শুরু করল? উঃ – দিল্লী 
১৯. সম্প্রতি কোন অভিনেতা “পেটা ইন্ডিয়া পার্সন অব দি ইয়ার ২০২০” পুরস্কার দ্বারা সম্মানিত করা হল? উঃ – জন আব্রাহাম
২০. সম্প্রতি প্রকাশিত “ফর্চুন ইন্ডিয়া ২০২০” এর রিপোর্ট অনুযায়ী কোন ভারতীয় কোম্পানি প্রথম স্থান অধিকার করেছে?  উঃ – রিলায়েন্স ইন্ডাস্ট্রিস
২১. সম্প্রতি কোন ফুটবল খেলোয়াড় “১৮ তম গোল্ডেন ফুট পুরস্কার” পেলেন?  উঃ – ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২২. “বর্ডার রোডস ওরগানাইজেশান” এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন?  উঃ – রাজিব চৌধুরি  
২৩. টাইমস অব ইন্ডিয়া কর্তৃক “কিড অব দি ইয়ার” কে হলেন? উঃ – গিতাঞ্জলি রাও 
২৪. সম্প্রতি প্রকাশিত “৪০ ইয়ারস উইথ আব্দুল কালাম – আন্টোল্ড স্টোরিস” বইটির লেখক কে? উঃ – এ.সিবাথানু পিল্লাই
২৫. সম্প্রতি “এফ আই সি সি আই” এর নতুন প্রসিডেন্ট কে নিযুক্ত হলেন? উঃ – উদয় শংকর 
 

২৬. কোন দেশে প্রথম “ল্যাবোরেটরি প্রস্তুত মাংশ” বিক্রি করার অনুমতি দেওয়া হল?  উঃ – সিঙ্গাপুর
২৭. সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে “গ্লোবাল টিচার পুরস্কার” কে পেলেন? উঃ – রঞ্জিতসিং দিসালে
২৮. সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অনলাইন শিক্ষার জন্য ট্যাবলেট দেওয়ার ঘোষণা করল?  উঃ – পশ্চিমবঙ্গ
২৯. মহারাষ্ট্রের  কোন শহরে প্রথম “চাইল্ড-ফ্রেন্ডলি পুলিশ স্টেশান” উদবোধন করা হয়েছে  উঃ – পুনে
৩০. সম্প্রতি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির কোন অভিনেতা ইহলোক ত্যাগ করলেন? উঃ – মনু মুখার্জী  
৩১. কোন ক্রিকেটার “আই সি সি মেন’স টি-২০ ব্যাটিং র‍্যাংকিং” এ প্রথম স্থানে রয়েছেন?  উঃ – দাওয়িদ মালান
৩২. সম্প্রতি “ফিট ইন্ডিয়া মুভমেন্ট” এর অ্যামব্যাসাডর হলেন কে? উঃ – কুলদিপ হান্ডো
৩৩. সম্প্রতি “বি এ এফ টি এ ব্রেকথ্রু ইন্ডিয়া” এর ব্র্যান্ড অ্যামব্যাসাডর হলেন কে?  উঃ – এ.আর. রহমান
৩৪. কর্ণাটকের কোথায় প্রথম ১১.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে?  উঃ – বিডাডি
৩৫. সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে “প্যাসেজ এক্সারসাইজ” অনুষ্ঠিত হল? উঃ – রাশিয়া
৩৬. সম্প্রতি কোন রাজ্য অনলাইন গেম বন্ধ করল?   উঃ – অন্ধ্রপ্রদেশ

 

আরও পড়ুন 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।