বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 16 থেকে 21 সেপ্টেম্বর 2020

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 16 থেকে 21 সেপ্টেম্বর 2020

মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – তৃতীয়, (১৬-০৯-২০ থেকে ২১-০৯-২০)

      চাকরি বাজারের সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন ।
 . সম্প্রতি কে জাপানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? উঃ – ইয়োশিহিদে সুগা
 . ‘আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস’ পালিত হয় প্রতিবছর কোন দিন? উঃ – ১৬ ই সেপ্টেম্বর
 . রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে? উঃ – হরিবংশ নারায়ণ সিং
 . দেশের প্রথম কোভিড পরীক্ষার ব্যবস্থা কোন বিমানবন্দরে চালু করা হলো?  উঃ – দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর
 . সম্প্রতি কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?  উঃ – সমীর কুমার খারে
 . বিশ্বব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কোন আই.এ.এস অফিসার?  উঃ – রাজেশ খুল্লার
 . ‘মাই লাইফ ইন ডিজাইন’ শিরোনামে প্রথম বই রচনা করলেন কোন ব্যক্তিত্ব?  উঃ – গৌরি খান
 . সম্প্রতি কোন রাজ্য সরকার পুরোহিত ভাতা চালু করল?  উঃ – পশ্চিমবঙ্গ
 . ‘আমার পরিবার আমার দায়িত্ব ‘  নামে ক্যাম্পেইন কোন রাজ্য সরকার সূচনা করলো?   উঃ – মহারাষ্ট্র
 ১০. ২০২০ রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে সুখী রাজ্য কোনটি?  উঃ – মিজোরাম
 ১১. আমেরিকায় টিকটক এর কার্য পরিচালনার জন্য কোম্পানির টেকনোলজি পার্টনার হল কে? উঃ – ওরাকেল
 ১২. ফেসবুক সম্প্রতি ভারতের ছোট ব্যবসায়ীদের সাহায্যের জন্য কত টাকা অনুদান করেছে?  উঃ – ৩২ কোটি
 ১৩. উত্তরপ্রদেশে সম্প্রতি মুঘল মিউজিয়ামের নাম পরিবর্তন করে কি নাম রাখা হলো?  উঃ – ছত্রপতি শিবাজী মহারাজ মিউজিয়াম

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি, সেপ্টেম্বর ২০২০ – ৪র্থ সপ্তাহ

 ১৪. জাতিসংঘের ‘কমিশান অন স্ট্যাটাস অব ওমেন’ এর সদস্য হিসেবে নির্বাচিত হলো কোন দেশ?  উঃ – ভারত
 ১৫. মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা চালু করলো কোন রাজ্য সরকার?  উঃ – গুজরাট
 ১৬. “অরক্যাম টেকনোলজিস” এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বিখ্যাত ফুটবলার?  উঃ – লিওনেল মেসি
 ১৭. ২০২০ আই পি এল ভিভো কোম্পানিকে সরিয়ে টাইটেল স্পন্সর পেল কোন সংস্থা?  উঃ – ড্রিম ১১
 ১৮. ২০২০ আই পি এল এর আয়োজক দেশ কে ?  উঃ – সংযুক্ত আরব আমিরসাহী
 ১৯. “গ্রেট লার্নিং” কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?  উঃ – বিরাট কোহলি
 ২০. কোন সংস্থা আই পি এল এর পরবর্তী অফিসিয়াল পার্টনার হতে চলেছে?  উঃ – আনঅ্যাকাডেমি
 ২১. কোন সংস্থা “এডুকেশান ফর অল” নামে একটি প্রোগ্রাম চালু করেছে?  উঃ – বাইজু’স
 ২২. সম্প্রতি প্রয়াত হয়েছেন মুসা ট্রোর, তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?  উঃ – মালি
 ২৩. ‘বিশ্ব রোগী সুরক্ষা দিবস’ পালন করা হয় কত তারিখে?  উঃ – ১৭ ই সেপ্টেম্বর
 ২৪. ওয়ার্ল্ড ব্যাংক ২০২০ রিপোর্ট অনুসারে হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স” এ ভারতের স্থান কত?  উঃ – ১১৬ তম
 ২৫. আর্থিক স্পন্দন নামে ঋণ প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার?  উঃ – কর্ণাটক
 ২৬. “আপন ঘর ড্রিমজ” নামে হোম লোন প্রকল্প চালু করলো কোন কোম্পানি?  উঃ – আই সি আই সি আই হোম ফিনান্স

বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ

 ২৭. প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কোথায় কোসি রেল মেগা ব্রিজের উদ্বোধন করলেন? উঃ – বিহার
 ২৮. এশিয়া গেম চ্যালেঞ্জার এওয়ার্ড ২০২০ দ্বারা সম্মানিত হলেন কোন প্রখ্যাত শেফ?  উঃ – বিকাশ খান্না
 ২৯. ‘ আজাদি’ শিরোনামে বই প্রকাশ করলেন কে?  উঃ – অরুন্ধতী রায়
৩০. কোন রাজ্য সরকার অপুষ্ট শিশুর পরিবারগুলিকে গরু দান করার সিদ্ধান্ত নিল?

উঃ – উত্তর প্রদেশ

 ৩১. সম্প্রতি প্রয়াত হলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর অমিতাভ ঘোষ উনি কততম গভর্নর ছিলেন? উঃ – ১৬ তম
 ৩২. সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন কে? উঃ – নরেন্দ্র সিং তমার (কেন্দ্রীয় কৃষিমন্ত্রী)
 ৩৩. কোন রাজ্য সরকার বৈদ্যুতিক স্কুটার এবং বৈদ্যুতিক রিকশা ক্রয়কারী দের ভর্তুকির ঘোষণা করেছে? উঃ – গুজরাট
 ৩৪. মোবিকুইক এর সি ই ও হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ – চন্দন যোশী
 ৩৫. দেশের সমস্ত নাগরিকদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদানের ঘোষণা করলো কোন দেশ ? উঃ – আমেরিকা
 ৩৬. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন উপলক্ষে ‘স্বচ্ছতা ক্যাফে’ উদ্বোধন করলো কোন রাজ্য সরকার? উঃ – হিমাচল প্রদেশ
 ৩৭. প্রতিবছর কোন তারিখে আন্তর্জাতিক ‘শান্তি দিবস’ পালিত হয়? উঃ – ২১ এ সেপ্টেম্বর
 ৩৮. ‘ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন’ এর নতুন প্রধান কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ – অনিল ধাসমানা
 ৩৯. পাবলিক ট্রান্সপোর্ট এর উন্নয়ন, পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রসার ও গ্রীন বিল্ডিং তৈরির জন্য ভারতকে আই এফ সি কত টাকা প্রদান করেছে? উঃ – ২ ট্রিলিয়ন মার্কিন ডলার 

 

2 thoughts on “বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 16 থেকে 21 সেপ্টেম্বর 2020”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।