বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 08 থেকে 15 সেপ্টেম্বর 2020Contents |
|
মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০৯-২০ থেকে ১৫-০৯-২০) |
|
চাকরি বাজারের সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই সাম্প্রতিক ঘটনাবলি বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি সেপ্টেম্বর। | |
১. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে ভারতের জন্য কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে ? | উঃ – টাকিও কোনীষী |
২. কোন রাজ্যে মাস্ক এর জন্য এটিএম পরিষেবা চালু করা হলো ? | উঃ – উত্তর প্রদেশ |
৩. কেন্দ্রীয় মন্ত্রিসভা মানসম্পন্ন বস্ত্রের ক্ষেত্রে সহযোগিতার জন্য কোন দেশের সাথে সমঝোতা স্বাক্ষরকে অনুমোদন দিয়েছে ? | উঃ – জাপান |
৪. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের বৃহত্তম নৌবাহিনী রয়েছে কোন দেশের কাছে ? | উঃ – চিন |
৫. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় প্রতিবছর কোন তারিখে ? | উঃ – ৮ ই সেপ্টেম্বর |
৬. এফ এ ডি এ – এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে ? | উঃ – ভীনকেশ গুলাটি |
৭. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন দেশের নৌবহরে সবচেয়ে বেশি পরিমাণ বিমান বাহক রয়েছে ? | উঃ – আমেরিকা |
৮. সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর জন্য কোন দেশ সমস্ত দেশকে তার আকাশসীমা পেরিয়ে যাওয়ার অনুমতি দিলো ? | উঃ – সৌদি আরব |
৯. আইডিয়া এবং ভোডাফোন একসাথে মিলিত হওয়ার পর যে নতুন কোম্পানির আত্মপ্রকাশ হলো তার নাম কি ? | উঃ – ভি আই |
১০. সম্প্রতি ইংল্যান্ডের কোন ক্রিকেটার অবসর ঘোষণা করলেন ? | উঃ – ইয়ান বেল |
|
|
১১. কোন দেশ ফেসবুক থেকে সমস্ত রকম রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করলো ? | উঃ – আমেরিকা |
১২. ভারত কবে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করার কথা ঘোষণা করেছে ? | উঃ – ২০২১ সালে |
১৩. ভারতের কোন রাজ্য সম্প্রতি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার বিরুদ্ধে ‘১০ হাপ্তে – ১০ বজে – ১০ মিনিট’ক্যাম্পেইন চালু করল ? | উঃ – দিল্লি |
১৪. ভারতের কোন রাজ্য পোকার এবং রামির মত অনলাইন জুয়া গেম নিষিদ্ধ করলো ? | উঃ – অন্ধ্রপ্রদেশ |
১৫. ভারতের সাথে মিলে কোন দেশ ইন্দো-প্যাসিফিক কৌশল চালু করল ? | উঃ – জার্মানি |
১৬. সম্প্রতি ভারত কোন দেশের সাথে একে-২৩৩ যুদ্ধাস্ত্র তৈরি চুক্তি স্বাক্ষর করলো ? | উঃ – রাশিয়া |
১৭. তামিলনাড়ুর কোন জেলা প্রথম সম্পূর্ণ ডিজিটাল ইকোনোমি ডিস্ট্রিক এর তকমা পেল ? | উঃ – বিরুধুনগর |
১৮. সম্প্রতি প্রয়াত হলেন জনি বক্সী, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ? | উঃ – ফিল্ম মেকিং |
১৯. ভারতে অস্ট্রেলিয়ার ব্যবসায়ীক দূত হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেট তারকা ? | উঃ – ম্যাথু হেডেন |
২০. কোন কেন্দ্রশাসিত অঞ্চল তার জীব বৈচিত্রের দলিল তৈরীর জন্য একটি জীব বৈচিত্র কাউন্সিল গঠন করল ? | উঃ – জম্মু ও কাশ্মীর |
২১. সম্প্রতি কোন রাজ্য ‘কৃষি পর্যটন’ নীতি চালু করেছে ? | উঃ – মহারাষ্ট্র |
২২. ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জয়পুরে ‘পত্রিকা গেট‘ এর উদ্বোধন করেন কে ? | উঃ – নরেন্দ্র মোদি |
২৩. সম্প্রতি প্রকাশিত তালিকায় ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক ? | উঃ – কেরালা |
২৪. ভারতের সাক্ষরতার হারের তালিকায় পশ্চিমবঙ্গের স্থান কত ? | উঃ – দশম |
২৫. কোন রাজ্য পর্যটন শিল্পের উন্নতির জন্য নদী যাত্রা শুরু করার পরিকল্পনা করেছে। ? | উঃ – ওড়িশা |
|
|
২৬. কোন দেশ পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করার অঙ্গীকার করল ? | উঃ – রাশিয়া |
২৭. সম্প্রতি প্রয়াত দক্ষিণী অভিনেতা জয়প্রকাশ রেড্ডি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন ? | উঃ – অন্ধপ্রদেশ |
২৮. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কত জন শিক্ষককে জাতীয় পুরষ্কার প্রদান করলেন ? | উঃ – ৪৭ জন |
২৯. সম্প্রতি ‘পঞ্চম ব্রিকস কালচার মিনিস্টার মিট’ হোস্ট করল কোন দেশ ? | উঃ – রাশিয়া |
৩০. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এশিয়া প্যাসিফিকের জন্য আঞ্চলিক সম্মেলন কোন দেশে আয়োজিত হতে চলেছে ? | উঃ – বাংলাদেশে |
৩১. ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার ২০১৯ – এ সম্মানিত হলেন কে ? | উঃ – ডেভিড অ্যাটনবারা |
৩২. ইউ এস ওপেন থেকে কোন জনপ্রিয় টেনিস খেলোয়ার কে অযোগ্য বলে ঘোষণা করা ? | উঃ – নোভাক জোকোভিচ |
৩৩. ”সিটিস অব ক্যারিয়ার ইন এ আই” তালিকায় প্রথম স্থানে কোন শহর ? | উঃ – বেঙ্গালুরু |
৩৪. ‘অর্গানিক ফুড প্রসেসিং ইউনিট’ এর উদ্বোধন করা হলো কোন রাজ্যে? |
উঃ – উত্তর প্রদেশ |
৩৫. সম্প্রতি কোন রাজ্যে বীর সভারকার উড়ালপুলের উদ্বোধন করা হলো ? | উঃ – কর্ণাটক |
৩৬. সম্প্রতি প্রয়াত গোবিন্দ স্বরূপ ভারতের কোন শাস্ত্রের জনক হিসেবে পরিচিত ছিলেন ? | উঃ – বেতার জ্যোতির্বিজ্ঞান |
৩৭. “গ্লোবাল ইকোনমিকস ফ্রিডম ইনডেক্স ২০২০” তে কোন দেশ শীর্ষস্থান দখল করেছে ? | উঃ – হংকং |
৩৮. সম্প্রতি কোন ব্যাংক সিগ্নেচার ভিসা ডেবিট কার্ড লঞ্চ করল ? | উঃ – ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
৩৯. রাজ্যজুড়ে সংস্কৃত গ্রাম তৈরীর উদ্যোগ নিয়েছে কোন রাজ্য সরকার ? | উঃ – উত্তরাখণ্ড |
৪০. ২০২০ গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইনডেক্স এ ভারতের স্থান কত ? | উঃ – ১০৫ |
৪১. কোন রাজ্য সরকার কোভিড-১৯ বিজয়রথ নামে ক্যাম্পেইন শুরু করলো ? | উঃ – গুজরাট |
৪২. কোন দেশে প্রথম অ্যাপেল কোম্পানির ভাসমান বিক্রয় কেন্দ্র তৈরি হবে ? | উঃ – সিঙ্গাপুর |
৪৩. সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিস কমিটি র চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে ? | উঃ – রোহিনটন ফালি নারিম্যান |
৪৪. ‘ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে‘ পালন করা হয় কবে ? | উঃ – ১০ ই সেপ্টেম্বর |
৪৫. ‘ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট’ কবে অনুষ্ঠিত হল ? | উঃ – ৮ ই সেপ্টেম্বর |
৪৬. ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা ? | উঃ – পরেশ রাওয়াল |
৪৭. আমেরিকান মহাকাশ সংস্থা নর্থরোপ গ্রুমম্যান কোন ভারতীয় নভোচারির নামে তাদের মহাকাশ যানের নামকরন করছে? |
উঃ – কল্পনা চাওলা |
৪৮. দক্ষিণ ভারতের প্রথম কিষান রেলের উদ্বোধন করলো কোন রাজ্য ? |
উঃ – অন্ধ্রপ্রদেশ |
৪৯. সোশ্যাল মিডিয়ায় ভুয় খবর এবং গুজব ছড়ানোর রুখতে বাংলাদেশ সরকার সম্প্রতি যে ক্যাম্পেইনটি চালু করলো তার নাম কি ? |
উঃ – আসল চিনি |
৫০. পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি’ পুরস্কার ২০২০ পেল ? |
উঃ – সবুজ সাথী প্রকল্প |
৫১. ‘নোবেল শান্তি পুরস্কার ২০২১’ এর জন্য মনোনীত করা হল কোন ব্যক্তিকে ? |
উঃ – ডোনাল্ড ট্রাম্প |
৫২. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তুলো চাষিদের জন্য কোন লোন প্রজেক্ট লঞ্চ করল ? |
উঃ – এস এ এফ এ এল |
৫৩. সম্প্রতি ভারত কোন ব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছে ? |
উঃ – এ ডি বি ব্যাংক |
৫৪. দেশের প্রথম এয়ার এম্বুলেন্স সার্ভিস চালু হলো কোন রাজ্যে ? |
উঃ – কর্ণাটকে |
৫৫. “ডোরস্টেপ ব্যাংকিং সার্ভিস” এর উদ্বোধন করলেন কে ? |
উঃ – নির্মলা সীতারামন |
৫৬. যুবকদের ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণের জন্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করল ? |
উঃ – লিংড ইন |
৫৭. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২০ – ২০২১ সালে ভারতের অর্থব্যবস্থার কত শতাংশ হ্রাস পাবে ? |
উঃ – ১০.৫% |
৫৮. হু এর ১১ জনের প্যানেল লিস্ট এ নিযুক্ত হলেন ভারতের কোন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ? |
উঃ – প্রীতি সুদান |
৫৯. ১০০ টি আন্তর্জাতিক গোল করে বিশ্বে দ্বিতীয় পুরুষ ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন কে ? |
উঃ – ক্রিশ্চিয়ানো রোনাল্ডো |
৬০. ফাইভ জি টেকনোলজির উন্নয়নের জন্য ভারতের সাথে সহযোগিতা করছে কোন কোন দেশ ? |
উঃ – আমেরিকা ও ইসরাইল |
৬১. ভারতের সবথেকে বড় পিগেরি মিশন চালু করলো কোন রাজ্য সরকার ? |
উঃ – মেঘালয় |
৬২. জামাইকা তে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত হলেন কে ? |
উঃ – আর.মাসাকুই |
৬৩. গরিমা যোজনা চালু করলো কোন রাজ্য সরকার ? |
উঃ – ওড়িশা |
৬৪. সিটি ব্যাংকের প্রথম মহিলা সি ই ও হিসেবে নিযুক্ত হন কে ? |
উঃ – জেন ফ্রাসার |
৬৫. সম্প্রতি ইউ এস ওপেন টাইটেল জয়ী নাওমি ওসাকা কোন দেশের টেনিস খেলোয়ার ? |
উঃ – জাপান |
৬৬. ভারতের প্রথম কোম্পানি হিসেবে ২০০ বিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্য অতিক্রম করল কোন কোম্পানি ? |
উঃ – রিলায়েন্স ইন্ডাস্ট্রি |
৬৭. পে-টি এম কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার ? |
উঃ – শচীন টেন্ডুলকার |