IBPS Recruitment 2021: ইন্সটিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশান এ “ক্লার্ক” পদ এ নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ০৭ অক্টোবর ২০২১ থেকে ২৭ অক্টোবর ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ২৭ অক্টোবর ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২৭ অক্টোবর ২০২১ বা তার আগে www.ibpsonline.ibps.in এর মাধ্যমে  অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

IBPS Recruitment 2021 

 

Institute of Banking Personnel Selection

www.ibpsonline.ibps.in

মোট পদ – ৫৮৩০

কর্মস্থল – সারা ভারত


  IBPS Recruitment 2021 Vacancy details:

  • আন্দামান ও নিকোবর – ০৩ (এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০১, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০২)
  • অন্ধ্র প্রদেশ – ২৬৩ (এস সি – ০১, এস টি – ১৪, ও বি সি – ০২, ই ডব্লু এস – ৫১, জেনারেল – ১৯৫)
  • অরুণাচল প্রদেশ – ১১ (এস সি – ০০, এস টি – ০৫, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০১, জেনারেল – ০৫)
  • আসাম – ১৫৬ (এস সি – ১৫, এস টি – ১০, ও বি সি – ৪২, ই ডব্লু এস – ১৪, জেনারেল – ৬৭)
  • বিহার – ২৫২ (এস সি – ৪১, এস টি – ০৩, ও বি সি – ৮০, ই ডব্লু এস – ২৪, জেনারেল – ১০৪)
  • চন্ডিগড় – ২৭ (এস সি – ০৩, এস টি – ০০, ও বি সি – ১০, ই ডব্লু এস – ০১, জেনারেল – ১৩)
  • ছত্তিশগড় – ৮৯ (এস সি – ০৭, এস টি – ২২, ও বি সি – ০২, ই ডব্লু এস – ০৪, জেনারেল – ৪৯)
  • দাদর ও নগর হাভেলি – ০২ (এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০২)
  • গোয়া – ৫৮ (এস সি – ০১, এস টি – ১৭, ও বি সি – ০৪, ই ডব্লু এস – ০৫, জেনারেল – ৩১)
  • গুজরাট – ৩৫৭ (এস সি – ২২, এস টি – ৫২, ও বি সি – ৯৭, ই ডব্লু এস – ৪২, জেনারেল – ১৪৪)
  • হরিয়াণা – ১০৩ (এস সি – ০৪, এস টি – ০০, ও বি সি – ১৩, ই ডব্লু এস – ১৪, জেনারেল – ৭২)
  • হিমাচল প্রদেশ – ১০২ (এস সি – ২৩, এস টি – ০৬, ও বি সি – ২১, ই ডব্লু এস – ১১, জেনারেল – ৪১)
  • ঝাড়খণ্ড – ৭৮ (এস সি – ১৮, এস টি – ১৮, ও বি সি – ০৭, ই ডব্লু এস – ০৬, জেনারেল – ২৯)
  • কর্ণাটক – ৪০৭ (এস সি – ৩০, এস টি – ৩০, ও বি সি – ৮৪, ই ডব্লু এস – ৫৫, জেনারেল – ২০৮)
  • কেরালা – ১৪১ (এস সি – ১১, এস টি – ০১, ও বি সি – ২৮, ই ডব্লু এস – ১৩, জেনারেল – ৮৮)
  • লাক্ষাদ্বীপ – ০৫ (এস সি – ০০, এস টি – ০২, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০৩)
  • মধ্য প্রদেশ – ৩২৪ (এস সি – ৫৪, এস টি – ৭০, ও বি সি – ৪৮, ই ডব্লু এস – ২৮, জেনারেল – ১২৪)
  • মাহারাষ্ট্র – ৭৯৯ (এস সি – ৭৩, এস টি – ৯৮, ও বি সি – ১৩২, ই ডব্লু এস – ৯৫, জেনারেল – ৪০১)
  • মণিপুর – ০৬ (এস সি – ০১, এস টি – ০২, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০৩)
  • মেঘালয় – ০৯ (এস সি – ০০, এস টি – ০২, ও বি সি – ০১, ই ডব্লু এস – ০১, জেনারেল – ০৩)
  • মিযোরাম – ০৩ (এস সি – ০০, এস টি – ০১, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০২)
  • নাগাল্যান্ড – ০৯ (এস সি – ০০, এস টি – ০৪, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০১, জেনারেল – ০৪)
  • ওডিশা – ২২৯ (এস সি – ৩৯, এস টি – ৩৪, ও বি সি – ২৭, ই ডব্লু এস – ৩১, জেনারেল – ৯৮)
  • পণ্ডিচেরি – ০৩ (এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০১, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০২)
  • পাঞ্জাব – ৩৫২ (এস সি – ৯৪, এস টি – ০০, ও বি সি – ৭১, ই ডব্লু এস – ৪০, জেনারেল – ১৪৭)
  • রাজস্থান – ১১৭ (এস সি – ২৬, এস টি – ০৬, ও বি সি – ১৫, ই ডব্লু এস – ১২, জেনারেল – ৩৮)
  • সিকিম – ২৭ (এস সি – ০২, এস টি – ০৫, ও বি সি – ০৭, ই ডব্লু এস – ০২, জেনারেল – ১১)
  • তামিলনাড়ু – ২৬৮ (এস সি – ২৫, এস টি – ০৩, ও বি সি – ৩১, ই ডব্লু এস – ৩২, জেনারেল – ১৭৭)
  • তেলেঙ্গানা – ২৬৩ (এস সি – ১০, এস টি – ১২, ও বি সি – ১৯, ই ডব্লু এস – ৪৬, জেনারেল – ১৭৬)
  • ত্রিপুরা – ০৮ (এস সি – ০১, এস টি – ০২, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০১, জেনারেল – ০৪)
  • উত্তর প্রদেশ – ৬৬১ (এস সি – ১৩১, এস টি – ১০, ও বি সি – ১৬২, ই ডব্লু এস – ৮৭, জেনারেল – ২৭১)
  • উত্তরাখন্ড – ৪৯ (এস সি – ০৬, এস টি – ০৩, ও বি সি – ০৯, ই ডব্লু এস – ০৫, জেনারেল – ২৬)
  • পশ্চিমবঙ্গ – ৩৬৬ (এস সি – ৯৮, এস টি – ১৭, ও বি সি – ৮১, ই ডব্লু এস – ৩৮, জেনারেল – ১৩২)

  IBPS Recruitment 2021 Important dates:

  • অনলাইন আবেদন শুরু: ০৭ অক্টোবর ২০২১
  • আবেদন করার শেষ তারিখ:  ২৭ অক্টোবর ২০২১
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

   Age Limit:

  • প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ০১/০৭/২০২১ এর হিসেবে। 

 

  IBPS Recruitment 2021 Educational Qualification:

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। 

 

  IBPS Recruitment 2021 Selection Process:

    প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • প্রিলিমিনারি পরীক্ষা
  • মেন পরীক্ষা

   এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

   

√   Application Fees: 

  • জেনারেল / ও বি সি / ই ডব্লু এস  – ৮৫০/-
  • এস সি / এস টি / পি এইচ / এক্স সার্ভিসম্যান  – ১৭৫/-

  আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ই-চালান এর মাধ্যমে প্রদান করা যাবে। 

 

√   Salary: 

  • ইন্সটিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশান এর তরফ থেকে কর্মচারিদের বেতন ৭,২০০ রুপি থেকে ১৯,৩০০ রুপি এর মধ্যে হবে। যা পদ অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে।  

        

 

IBPS recruitment 2021 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

               

 

  Related Post:  

                       

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।