Institute of Banking Personnel Selection
www.ibpsonline.ibps.in
মোট পদ – ৫৮৩০
কর্মস্থল – সারা ভারত
√ IBPS Recruitment 2021 Vacancy details:
- আন্দামান ও নিকোবর – ০৩ (এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০১, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০২)
- অন্ধ্র প্রদেশ – ২৬৩ (এস সি – ০১, এস টি – ১৪, ও বি সি – ০২, ই ডব্লু এস – ৫১, জেনারেল – ১৯৫)
- অরুণাচল প্রদেশ – ১১ (এস সি – ০০, এস টি – ০৫, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০১, জেনারেল – ০৫)
- আসাম – ১৫৬ (এস সি – ১৫, এস টি – ১০, ও বি সি – ৪২, ই ডব্লু এস – ১৪, জেনারেল – ৬৭)
- বিহার – ২৫২ (এস সি – ৪১, এস টি – ০৩, ও বি সি – ৮০, ই ডব্লু এস – ২৪, জেনারেল – ১০৪)
- চন্ডিগড় – ২৭ (এস সি – ০৩, এস টি – ০০, ও বি সি – ১০, ই ডব্লু এস – ০১, জেনারেল – ১৩)
- ছত্তিশগড় – ৮৯ (এস সি – ০৭, এস টি – ২২, ও বি সি – ০২, ই ডব্লু এস – ০৪, জেনারেল – ৪৯)
- দাদর ও নগর হাভেলি – ০২ (এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০২)
- গোয়া – ৫৮ (এস সি – ০১, এস টি – ১৭, ও বি সি – ০৪, ই ডব্লু এস – ০৫, জেনারেল – ৩১)
- গুজরাট – ৩৫৭ (এস সি – ২২, এস টি – ৫২, ও বি সি – ৯৭, ই ডব্লু এস – ৪২, জেনারেল – ১৪৪)
- হরিয়াণা – ১০৩ (এস সি – ০৪, এস টি – ০০, ও বি সি – ১৩, ই ডব্লু এস – ১৪, জেনারেল – ৭২)
- হিমাচল প্রদেশ – ১০২ (এস সি – ২৩, এস টি – ০৬, ও বি সি – ২১, ই ডব্লু এস – ১১, জেনারেল – ৪১)
- ঝাড়খণ্ড – ৭৮ (এস সি – ১৮, এস টি – ১৮, ও বি সি – ০৭, ই ডব্লু এস – ০৬, জেনারেল – ২৯)
- কর্ণাটক – ৪০৭ (এস সি – ৩০, এস টি – ৩০, ও বি সি – ৮৪, ই ডব্লু এস – ৫৫, জেনারেল – ২০৮)
- কেরালা – ১৪১ (এস সি – ১১, এস টি – ০১, ও বি সি – ২৮, ই ডব্লু এস – ১৩, জেনারেল – ৮৮)
- লাক্ষাদ্বীপ – ০৫ (এস সি – ০০, এস টি – ০২, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০৩)
- মধ্য প্রদেশ – ৩২৪ (এস সি – ৫৪, এস টি – ৭০, ও বি সি – ৪৮, ই ডব্লু এস – ২৮, জেনারেল – ১২৪)
- মাহারাষ্ট্র – ৭৯৯ (এস সি – ৭৩, এস টি – ৯৮, ও বি সি – ১৩২, ই ডব্লু এস – ৯৫, জেনারেল – ৪০১)
- মণিপুর – ০৬ (এস সি – ০১, এস টি – ০২, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০৩)
- মেঘালয় – ০৯ (এস সি – ০০, এস টি – ০২, ও বি সি – ০১, ই ডব্লু এস – ০১, জেনারেল – ০৩)
- মিযোরাম – ০৩ (এস সি – ০০, এস টি – ০১, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০২)
- নাগাল্যান্ড – ০৯ (এস সি – ০০, এস টি – ০৪, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০১, জেনারেল – ০৪)
- ওডিশা – ২২৯ (এস সি – ৩৯, এস টি – ৩৪, ও বি সি – ২৭, ই ডব্লু এস – ৩১, জেনারেল – ৯৮)
- পণ্ডিচেরি – ০৩ (এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০১, ই ডব্লু এস – ০০, জেনারেল – ০২)
- পাঞ্জাব – ৩৫২ (এস সি – ৯৪, এস টি – ০০, ও বি সি – ৭১, ই ডব্লু এস – ৪০, জেনারেল – ১৪৭)
- রাজস্থান – ১১৭ (এস সি – ২৬, এস টি – ০৬, ও বি সি – ১৫, ই ডব্লু এস – ১২, জেনারেল – ৩৮)
- সিকিম – ২৭ (এস সি – ০২, এস টি – ০৫, ও বি সি – ০৭, ই ডব্লু এস – ০২, জেনারেল – ১১)
- তামিলনাড়ু – ২৬৮ (এস সি – ২৫, এস টি – ০৩, ও বি সি – ৩১, ই ডব্লু এস – ৩২, জেনারেল – ১৭৭)
- তেলেঙ্গানা – ২৬৩ (এস সি – ১০, এস টি – ১২, ও বি সি – ১৯, ই ডব্লু এস – ৪৬, জেনারেল – ১৭৬)
- ত্রিপুরা – ০৮ (এস সি – ০১, এস টি – ০২, ও বি সি – ০০, ই ডব্লু এস – ০১, জেনারেল – ০৪)
- উত্তর প্রদেশ – ৬৬১ (এস সি – ১৩১, এস টি – ১০, ও বি সি – ১৬২, ই ডব্লু এস – ৮৭, জেনারেল – ২৭১)
- উত্তরাখন্ড – ৪৯ (এস সি – ০৬, এস টি – ০৩, ও বি সি – ০৯, ই ডব্লু এস – ০৫, জেনারেল – ২৬)
- পশ্চিমবঙ্গ – ৩৬৬ (এস সি – ৯৮, এস টি – ১৭, ও বি সি – ৮১, ই ডব্লু এস – ৩৮, জেনারেল – ১৩২)
√ IBPS Recruitment 2021 Important dates:
- অনলাইন আবেদন শুরু:— ০৭ অক্টোবর ২০২১
- আবেদন করার শেষ তারিখ:— ২৭ অক্টোবর ২০২১
- অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:— শীঘ্রই জানানো হবে।
√ Age Limit:
- প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ০১/০৭/২০২১ এর হিসেবে।
√ IBPS Recruitment 2021 Educational Qualification:
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে।
√ IBPS Recruitment 2021 Selection Process:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেন পরীক্ষা
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
√ Application Fees:
- জেনারেল / ও বি সি / ই ডব্লু এস – ৮৫০/-
- এস সি / এস টি / পি এইচ / এক্স সার্ভিসম্যান – ১৭৫/-
আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ই-চালান এর মাধ্যমে প্রদান করা যাবে।
√ Salary:
- ইন্সটিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশান এর তরফ থেকে কর্মচারিদের বেতন ৭,২০০ রুপি থেকে ১৯,৩০০ রুপি এর মধ্যে হবে। যা পদ অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে।
|