ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর 

 

চাকরি বাজারেরসাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সহ সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা  ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর গুলি নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি এস এস সি, পি এস সি, প্রাইমারি টেট, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, পুলিশ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।

 

ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর 

 

জি. কে.  বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকেবিশেষত রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষায় এই বিষয়ে থেকে নানান প্রশ্ন নানান সময় এসেছে । এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, পুলিশ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ ,  আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষাম, গ্রুপ ডি, পরীক্ষায় নানান ধরনের প্রশ্ন এই বিভাগ থেকে বিভিন্ন সময় এসে থাকে। কয়েকটি উদাহরণের সাহায্যে এই বিভাগ থেকে কি ধরনের প্রশ্ন আসে তা দেখানো হলো । ১.আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? উত্তর হবে যমুনা নদীর তীরে।  ২. শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? উত্তর ঝিলাম নদী

 

শহরের নাম 

নদীর নাম

এলাহাবাদ  গঙ্গা-যমুনা এবং সরস্বতীর সংযোগস্থলে
আগ্রা  যমুনা নদী 
পাটনা  গঙ্গা নদী 
বারানসি গঙ্গা নদী 
দিল্লি যমুনা নদী 
অযোধ্যা  সরযূ নদী 
হায়দ্রাবাদ  মুসি নদী 
সুরাট  তাপ্তি নদী 
কলকাতা হুগলি নদী 
কটক মহানদী
গুয়াহাটি ব্রহ্মপুত্র নদী 
জামশেদপুর সুবর্ণরেখা নদী 
লখনৌ গোমতী নদী 
শ্রীনগর ঝিলাম নদী 
মথুরা  যমুনা নদী
হরিদ্দার   গঙ্গা নদী
কানপুর  গঙ্গা নদী
বদ্রিনাথ  অলোকনন্দা নদী
বারেলি  রামগঙ্গা
আমেদাবাদ  সবরমতী 
কোটা  চম্বল নদী
ডিব্রুগড়  ব্রহ্মপুত্র নদী
সম্বলপুর  মহানদী
নাশিক  গোদাবরী নদী
বিজয়ওয়াড়া  কৃষ্ণা নদী
অমরাবতী  কৃষ্ণা নদী
রাজমুন্ডি   গোদাবরী নদী
গয়া  ফাল্গু নদী
ভাগলপুর  গঙ্গা নদী 
ব্যাঙ্গালোর  বৃষভাবতী নদী 
জব্বলপুর  নর্মদা নদী
নাসিক  গোদাবরী নদী 
পুনে  মুলা নদী
রাউরকেল্লা  ব্রাহ্মণী নদী
রংপুর  তিস্তা নদী
মাদুরাই  ভাইগাই নদী
তিরুচিরাপল্লী  কাবেরী নদী
গোরক্ষপুর  রাপ্তি নদী 
মুর্শিদাবাদ  ভাগীরথী নদী 
উজ্জয়িনী  শিপ্রা নদী

 

 

 

 

সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন 

 

  • ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর   

indian_town_on_river_banks

 

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।