Latest Current Affairs 2023; December 24 to 31​

Latest Current Affairs 2023; December 24 to 31​

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) Mission Investigation @ 75 Days ২) OPEC থেকে বেরাওলো অ্যাঙ্গোলা ৩) উত্তরপ্রদেশ এ গ্রিন হাইড্রোজেন পলিসি চালু ৪) ভারতের প্রথম সাবমেরিন ট্যুরিসম গুজরাট এ।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 24 থেকে 31 ডিসেম্বর 2023 ( Latest Current Affairs 2023; December 24 to 31​ )

মাস – ডিসেম্বর, সপ্তাহ – চতুর্থ, (২৪-১২-২০২৩ থেকে ৩১-১২-২০২৩)

 ১) প্রতি বছর কোন দিনে জাতীয় গুড গভর্নেন্স ডে পালন করা হয়?

উঃ- ২৫ ডিসেম্বর

২) ন্যাশনাল কন্সুমার রাইট ডে প্রতি বছর কোন দিনে পালন করা হয়?

উঃ- ২৪ ডিসেম্বর
 ৩) রাজস্থান অ্যাসেম্বলি এর স্পিকার পদে কে নিযুক্ত হলেন? উঃ- বাসুদেভ দেভনানি
  ৪) সম্প্রতি কোন রাজ্যের পুলিশ ডিপার্টমেন্ট Mission Investigation @ 75 Days নামক প্রোগ্রাম চালু করল?  উঃ- বিহার পুলিশ 
  ৫) SEBI, বোম্বে শেয়ার এক্সচেঞ্জ এর চেয়ারম্যান পদে কোন ব্যাক্তিকে নিয়োগ করলেন?  উঃ- প্রমোদ আগারওয়াল
  ৬) উত্তরপ্রদেশ রাজ্য সরকার তাদের রাজ্যের প্রথম AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সিটি কোথায় তৈরি করতে চলেছে?  উঃ- লখনঊ
  ৭) খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? 
উঃ- তামিলনাড়ু 
  ৮) ভারত সম্প্রতি কোন দেশে পাঁচটি লিথিয়াম মাইন অধিগ্রহন করতে চলেছে?   উঃ-  আর্জেন্টিনা
  ৯) কোন দেশ সম্প্রতি OPEC গ্রুপ থেকে পদত্যাগ করার প্রস্তাব জানাল?  উঃ- অ্যাঙ্গোলা
  ১০) আদিত্য L-1 কৃত্রিম উপগ্রহ কবে তার নিরদিষ্ট স্থানে পৌঁছালো?   উঃ- ০৬ জানুয়ারি

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ ডিসেম্বর তৃতীয় সপ্তাহ

 

 

 ১১) কোন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলোয়াড় সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন?  উঃ- Dean Elgar

১২) শ্রীলঙ্কায় নতুন ভারতীয় রাজদূত পদে কে নিযুক্ত হলেন?

উঃ- সন্তোষ ঝা
১৩) অযোধ্যা তে রাম মন্দির কবে উদ্বোধন হতে চলেছে? উঃ- ২২ জানুয়ারি ২০২৪
১৪) অযোধ্যা স্টেশান এর নাম পরিবর্তন করে কি করা হচ্ছে?   উঃ- অযোধ্যা ধাম
 ১৫) অযোধ্যা এয়ারপোর্ট এর নাম পরিবর্তন করে কি নাম রাখা হচ্ছে?  উঃ- মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট

১৬) ভারতের কোন রাজ্য সরকার গ্রিন হাইড্রোজেন পলিসি চালু করতে চলেছে?

উঃ- উত্তর প্রদেশ
১৭) কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি রাজনীতি তে যোগ দিলেন?  উঃ- অম্বাতি রাইডু
১৮) ভারতের ইতিহাসে এই প্রথমবার কোন দেশ থেকে ভারতীয় রুপির পরীবর্তে খনিজ তেল কেনা হল?   উঃ- আরব আমিরাত
১৯) কোন দেশ সম্প্রতি ব্রিকস গ্রুপ থেকে বেরিয়ে গেল?  উঃ- আর্জেন্টিনা
২০) ভারতের প্রথম সাবমেরিন ট্যুরিসম কোথায় শুরু হতে চলেছে?   উঃ- গুজরাট এর দ্বারকা তে

 

 

 ২১) লাদাখ এ রাস্তা তোইরি করতে ভারত কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে?  উঃ- ১১৭০ কোটি রুপি

২২) প্যারামিলিটারি ফোর্স সম্প্রতি তাদের সমস্ত বার্তা গোপন ভাবে পাঠানোর জন্য কোন অ্যাপ ব্যবহার করতে চলেছে? 

উঃ- সন্দেস অ্যাপ

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।