Latest Current Affairs June 2023

Latest Current Affairs June 2023, Bangla

 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা,  ২০২৩, জুন দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৬-২০২৩ তারিখ থেকে ১৫-০৬-২০২৩ তারিখ পর্যন্ত জুন মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Latest Current Affairs June 2023, বাংলা

মাস – জুন, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০৬-২০২৩ থেকে ১৫-০৬-২০২৩)

 ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ওসান(সমুদ্র) ডে পালন করা হয়?  উঃ- ০৮ জুন

  ২) জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? 

উঃ- জনার্দন প্রসাদ
  ৩) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঁচা লোহা প্রস্তুতকারী দেশ কোনটি?  উঃ- ভারত
  ৪) এশিয়ান U20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ডেক্যাথলন সোনা জিতেছেন কোন ভারতীয়?   উঃ- সুনীল কুমার
  ৫) ইউনাইটেড নেশানস সিকিউরিটি কাউন্সিল এর নন-পার্মানেন্ট মেম্বার হিসেবে কতগুলি দেশ যোগদান করল?  উঃ- ৫ টি দেশ
  ৬) কেন্দ্রীয় সরকার BSNL এর রিভাইভাল প্যাকেজ হিসেবে কত পরিমাণ অর্থ ঘোষণা করল?  উঃ- ৮৯,০৪৭ কোটি রুপি
  ৭) ওভারঅল এনভাইরনমেন্টাল পার্ফর্মেন্স এ কোন রাজ্য সারা ভারতে প্রথম স্থান অধিকার করল?  উঃ- তেলাঙ্গানা
  ৮) কোন রাজ্য সরকার নন্দ বাবা মিল্ক মিশন স্কিম চালু করল?  উঃ- উত্তর-প্রদেশ সরকার
  ৯) কোন রাজ্য সরকার সম্প্রতি সরকারী বাসে মহিলাদের বিণামূল্যে পরিবহণ পরিষেবা চালু করল?  উঃ- কর্ণাটক
  ১০) ভারতের কোন শহর সবচেয়ে দামি শহর হিসেবে খ্যাতি পেয়েছে?  উঃ- মুম্বাই

Latest Current Affairs June 2023 বাংলা, প্রথম সপ্তাহ

 

 

 ১১) ভারতের গ্রামীন এলাকায় দ্রুত ইন্টারনেট পরিষেবা প্রদান করার জন্য মাইক্রোসফট কোন ভারতীয় কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হল?  উঃ- Air Jaldi

  ১২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক শিশু শ্রমিক বিরোধি দিবস পালন করা হয়? 

উঃ- ১২ জুন
  ১৩) ২০২৩ এ ফ্রেঞ্চ ওপেন গ্রান্ড স্ল্যাম জিতলেন কে?  উঃ- নোভাক জাকোভিচ
  ১৪) G-20 সুপ্রিম অডিট ইন্সটিটিউসানস এর বৈঠক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?   উঃ- গোয়া
  ১৫) মে মাসে আই সি সি পুরুষ প্লেয়ার অব দি মান্থ হলেন কে? উঃ- Harry Tector
  ১৬) ফিফা আন্ডার-২০ বিশ্বকাপ এ জয়লাভ করল কোন দেশ? উঃ- উরুগোয়ে
  ১৭) কোন দেশ সম্প্রতি সবচেয়ে বেশি ডিজিটাল পেমেন্ট করে সারা বিশ্বে প্রথম স্থান দখল করল?  উঃ- ভারত 
  ১৮) কোন দিনে প্রতি বছর বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়?  উঃ- ১৪ জুন
  ১৯) আই সি সি ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জিতল কোন দল? উঃ- অস্ট্রেলিয়া
  ২০) হরিয়াণা সরকার তার রাজ্যের পদ্ম পুরষ্কার প্রাপকদের কত পরিমাণ মাসিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করল?  উঃ- ১০,০০০ রুপি

 

Latest Current Affairs May 2023 বাংলা, চতুর্থ সপ্তাহ

 

 

 ২১) ভারতিয় ডিফেন্স মিনিস্ট্রি এক্স সার্ভিসম্যান দের কাজের সুযোগ করে দেওয়ার জন্য কোন ব্যাঙ্ক এর সাথে চুক্তি বদ্ধ হল?  উঃ- কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক

  ২২) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান কোন কোম্পানির সাথে চুক্ত বদ্ধ হয়ে হরিয়াণা তে একটি এভিয়েশান ফুয়েল প্লান্ট চালু করতে চলেছে?

উঃ- Lanza jet
  ২৩) প্রতি বছর কোন দিনে বিশ্ব বায়ু দিবস পালন করা হয়?  উঃ- ১৫ জুন

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।