Latest Current Affairs June 2023

Latest Current Affairs June 2023, Bangla

 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা,  ২০২৩, জুন তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৬-২০২৩ তারিখ থেকে ২২-০৬-২০২৩ তারিখ পর্যন্ত জুন মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Latest Current Affairs June 2023, বাংলা

মাস – জুন, সপ্তাহ – তৃতীয়, (১৬-০৬-২০২৩ থেকে ২২-০৬-২০২৩)

 ১) ভারতের কোন রাজ্যে রাজা এগ্রিকালচার ফেস্টিভাল পালন শুরু হল?  উঃ- ওডিশা

  ২) সম্প্রতি কোন ভারতীয় লেখকের বই এলিজাবেথ লংফোর্ড প্রাইজ জিতল? 

উঃ- রামচন্দ্র গুহ
  ৩) মে মাসে ভারতের এক্সপোর্ট এর পরিমাণ কত হল?  উঃ- ৬০ বিলিয়ন ডলার
  ৪) কোন আরতীয় রাজ্য “Arunpol App” চালু করল?   উঃ- আরণাচল প্রদেশ
  ৫) ভারতে সাস্টেইনেবল দেভেলপমেন্ট এর জন্য নিতি আয়োগ কোন সংস্থার সাথে চুক্ত করল?  উঃ- United Nations
  ৬) ভারতের কোন রাজ্য ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস এ প্রথম স্থান অধিকার করেছে?  উঃ- মধ্য প্রদেশ
  ৭) কোন দেশ সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল?  উঃ-  ভারত
  ৮) ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ এ জয়লাভ করল কোন দেশ?  উঃ- মিশর
  ৯) ইন্দোনেশিয়া ওপেন চ্যাম্পিয়নশিপ এ মেন্স ডাবল এ জয়লাভ করলেন কারা?  উঃ- Chirag Shetty & Satwiksairaj Rankireddy 
  ১০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক রিফিউজি দিবস পালন করা হয়?  উঃ- ২০ জুন

Latest Current Affairs June 2023 বাংলা, দ্বিতীয় সপ্তাহ

 

 

 ১১) সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্স কতগুলি এরোপ্লেন কেনার অর্ডার জারি করল?  উঃ- ৫০০ টি

  ১২) রিসার্চ অ্যান্ড অ্যানালেসিস উইং (RAW) এর নতুন প্রধান পদে কে নিযুক্ত হলেন? 

উঃ- রবি সিনহা
  ১৩) প্রতি বছর কোন দিনে ন্যাশনাল রিডিং ডে পালন করা হয়?  উঃ- ১৯ জুন
  ১৪) রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর নতুন দেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন?   উঃ- Swaminathan Janakiraman
  ১৫) ভারতের সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানির তালিকায় প্রথম স্থান অধিকার করল কোন কোম্পানি?  উঃ- রিলায়েন্স ইন্ডাস্ট্রিস
  ১৬) কোন ভারতীয় লেখিকা ৪৫ তম ইউরোপিয়ান এসে প্রাইজ জিতলেন?  উঃ- আরুন্ধতি রায়
  ১৭) ফিনল্যান্ড এর নতুন প্রাইম মিনিস্টার পদে কে নিযুক্ত হলেন? উঃ- Petteri Orpo
  ১৮) ভারতীয় হিসেবে কে প্রথম বারের জন্য এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ জিতলেন?  উঃ- ভবানী দেবী
  ১৯) সম্প্রতি কানাডিয়ান গ্রান্ড প্রিক্স জিতলেন কে?  উঃ- Max Verstappen
  ২০) সম্প্রতি কোন দেশ হোলি উৎসব কে ব্যান করল? উঃ- পাকিস্তান

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।