Neighboring Countries of India

চাকরি বাজারেরসাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। আজকের পাঠে আমরা Neighboring Countries of India নিয়ে আলোচনা করলাম। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় থেকে নানান ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই অধ্যায়টি পড়ুন।

 Neighboring Countries of India 

স্ট্যাটিক জি কে বিভাগটি প্রায় সমস্ত বড় সরকারী পরীক্ষার একটি বিশেষ অঙ্গ এবং এই বিভাগে স্কোরিং নম্বর করা সবচেয়ে সহজ, কারণ এই বিভাগে কোনও রকম গণনা বা সমাধানের প্রয়োজন হয় না। তবে কোন প্রার্থী সম্পূর্ণ প্রস্তুত থাকলে তবেই এটি সম্ভব হয়।

স্ট্যাটিক জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল ভারতের প্রতিবেশী দেশ সমূহ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে প্রশ্ন এসে থাকে। বিশেষত এস এস সি, পি এস সি, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষায়, গ্রুপ ডি  পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। নিচে উদাহরণের সাহায্যে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। যেমন – ১) কোন প্রতিবেশী দেশটি ভারতের সঙ্গে দীর্ঘতম সীমানা রেখা ভাগ করে নিয়েছে। উত্তর বাংলাদেশ। ২) ভারতের কোন রাজ্যটি প্রতিবেশী দেশের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত ভাগ করেছে । উত্তর পশ্চিমবঙ্গ। ৩) কোন প্রতিবেশী দেশটি ভারতের সাথে সবচেয়ে কম সীমারেখা ভাগ করেছে। উত্তর – আফগানিস্তান। 

মোট ৭ টি প্রতিবেশী দেশ ভারতের সাথে তার সীমান্ত ভাগ করে নিয়েছে। নিন্মে একটি সারণির মাধ্যমে ভারতের প্রতিবেশী দেশসমূহ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। সারণি থেকে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং নিচে দেওয়া লিংক থেকে ফ্রীতে পি ডি এফ ডাউনলোড করুন। 

 

প্রতিবেশী দেশ 

সীমান্তবর্তী রাজ্য

১) চিন  জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ ও সিকিম
২) বাংলাদেশ  পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম 
৩) নেপাল সিকিম, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার, এবং উত্তরাখণ্ড
৪) ভুটান  অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম এবং পশ্চিমবঙ্গ  
৫) পাকিস্তান জম্মু ও কাশ্মীর, রাজস্থান, গুজরাট এবং পাঞ্জাব 
৬) আফগানিস্তান   জম্মু ও কাশ্মীর
৭) মায়ানমার অরুণাচল প্রদেশ, মনিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড

 

  • নিচের সারণিতে ভারতের প্রতিবেশী দেশগুলির সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হল। 

— চিন —

  • বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হল চিন। প্রায় ৯৫,৯৬,৯৬০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে দেশটি বিস্তারিত।
  • চীনের রাজধানী – বেজিং। 
  • সীমানা রেখা – ৩৪৮৮ কিলোমিটার বিস্তারিত।
  • সরকারি ভাষা – ম্যান্ডারিন
  • মুদ্রা – ইউয়ান
  • মোট রাজ্য – 26 টি। 

— বাংলাদেশ —

  • প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশ ভারতের সঙ্গে সর্বাধিক সীমানা ভাগ করে নিয়েছে। প্রায় ১,৪৩,৯৯৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেশটি বিস্তারিত। 
  • বাংলাদেশের রাজধানী – ঢাকা।
  • সীমারেখা – ৪০৬৭ কিলোমিটার বিস্তারিত।
  • সরকারি ভাষা – বাংলা। 
  • মুদ্রা – টাকা
  • রাজ্য – টি। 

— নেপাল —

  • ভারতের উত্তর পূর্বে অবস্থিত নেপাল দেশটি প্রায় ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তারিত। 
  • নেপালের রাজধানী – কাঠমান্ডু
  • সীমারেখা – ১৭৫১ কিলোমিটার বিস্তারিত।
  • সরকারি ভাষা – নেপালি। 
  • মুদ্রা – নেপালি রুপী
  • রাজ্য – টি।

— ভুটান —

  • ভারতের উত্তর পূর্বে অবস্থিত নেপাল দেশটি প্রায় ৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তারিত।
  • ভুটানের রাজধানী – থিম্পু
  • সীমারেখা – ৬৯৯ কিলোমিটার বিস্তারিত।
  • সরকারি ভাষা – জংখা। 
  • মুদ্রা – ভুটানি এনগলট্রাম
  • রাজ্য – ২০ টি। 

— পাকিস্তান —

  • দেশটি প্রায় ৭,৯৬,০৯৫ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তারিত।
  • পাকিস্তানের রাজধানীইসলামাবাদ
  • সীমারেখা – ৩৩২৩ কিলোমিটার বিস্তারিত। 
  • সরকারি ভাষা – উর্দু
  • মুদ্রা – পাকিস্তানি রুপি । 
  • রাজ্য – টি।

— আফগানিস্তান —

  • দেশটি প্রায় ৬,৫২,২৩০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তারিত।
  • আফগানিস্তানের রাজধানীকাবুল
  • সীমারেখা – ১০৬ কিলোমিটার বিস্তারিত।  
  • সরকারি ভাষা – দারি, পশতু
  • মুদ্রা – আফগান আফগানি। 
  • রাজ্য – 34 টি।

— মায়ানমার —

  • দেশটি প্রায় ৬,৭৬,৫৭৮ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তারিত।
  • মায়ানমারের রাজধানীনাইপিটাও
  • সীমারেখা – ১৬৪৩ কিলোমিটার বিস্তারিত।  
  • সরকারি ভাষা – বর্মি
  • মুদ্রা – বার্মিজ কিয়াত। 
  • রাজ্য – টি।

 

 

 

 

  • ভারতের প্রতিবেশী দেশ সমূহ
ভারতের-প্রতিবেশী-দেশ-ও-তাদের-সিমান্তবর্তী-রাজ্য-সমূহ

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।