ভারতে বসবাসকারী উল্লেখযোগ্য উপজাতি গোষ্ঠীদের নাম

চাকরি বাজারেরসাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা ভারতে বসবাসকারী উল্লেখযোগ্য উপজাতি গোষ্ঠীদের নাম নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি এস এস সি, পি এস সি, প্রাইমারি টেট, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, পুলিশ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।

 

ভারতে বসবাসকারী উল্লেখযোগ্য উপজাতি গোষ্ঠীদের নাম 

 

জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল ভারতে বসবাসকারী উল্লেখযোগ্য উপজাতি গোষ্ঠীদের নাম ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার প্রায় ৯% বিভিন্ন উপজাতি গোষ্ঠী দখল করে আছে। এই জনগোষ্ঠী গুলি মূলত ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে নানান প্রতিকূল পরিবেশ যেমন পাহাড় পর্বত, বনাঞ্চল প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে

      বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। বিশেষত রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষায় এই বিষয় থেকে নানান প্রশ্ন নানান সময়ে এসেছে।  এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষায়, গ্রুপ ডি  পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে আসে তা দেখানো হল। ১. দিমাসা কোন রাজ্যের উপজাতি গোষ্ঠি ? উত্তর হবে আসাম।  ২. অঙ্গমি কোন রাজ্যের উপজাতি গোষ্ঠী ? উত্তর হবে আসাম ও নাগাল্যান্ড

 

উপজাতি গোষ্ঠী

রাজ্য

  দিমাসা    আসাম
  অঙ্গমি    আসাম ও নাগাল্যান্ড
  বাদাগাস    তামিলনাড়ু
  সম্পেন    আন্দামান এবং নিকোবর 
  আপাতানিস   তামিলনাড়ু 
  বাইগা    মধ্য প্রদেশ
  বিরহর্স   মধ্য প্রদেশ ও বিহার
  চাকমা   আসাম
  আবোর   অরুণাচল প্রদেশ ও আসাম 
  গাদ্দিস    হিমাচল প্রদেশ 
  কোল    ঝাড়খন্ড, মুধ্য প্রদেশ, উত্তর প্রদেশ 
  বাকারওয়াল    জম্মু ও কাশ্মির 
  ভুটিয়া   ত্রিপুরা ও শিকিম
  জারওয়া   আন্দামান
  ভিল    অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, ত্রিপুরা 
  খাসি    আসাম
  টোডাস   তামিলনাড়ু
  কুরুম্বাস    কেরালা
  গুজ্জার   জম্মু, রাজস্থান, হিমাচল প্রদেশ
  কুকি    মণিপুর ও মিযোরাম, নাগাল্যান্ড
 

 

  কলাম    অন্ধ্র প্রদেশ
  সবর    বিহার ও ঝাড়খন্ড
  মুরিয়াস    মধ্য প্রদেশ 
  লুসাই   ত্রিপুরা
  নাগা    নাগাল্যান্ড
  সেন্টিনেলেসি    আন্দামান ও নিকোবর
  সেমা    নাগাল্যান্ড
  মোপ্লাহস   কেরালা
  গন্ডস    মধ্য প্রদেশ ও বিহার
  ইরুলার    তামিলনাড়ু
  অঙ্গেস   আন্দামান ও নিকোবর
  অসুর   পশ্চিমবঙ্গ
  লহউলাস   হিমাচল প্রদেশ
  সিঙ্ঘপো   অরুণাচল প্রদেশ

 

 

 

 

সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন বাংলা ও ইংরেজিতে

 

  • কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের বিখ্যাত ডাকনাম  
Famous-Nicknames-of-Eminent-Person

 

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।